বৃষ্টিতে ম্লান নির্বাচনী আমেজ
১৯ জুন ২০২৩, ১১:০৩ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০১ এএম
সিলেটের আকাশে কালো মেঘ, চলছে টানা বর্ষণ। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বিপদসীমা অতিক্রম করেছে নদ-নদীর পানি। শঙ্কা দেখা দিয়েছে বন্যার। ফলে মøান হয়ে যাচ্ছে সিলেটের ভোটের আমেজ। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা অবস্থান করছেন সিলেটে। তারাও শঙ্কিত এ বৃষ্টির তা-বে।
এদিকে শক্ত প্রতিদ্বন্দ্বি না থাকলেও জাতীয় পার্টির প্রার্থী নিয়ে বেশ অস্বস্তিতে আওয়ামী মনোনীত মেয়র প্রার্থী। অপরদিকে কাউন্সিলর পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও আছে। সিলেটে ১৯০টি শিক্ষা প্রতিষ্ঠানকে করা হয়েছে ভোট কেন্দ্র। এর মধ্যে একটি নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ জাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। গত ১৪ জুনের বৃষ্টিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠে যায়। যদিও কয়েক ঘণ্টা পরই পানি নেমে যায়। ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, আমার নির্বাচনী এলাকায় অনেক রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত নাজুক। নগরীর ৪২ ওয়ার্ডের মধ্যে বর্ধিত ১৫টি ওয়ার্ডের বেশীরভাগই নিম্নাঞ্চলের। এই ১৫টি ওয়ার্ডে ভোটের আমেজ বেশি। কেননা প্রথমবারের মতো ভোটাররা তাদেরে ভোটাধিকার প্রয়োগ করবেন। কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবন্ধতা মøান করেছে এইসব এলাকার ভোট উৎসব। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আওয়ামী লীগ এমন তথ্য জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আমরা আমাদের নিজস্ব মাধ্যমে খোঁজ-খবর নিয়ে জেনেছি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। নির্বাচন কমিশন বিষয়টি দেখবে।
ভোটের দিন সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, আগামী ২১ জুন সিলেটে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল ভোররাত থেকে শুরু করে দুপুর ১১টা পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১২, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আজ সারাদিন থেমে থেমে সম্ভাবনা রয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির।
এদিকে, সিলেটের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, আমার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হয়েছে। কোন সেন্টারে যদি পানি উঠে তাহলে তাৎক্ষনিকভাবে নিস্কাশনের ব্যবস্থা করা হবে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকতে বলা হয়েছে জানিয়ে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, আগামী কয়েক দিনে ১ হাজার ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সিলেট জেলায়। ফলে সিলেটে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা হলে এর ক্ষয়ক্ষতি বিবেচনায় আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। এদিকে নির্বাচনে মোট কেন্দ্র থাকছে ১৯০টি। যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭টি এবং অস্থায়ী ভোট কক্ষ থাকবে ৯৫টি। সবগুলো কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে সবগুলো কেন্দ্র সিসি টিভির মাধ্যমে পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে নির্বাচন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন