গরু কিনতে খামারমুখী ক্রেতারা
১৯ জুন ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
ঈদুল আজহার আরো ৯দিন বাকি থাকলেও কুমিল্লায় স্থায়ী ইজারাভুক্ত নির্ধারিত দিনের হাট ছাড়া কোরবানীর পশুর বেচাকেনা জমে ওঠেনি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী বৃহস্পতিবার থেকে জেলার তিন শতাধিক অস্থায়ী হাটে পর্যায়ক্রমে শুরু হবে কোরবানীর পশুর বেচাকেনা। এদিকে জেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অন্তত শতাধিক এগ্রো ফার্মের অর্ধেকের বেশি গরু গত দু’সপ্তাহে বিক্রি হয়েছে বলে দাবি করছেন খামারিরা।
এদিকে কুমিল্লা জেলায় চাহিদার চেয়ে কোরবানীর পশু বেশি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আর এসব পশু বিক্রির জন্য জেলায় অস্থায়ী হাট বসবে তিন শতাধিক। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার চন্দন কুমার পোদ্দার জানান, কুমিল্লার ১৭ উপজেলায় কোরবানির পশুর চাহিদা ২ লাখ ২০ হাজার ৪৯২টি। জেলার প্রকৃত খামারি, খন্ডকালিন খামারি ও গৃহস্থ (পারিবারিক) পর্যায়ে পালন করা গবাদি পশু মজুদ রয়েছে ২ লাখ ২৯ হাজার ৯৮টি। সেই হিসেবে প্রায় আট হাজার পশু উদ্বৃত্ত থাকবে। পাশ^বর্তী দেশ ভারত থেকে কোরবানীর পশু আসুক এটা আমরা চাই না। এতে করে স্থানীয় গৃহস্থ, খামারিরা লোকসানে পড়বেন। এবারে জেলার ৩১০টি স্থানে অস্থায়ী হাট বসবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়–য়া জানান, সীমান্ত এলাকা দিয়ে চোরাই গরু দেশে প্রবেশ ঠেকাতে এবার কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। আমাদের ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক মাঠে থাকবে। আর হাট ও সড়কেও প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।
নগরীর অন্তত ৭০ শতাংশ কোরবানীদাতা বাড়িতে গরু রাখার জায়গা করতে পারেন না। এছাড়া কোরবানীর গরুকে খাওয়ানো আর যত্ম নেওয়ারও সুযোগ নেই নগরবাসীর। এগ্রো ফার্ম থেকে গরু কিনলে ঈদের আগ দিন পর্যন্ত বিনাখরচে গরু রাখার সুযোগটা পাচ্ছেন ক্রেতারা। তাছাড়া খামারি থেকে গরু কিনলে ক্রেতারা ওজন মেপে নিশ্চিত হয়েই নিতে পারছেন। এসব সুবিধার কারণে এবারে কুমিল্লায় নির্ঝঞ্ঝাটে গরু কিনতে বেশিরভাগ ক্রেতা খামারে ঝুঁকছেন।
জেলার স্থায়ী হাটগুলোতে নির্ধারিত হাটবারেও কোরবানীর গরু ও ক্রেতা নেই বললেই চলে। কিন্তু উল্টো চিত্র দেখা গেছে কুমিল্লার সদর, সদর দক্ষিণ, লাকসাম, চান্দিনা, দাউদকান্দি উপজেলার এগ্রো খামারগুলোতে। গত তিন দিন এসব উপজেলার বেশ কটি খামারে ঘুরে জানা গেছে, গেলো ১৫ দিনে খামারের অর্ধেক গরু বিক্রি হয়ে গেছে। কেউ ওজনে কিনেছেন, কেউ দরদাম করে কিনেছেন। বেশিরভাগ ক্রেতাই বুকিং দিয়ে খামারে গরু রেখে এসেছেন।
কুমিল্লা সদরের আনন্দপুরের এইচএস এগ্রোর পরিচালক মাসুম জানান, খামারের ৪০টির মধ্য গত দুই সপ্তাহে ১৮টি গরু বিক্রি হয়ে গেছে। ওজনে ও দরদামে বিক্রি হচ্ছে। বেশিরভাগ ক্রেতাই বুকিং দিয়ে খামারে গরু রেখে গেছেন। আমরা ক্রেতাদের এসব গরুর যতœসহকারে লালনপালন করছি। কোরবানীর এক/দুইদিন আগে আমাদের নিজস্ব পরিবহনে ক্রেতার ঠিকানায় গরু পৌঁছে দেওয়া হবে। সদরের দুর্লভপুরের ইমরান এগ্রোর মালিক ইমরান হোসেন জানান, তার খামারে ৪৮টি গরু রয়েছে। এরমধ্যে গত এক সপ্তাহে ৮টি বিক্রি হয়েছে। একই এলাকার ভাই ভাই এগ্রো ফার্মে বড় আকারের গরু রয়েছে ৪০টি। তারা ৫টি বিক্রি করেছেন। বাকিগুলো হাটে তুলবেন।
নগরীর কান্দিরপাড়ের ব্যবসায়ি ফারুক আহমেদ, কামাল উদ্দিন, শুভপুরের খলিল, চাঁনপুরের জাবের জানান, তারা এগ্রো ফার্ম থেকে কোরবানীর গরু কিনেছেন। দামের দিক থেকে গতবারের তুলনায় খুব একটা বেশি নয়। লাইভ ওজনের হিসেবে কেজি ৪৫০-৬০ টাকা পড়েছে। বুকিং দিয়ে খামারেই রেখেছেন। ঈদে আগের দিন বাড়িতে আনবেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন