রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন আগামী সপ্তাহে
০৪ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
কারিগরি ত্রুটির কারণে গত শুক্রবার থেকে শাটডাউনে যাওয়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি আগামী সপ্তাহে আবারও উৎপাদনে যাবে। তবে চলতি সপ্তাহের মধ্যে কয়লা না এলে মজুদ কয়লায় কেন্দ্রটি সর্বসাকুল্যে সপ্তাহ খানেক চলতে পারে। এদিকে, একই ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি এ বছর পূর্ণ উৎপাদনে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ জন্য সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহও করা হয়েছে।
সূত্র জানায়, কয়লার সঙ্কট কাটতে না কাটতেই কারিগরি ত্রুটির কারণে রামপাল বাংলাদেশ-ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্র গত শুক্রবার রাত পৌনে ৯টা বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরামুল্লাহ বলেন, কারিগরি ত্রুটি, ইনস্পেকশন ও মেইনটেন্যান্সের কাজের জন্য ৩০ জুন রাতে আমরা উৎপাদন বন্ধ করেছি। ৬ জুনের দিকে আবারও উৎপাদন শুরু করা যাবে। কয়লা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন আগামী ৫ জুন একটি জাহাজে করে বিপুল পরিমাণ কয়লা আসবে। কেন্দ্রে এ মুহুর্তে কোনো কয়লা সঙ্কট নেই।
তবে, নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতে প্রথম ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে। যে কয়লা মজুদ আছে, তাতে সপ্তাহখানেক উৎপাদন সচল থাকবে। এই সময়ের মধ্যে কয়লা এলে আপাতত আর কোন সঙ্কট থাকছে না।
এদিকে, তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহের কাজ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ইউনিটের বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট ২০২২ সালের ডিসেম্বর থেকে চালু আছে। ইতোমধ্যে আমরা ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটের সব কার্যক্রম সম্পন্ন করেছি। গত ২৮ জুন সকাল ৮টা ৫১মিনিটে দ্বিতীয় ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সফলভাবে যুক্ত হয়েছে।
বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক অতনু দত্ত বলেন, কৌশলগত পরিকল্পনা এবং প্রকল্পে কর্মরত সদস্যদের কঠোর পরিশ্রমের ফলে রেকর্ড সময়ের মধ্যে আমরা দ্বিতীয় ইউনিট চালু করতে সক্ষম হয়েছি। এখন দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করতে আমরা কাজ করছি। আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জনগণ এই ইউনিটের বিদ্যুৎ পাবেন।
প্রসঙ্গত, ২০১০ সালে ভারত ও বাংলাদেশ যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিআইএফপিসিএল) নামে কোম্পানি গঠিত হয়। এই কোম্পানির অধীনে এক হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট (রামপাল) নামে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন