কতিপয় হজ এজেন্সির প্রতারণার ফাঁদে হজযাত্রীরা
৩০ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম
কতিপয় অসাধু হজ এজেন্সির প্রতারণার ফাঁদে পড়ে হজযাত্রীরা চরম ভোগান্তি ও মক্কায় পাহাড়ের ওপর অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করে দুর্ভোগ পোহাচ্ছে। অপর এক হজ এজেন্সির প্রতারক মালিক ইতালির প্রবাসী দম্পতির ১২ লাখ টাকা নিয়ে তাদের এবার হজে না নিয়ে সউদী আরবে গা-ঢাকা দিয়েছে। প্রতারণার শিকার প্রবাসী হজযাত্রী শাহিন আহমেদ মুন্সী হজে যেতে না পেরে চোখের পানি ফেলে নিরাশ মনে ইতালি ফিরে গেছেন। এসব প্রতারক হজ এজেন্সির লাইসেন্স বাতিল এবং আত্মসাতকৃত হজের টাকা উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য মক্কা মুকাররমাস্থ বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর (হজ) এর নিকট লিখিত অভিযোগ দালিখ করা হয়েছে। বদরপুর ট্রাভেলসের মাধ্যমে প্রতারণার শিকার শাহিন আহমেদ মুন্সী তার ভগ্নিপতি জিলহজ ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আব্দুস ছাত্তার চাকলাদারকে অভিযোগ পেশ এবং হজের আত্মসাতকৃত ১২ লাখ টাকা ্উদ্ধারের ক্ষমতা হস্তান্তর করে ইতালি চলে গেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতালি প্রবাসী হজযাত্রী শাহিন আহমেদ মুন্সী ও তার স্ত্রী তাহমিনার হজ প্যাকেজের ১২ লাখ টাকা নিয়ে সউদীতে পালিয়ে গেছে বদরপুর ট্রাভেলসের স্বত্বাধিকারী মু’তাসিম বিল্লাহ। প্রতারণার ফাঁদে পড়ে প্রবাসী শাহিন ও তার স্ত্রী তাহমিনার ভাগ্যে এবার হজ পালন করা সম্ভব হয়নি। হজের টাকা গ্রহণ করে বদরপুর ট্রাভেলস উক্ত দু’হজযাত্রীর হজের কোনো নিবন্ধন করেনি। প্রতারক মু’তাসিম বিল্লাহ আনজান এয়ার ট্রাভেলসের (০৫৯৯) সাথে যোগসাজস করে শুধু শাহিনের নামে পি আই ডি নং০৫৯৯১৩৫ লিপিবদ্ধ এবং স্ত্রী তাহমিনার নামে শুধু প্রাক-নিবন্ধন নং ৯০০৩৩৫ করে হজে পাঠানোর কোনো কার্যক্রম সম্পন্ন করেনি। ফলে গত ২২ জুন প্রবাসী দম্পতি হজযাত্রীদের বাংলাদেশে ফেলে বদরপুর ট্রাভেলসের স্বত্বাধিকারী মু’তাসিম বিল্লাহ সউদী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। হজযাত্রীদের হজের ১২ লাখ টাকা আত্মসাৎ করে তড়িঘড়ি সউদী পালানোর সময়ে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও র্যাব হজ এজেন্সির মালিক মু’তাসিম বিল্লাহকে আটক করে। ওই সময়ে হজ কার্যক্রমের সিস্টেম ও সফটওয়ার কম্পিউটারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রবাসী দম্পতির হজে যাওয়া সম্ভব হয়নি। ফলে তারা হজে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে নিরাশ মনে ইতালিতে ফিরে যান। শাহিন প্রতারক বদরপুর ট্রাভেলস ও আনজান এয়ার ট্রাভেলসের লাইসেন্স বাতিল এবং আত্মসাতকৃত হজের ১২ লাখ টাকা উদ্ধারের জন্য জিলহজ ট্রাভেলসের স্বত্বাধিকারী ভগ্নিপতি মো. আব্দুস ছাত্তার চাকলাদারকে দায়িত্ব দিয়ে যান। মো. আব্দুস ছাত্তার চাকলাদার প্রতারক বদরপুর ট্রাভেলস ও আনজাম ট্রাভেলসের লাইসেন্স বাতিল এবং আত্মসাতকৃত ১২ টাকা উদ্ধারে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গত ১৭ জুলাই মক্কা আল মোকাররমাস্থ বাংলাদেশ কাউন্সিলর (হজ) এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। মদিনা থেকে জিলহজ ট্রাভেলসের মালিক আব্দুস সাত্তার চাকলাদার ইনকিলাবকে জানান, প্রবাসী দম্পতি হজযাত্রীর ১২ লাখ টাকা আত্মসাতের ঘটনার বিচার চেয়ে মক্কাস্থ কাউন্সিলর হজের কাছে লিখিত অভিযোগ পেশ করা হয়েছে। তিনি এসব প্রতারণার সুষ্টু তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্মমূলক শাস্তির দাবি জানান। কিশোরগঞ্জের হাজী মির্জা কবির আহম্মেদ মদিনা থেকে ইনকিলাবকে জানান, আনজান এয়ার ট্রাভেলস তাদের চার জন হজযাত্রীর কাছ থেকে ২৬ লাখ টাকা নিয়ে শুধু হজ বিসা ও পাসপোর্ট দিয়ে বিমানের টিকিট না দিয়ে হজ এজেন্সির মালিক গা-ঢাকা দিয়ে সউদী চলে যায়। পরে তিনি নিরুপায় হয়ে ৮ লাখ টাকা দিয়ে ফ্লাইনাসের টিকিট কেটে হজে যান। হজ এজেন্সির প্রতিনিধি মক্কার দাখেলার সিদ্ধি মসজিদ পার হয়ে পাহাড়ের উপর অস্বাস্থ্যকর রুমে থাকতে বলে কোনো সহযোগিতা না করেই গা-ঢাকা দেয়। পরে হজ মিশনের সহায়তায় তারা হজের কার্যক্রম সম্পন্ন করেন এবং অতিরিক্ত চার লাখ টাকা দিয়ে বাড়ী ভাড়া করে হজের বাকি দিন কাটাচ্ছেন। প্রতারণার শিকার হাজী মির্জা কবির আহম্মেদ মক্কায় কাউন্সিলর (হজ) এর কাছে প্রতারক হজ এজেন্সি আনজান এয়ার ট্রাভেলসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত ১২ লাখ টাকার ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ পেশ করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল