সুদান থেকে ১৫৯ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছে
০৪ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে সর্বশেষ তিনটি ফ্লাইট যোগে সরকার ১৫৯ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে। বিগত এক থেকে দেড় মাস যাবত এসব বাংলাদেশি সুদানের পোর্ট সুদান শহরে খোলা আকাশের নীচে তাবু টানিয়ে দেশে ফেরার অপেক্ষায় অনাহার অনিদ্রায় প্রহর গুনছিলো। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় পোর্ট সুদান থেকে দেশে ফিরিয়ে আনার প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৯ জনে। পোর্ট সুদানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জাহাঙ্গীর গতকাল মঙ্গলবার এবিষয়টি নিশ্চিত করেছেন। সুদান থেকে দেশে ফেরত আসা বাংলাদেশিদের অনেকেই নিরুপায় হয়ে দেশটিতে দীর্ঘ দিনে ব্যবসা বাণিজ্য দোকানপাট ফেলে রেখে এসেছে। ঢাকা বিমান বন্দর থেকে সুদান প্রত্যাগতদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে জনপ্রতি ৩ হাজার টাকা ও অপর একটি বিদেশি সংস্থা থেকে ২ হাজার টাকা মোট ৫ হাজার টাকা করে বাড়ী যাওয়ার জন্য গাড়ী ভাড়া দেয়া হয়েছে। গাজীপুরের ইসমাইল এতথ্য জানান।
বর্তমানে সুদানের চলমান গৃহযুদ্ধে প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ১৫ এপ্রিলে শুরু হওয়া এই সংঘাতের কারণে দেশটির মানবিক পরিস্থিতি প্রতিনিয়ত আরও ভয়াবহ রূপ ধারণ করছে। জুন মাসে প্রকাশিত জাতিসংঘের এক রিপোর্টে আফ্রিকান দেশটির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। প্রথম ধাপে সুদান থেকে ফেরত বাংলাদেশিদের জেদ্দা বিমানবন্দরে সউদী আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের স্বাগত জানান।
সুদানে দেশটির সামরিক এবং আধাসামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘাতের মধ্যে গত ২ মে প্রায় ৭০০ বাংলাদেশিকে ১৩টি বাসে খার্তুম থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে নিয়ে যাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার) শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেছিলেন, সুদান থেকে যারা দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন, তাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। সুদানের ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৩ মে পর্যন্ত গৃহযুদ্ধে অন্তত ৭৩০ জন নিহত এবং প্রায় ৫৫০০ জন আহত হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন মানবিক কর্মী ও আটজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন সুদানে।
এদিকে, জাতিসংঘের প্রকাশিত রিপোর্টে বলা হয়, এই গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই বছরের পর বছর ধরে চলা রাজনৈতিক অস্থিরতার কারণে সুদানের কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তুতে পরিণত হয়েছিল। এছাড়া সুদানে আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দক্ষিণ সুদানও ইরিত্রিয়ার শরনার্থীরাও। আবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকেও বহু মানুষ সুদানে আশ্রয় নিয়েছিল। এবার নিজেরাই উদ্বাস্তুতে পরিণত হচ্ছেন সুদানের নাগরিকরা। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, সুদানের জনগণ যুদ্ধ এড়াতে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমে সামরিক বাহিনী এবং আধা-সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। এরপর ১০ লাখেরও বেশি মানুষ দেশের মধ্যেই উদ্বাস্তুতে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, গত পাঁচ সপ্তাহে যত মানুষ উদ্বাস্তু হয়েছে তা ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে উদ্বাস্তু হওয়া মানুষের থেকেও বেশি। এছাড়া সুদান ছেড়ে প্রতিবেশী মিশর, চাদ ও ইথিওপিয়ায় পালিয়ে গেছেন আরও ৩ লাখ ৪৫ হাজার মানুষ। যুদ্ধকবলিত সুদানের রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে খোলা আকাশের নীচে তাবুতে আশ্রিত দেড় শতাধিক বাংলাদেশি নারী পুরুষ দেশে ফেরার অপেক্ষায় চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছিলেন। এসব বাংলাদেশিরা পানীয় ও খাবারের অভাবে অনাহার অনিদ্রায় রাত কাটান। সরকার সুদানে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের উদ্ধার করে সরকারি খরচে পোর্ট সুদান থেকে বিমান যোগে গত ২৯ জুন, ৩০ জুন এবং ১ জুলাই তিনটি ফ্লাইট যোগে ১৫৯ জনকে দেশে ফিরিয়ে আনেন। পোর্ট সুদানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা জাহাঙ্গীর ইনকিলাবকে জানান, বেশ কিছু বাংলাদেশি সুদানে বিয়ে করে বাসবাস করছেন। এ ধরণের কিছু বাংলাদেশি দেশটির বিভিন্ন অঞ্চলে রয়ে গেছে। পোর্ট সুদানে খাদ্য ও পানির সঙ্কট চরম আকার ধারণ করছে বলে তিনি উল্লেখ করেন। এক লিটার পানি কিনতে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা লাগছে বলেও তিনি উল্লেখ করেন। বগুড়ার ছানা উল্লাহ, টাঙ্গাইলের কারিম মিয়া এবং ময়মনসিংহের রফিকুল ইসলাম রানা পোর্ট সুদান থেকে দেশে ফিরে সন্তোষ প্রকাশ করে সরকারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। গত ১ জুলাই ফ্লাইটে সর্বমোট ৮০ জন প্রবাসী সুদান থেকে দেশে ফিরেছেন। সুদান প্রত্যাগত নওগার মো. সোহেল, নরসিংদীর শাহাদাত এবং বি-বাড়িয়ার লাবলু দেশে ফিরে আসায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে সরকারের এ মহতি উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন