জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ কাউকে সহ্য করতে পারে না
১৯ জুলাই ২০২৩, ১১:১০ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সবচেয়ে অপরাধ হচ্ছে তারা গোটা জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে। সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে। আগুন আর হামলার রাজনীতি করে তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। গতকাল বুধবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে রংপুর বিভাগীয় পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুল উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বলেন, ২০১৪ সালের নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করে ছিলেন? বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা ১৫৪টি আসনে বিজয়ী হয়ে সংসদ গঠন করেছিলেন। ২০১৮ সালে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলেছিলেন। আসলে তারা কাউকে সহ্য করতে পারে না। এমনকি তারা হিরো আলমকেও সহ্য করতে পারেনি। বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে তামাশায় পরিণত করেছেন। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আওয়ামী লীগ আজ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
সমাবেশে মির্জা ফখরুল বলেন, আমরা আগে দশ দফা দিয়েছিলাম, দশ দফাকে এক দফায় নিয়ে এসেছি। এক দফা কি- শেখ হাসিনা পদত্যাগ এই মুহুর্তেই পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেননা এই কমিশন অথর্ব-অযোগ্য, পঙ্গু সরকার যা বলে তাই করে। মির্জা ফখরুল বর্তমান লড়াইকে অত্যন্ত কঠিন লড়াই উল্লেখ করে বলেন, এই লড়াই আমাদের জাতির অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে নির্ধারিত হবে আমরা স্বাধীনভাবে টিকে থাকতে পারবো কিনা। সমাবেশ শেষে তিনি পদযাত্রার নেতৃত্ব দিয়ে লাখো মানুষকে সাথে নিয়ে দিনাজপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বাংলাদেশ কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি কেন্দ্রীয় নেতা শিমুল বিশ্বাস, আসাদুল হক দুলু, ডা. জাহিদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, দিনাজপুরের পদযাত্রা সমাবেশটি শান্তিপূর্ণ করার অঙ্গিকার নিয়ে সকল আয়োজন করা হয়। সে হিসাবে এবার ইনস্টিটিউট প্রাঙ্গনে উত্তর দিক দিয়ে প্রবেশ এবং দক্ষিণ দিক দিয়ে পদযাত্রা করে শেষ করার ব্যবস্থা নেয়া হয়। এরপরও দুপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রলীগ নামধারী একদল যুবক হামলা চালায় দিনাজপুরে আসা বাসগুলির ওপর আহত হয় অন্তত ১৫ জন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের সরিয়ে দিলে পদযাত্রায় অংশগ্রহণকারীরা আসতে শুরু করে। ফলে দিনাজপুর শহরে পৌঁছাতে বিকেল ৪টা লেগে যায়। আর এ কারণে সমাবেশ তিনটার জায়গায় সাড়ে ৪টায় শুরু হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
গ্রেফতার কারা আসামী যুবদল নেতাকে গারদ ভেঙ্গে নিয়ে গেলো শ্রীনগর বিএনপি
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু