অনিয়ম-দুর্নীতি ও বরাদ্দ ব্যয়ে ব্যর্থতার অভিযোগ বিরোধীদের

স্বাস্থ্য খাতে শতভাগ সেবা নিশ্চিত হয়নি স্বীকার করলেন মন্ত্রী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ জুন ২০২৩, ১১:৩৯ পিএম | আপডেট: ২৭ জুন ২০২৩, ১২:০০ এএম

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সীমাহীন অনিয়ম ও দুর্নীতি চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা বলেছেন, এটি এমন একটি মন্ত্রণালয় সেখানে প্রতিবছর মন্ত্রী বাজেটের অর্থ খরচ করতে পারেন না, অথচ দেশের স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, স্বাস্থ্য খাতে জনবল নেই, ডাক্তার, নার্স নেই। জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য খাতে শতভাগ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না এটা ঠিক, তবে কোভিড টিকা দেওয়ায় রেকর্ডসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন উন্নয়ন কর্মকা- পরিচালিত হচ্ছে।

গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনাকালে স্বাস্থ্য মন্ত্রী ও মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। জবাবে মন্ত্রী বলেন, নানা জটিলতার কারণে শত ভাগ সেবার মান নিশ্চিত করা যায়নি। এক্ষেত্রে দক্ষ জনবল ও টেকনেশিয়ানের অভাব রয়েছে। তবে প্রধান মন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ইতিমধ্যে জনবল বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় আমরা ৩ বছর যুদ্ধ করেছি। ওই সময় ভ্যাকসিন ও ওষুধ ক্রয় এবং হাসপাতাল নির্মাণে ৬০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। যদিও চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৩৮ হাজার কোটি টাকা। গত অর্থবছরের বাজেটেও স্বাস্থ্য খাতে ২৯ থেকে ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়। করোনা মোকাবেলায় সরকার ৬০ হাজার কোটি টাকা ব্যয় করলেও হিসাবগুলো জনসম্মুখে আসছে না। কিন্তু এটা জনগণের জানা প্রয়োজন। তিনি আরো বলেন, করোনার পাশাপাশি দেশে অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, কিডনী ও হার্টের সমস্যা মোকাবেলায় সরকার আলাদা হাসপাতাল করার উদ্যোগ নিয়েছে। এছাড়া স্থানীয় পর্যায় স্বাস্থ্য সেবার মান বাড়াতে হাসপাতালগুলোতে আইসিইউ ও সিসিইউ বেড স্থাপন করা হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কারণে ৬টি মেডিকেল কলেজ ও এক হাজার ৮০০ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাইভেট হাসপাতালে সেবার মান বাড়াতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর পরিচালনা পর্ষদের কমিটিতে রয়েছেন। এক্ষেত্রে তাদেরও মনিটরিং করার সুযোগ রয়েছে। তারা সতর্ক হলে সেবার মান ভাল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের এখনো নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। আপনি বিরোধী দলীয় এমপিদের নিয়োগ করার দায়িত্ব দেন, আমরা প্যানেল করে নিয়োগ দিবো। তিনি বলেন, গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৩ হাজার কোটি টাকা ফেরত গেছে। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দকৃত অর্থ খরচ করে জনগণের স্বাস্থ্য সেবার মান বাড়াতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব পদে একজন ডাক্তারকে নিয়োগের দাবি জানান তিনি।

জাতীয় পার্টির ফখরুল ইমাম বলেন, ২০২০-২১ অর্থ বছরের ১২ হাজার ৯৮৯ কোটি টাকা, ৬ হাজার ৯৩৩ কোটি ব্যয় হয়, ৪২ শতাংশ ফেরৎ যায়। ২০২১-২২ অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১৩ হাজার ১৭ কোটি টাকা। খরচ হয়েছে ১০ হাজার ২৯২ কোটি, ফেরৎ যায় ২৯ শতাংশ। ২০২২-২৩ অর্থ বছরের এ মন্ত্রণালয়ের বাজেটে বরাদ্দ ছিল ৯ হাজার ৭৯৪ কোটি। প্রথম ১০ মাসে ৩ হাজার ২৩৬ কোটি টাকা খরচ হয়েছে। যা মাত্র ৩৩ শতাংশ মাত্র। প্রথম ১০ মাসে অলস হয়ে পড়ে ছিল ৬ হাজার ৫৫৮ কোটি টাকাসহ বিদেশী সহায়তার ৫৯ শতাংশই ব্যয়ই হয়নি। এসেনশিয়াল ড্রাগস ৪৭৭ কোটি টাকা লোপাট হয়েছে। এরকম বহু দুর্নীতি রয়েছে , এগুলো বন্ধ হওয়া দরকার।

গণফোরামের মোকাব্বির হোসেন খান বলেন, এখনো সরকারি স্বাস্থ্যসেবা পেতে হলে জনগণকে খরচ করতে হয় ৬৭ শতাংশ। সরকার মাত্র ৩৩ শতাংশ খরচ দেয়। চিকিৎসার জন্য একজন নাগরিককে বিপুল পরিমাণ খরচ যোগাতে গরু-ছাগল, জমি-জমা বিক্রি ও ঋণ নিয়ে প্রতি বছর ৫২ লাখ মানুষ দারিদ্রসীমার নিচে নেমে যাচ্চে। চিকিৎসার জন্য প্রতি বছর লাখ লাখ মানুষ ভারতসহ বহু দেশে পাড়ি জমাচ্ছে।

জাতীয় পার্টির ডা. রুস্তম আলী ফরাজী বলেন, স্বাস্থ্য খাতটি অত্যন্ত সেনসেটিভ। করোনার সময় প্রধানমন্ত্রী কিভাবে গণহারে ভ্যাকসিন দিলেন, এটা সত্যি বিষ্ময়। অথচ সারাদেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন হচ্ছে না। জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি দ্রট্টু ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগের দাবি জানান।

স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, দেশে এখন ভেজাল ওষুধে সয়লাপ হয়ে গেছে। আমাদের ডাক্তাররা কোম্পানির কাছ থেকে উপহার নিয়ে ভেজাল অসুধ প্রেসক্রিপশন করছে। তাছাড়া কোম্পানিগুলো বিদেশে উন্নত মানের ওষুধ সরবরাহ করলেও দেশে নি¤œমানের ওষুধ বাজারজাত করছে।
###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক

সাড়ে ১২ হাজার কোটি টাকার বিশেষ ঋণ পেল ৩ ব্যাংক

গর্ত থেকে আবার যে স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল

গর্ত থেকে আবার যে স্ট্যাটাস দিলেন পলাতক মনিরুল

আগস্টের পর বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, মুসলিমরাই বেশি ভারতে গেছেন

আগস্টের পর বাংলাদেশ থেকে হিন্দুরা নয়, মুসলিমরাই বেশি ভারতে গেছেন

নেচে-গেয়ে শুরু হলো তারকাদের নতুন বছর

নেচে-গেয়ে শুরু হলো তারকাদের নতুন বছর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ-সমন্বয়ক গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত সহ-সমন্বয়ক গ্রেফতার

এবার জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে বাতিল করল মৃত্যুদণ্ড

এবার জিম্বাবুয়ে আনুষ্ঠানিকভাবে বাতিল করল মৃত্যুদণ্ড

বছরের প্রথম দিনেও ঢাকার বায়ু  ‘খুবই অস্বাস্থ্যকর’

বছরের প্রথম দিনেও ঢাকার বায়ু  ‘খুবই অস্বাস্থ্যকর’

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরে মামা ভাগিনার বাড়িতে শোকের মাতম

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে চাঁদপুরে মামা ভাগিনার বাড়িতে শোকের মাতম

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় নিহত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় নিহত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী

ভার্জিনিয়ায় এফবিআই-এর অভিযানে ইতিহাসের বৃহত্তম বিস্ফোরক জব্দ

ভার্জিনিয়ায় এফবিআই-এর অভিযানে ইতিহাসের বৃহত্তম বিস্ফোরক জব্দ

ছাত্র জনতার জীবন দিয়ে অর্জিত সাফল্যকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে- মামুনুল হক

ছাত্র জনতার জীবন দিয়ে অর্জিত সাফল্যকে হাইজ্যাক করার চেষ্টা হচ্ছে- মামুনুল হক

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের পথে: জাতিসংঘের প্রতিবেদন

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের পথে: জাতিসংঘের প্রতিবেদন

গাজায় শীতকালীন বিপর্যয়ের মধ্যে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত ৭ ফিলিস্তিনি

গাজায় শীতকালীন বিপর্যয়ের মধ্যে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত ৭ ফিলিস্তিনি

জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন

জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন

অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল

অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল

দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা

দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা

হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র

হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার

ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি