আজও মাঠ দখলে রাখতে চায়
৩১ জুলাই ২০২৩, ১২:১৮ এএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ১২:২২ এএম
বিএনপি এক দফা আন্দোলনের চলমান কর্মসূচির বিরুদ্ধে আজও মাঠে থাকবে আওয়ামী লীগ। তবে বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ না করে ঢাকার থানায় থাকায় শান্তি মিছিল ও সতর্ক পাহারা রাখার কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীনরা। তবে এর আগে অবশ্য ঢাকায় শান্তি সমাবেশের কর্মসূচি দিয়েছিল দলটি। কিন্তু সেখান থেকে দলের নীতি নির্ধারণীদের সিদ্ধান্তে গতকাল সরে এসেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, বিএনপির আন্দোলনে যখন যে ধরনের কর্মসূচি দল প্রয়োজন মনে করবে সে ধরনের কর্মসূচি নিয়েই মাঠে থাকবে। ঢাকায় বিএনপিকে নৈরাজ্য তো দূরের কথা কোনো দখলের সুযোগই দিতে চায় না আওয়ামী লীগ। প্রয়োজনে আওয়ামী লীগের কর্মসূচিতে পরিবর্তন আসবে।
আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো বলছেন, বিএনপির আন্দোলনকে গভীরভাবে নজরে নিয়ে কাজ করছে দলের একাধিক নেতা। বিএনপির কর্মসূচিতে মাথায় রেখেই কর্মসূচি দেয়া হচ্ছে। তবে এটাকে কোনো অবস্থায় বিএনপির পাল্টা কর্মসূচি বলতে নারাজ দলটি। আওয়ামী লীগ নেতারা মনে করেন, ভিসা নীতির কারণে কোনো ধরনের নৈরাজ্য করার বিষয়ে বিএনপিও অনেক চাপে থাকবে। এ কারণে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মসূচি দিতেই থাকবে। আর এর মধ্য দিয়ে জনমতও দলের পক্ষে রাখা সম্ভব হয়।
এর আগে গত শনিবারও বিএনপির আন্দোলনের বিরুদ্ধে ঢাকার প্রবেশপথগুলোতে মাঠে ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। সেখানে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি বিরুদ্ধে গতকাল রোববার দেশব্যাপী প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। এর ধারাবাহিকতায় আজও রাজধানীসহ সারা দেশে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।
পূর্বঘোষণা অনুযায়ী আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, পুরাতন বাণিজ্য মেলার মাঠ ব্যবহারের অনুপযোগী হওয়ায় শান্তি সমাবেশের পরিবর্তে থানায় থানায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি। সেটা আজ রোববার ও আগামীকাল সোমবার হবে।
ঢাকা উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পী ইনকিলাবকে বলেন, আগামীকাল (আজ) আমাদের থানায় থানায় শান্তি মিছিল কর্মসূচি থাকছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে সতর্ক অবস্থানে থাকবে নেতা-কর্মীরা। যে সমাবেশ ছিল, কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশে বাতিল করা হয়েছে।
গতকাল রোববার রাজধানীয় গুরুত্বপূর্ণ স্থানে শান্তিপূর্ন অবস্থান কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলের নেতারা। এসময় তারা অভিযোগ করেন, গত শনিবার রাজধানীতে সমাবেশের নামে বিএনপি-জামায়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা রাজপথে নেমে এসেছি। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে ফেলেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।
গতকাল ঢাকার পুরান ঢাকার লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানার উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই দেশের মানুষের ভাগ্যের বদল হয়েছে। শেখ হাসিনার অধীনে জনগণ শান্তিতে আছে। দেশের উন্নয়ন ও জনগণের শান্তি বিএনপির সহ্য হচ্ছে না। তারা দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, দক্ষিণ আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন খান আযম, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ খোকন, ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বাবলা পমুুখ।
এ ছাড়া দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করে কৃষক লীগ। রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখা কৃষক লীগ এ সমাবেশের আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সালাম বাবু এতে সভাপতিত্ব করেন।
বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলের আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি ও জামায়াত জোটবদ্ধ হয়ে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হওয়ার লক্ষ্যে পূর্বের ন্যায় আবারও অগ্নিসন্ত্রাস ও হত্যাযজ্ঞ শুরু করেছে। কৃষক লীগ বিএনপির অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গতকাল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। তারই অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ বিক্ষোভ সমাবেশ পালন করে।
এ ছাড়া যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক সাধারণ সম্পাদক হারুনূর রশীদ মুন্না, ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু প্রমুখ। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াত জোট সরকার দূর্নীতি করে দেশটাকে ভঙ্গুর বানিয়ে ছিল। তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না।
বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ডেমরা থানা আওয়ামী লীগ। এতে উপস্থিত ছিলেন- ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবু প্রমুখ। বিক্ষোভ মিছিল করেছে ওয়ারী থানা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু। এ সময় উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
প্রতিবাদ সমাবেশ করেছে মৎস্যজীবী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশে উপস্থিত ছিলেন, মৎস্যজীবী লীগের সভাপতি সাইদুর রহমান সাইদ, কার্যকরি সভাপতি সাইফুল আলম মানিক, সাধারণ সমপাদক লায়ন শেখ আজগর নষ্কর, প্রচার সম্পাদক কাজী মোহাম্মদ শফিউল শফিক, মুক্তিযোদ্ধা সম্পাদক সাজেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক প্রমুখ।
এদিকে একই কর্মসূচি পালন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর উত্তরা, মিরপুর, ফার্মগেট, তেজগাঁওসহ বিভিন্নস্থানে মিছিল করতে দেখা যায়। এসব মিছিলে স্থানীয় নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন।
সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ
এদিকে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গতকাল রোববার সারাদেশে প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পালন করা হয় এ কর্মসূচি। বিএনপি-জামায়াতের নৈরাজ্যর বিরুদ্ধে জেলা ও উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-
স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা শাখার উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিকেল ৫টায় শহরের ভায়না মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ।
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, সোনারগাঁ আওয়ামী লীগ দুপুরে পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় পার্টি অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান মাসুম।
পটুয়াখালী জেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীতে স্থানীয় লঞ্চ টার্মিনাল মাঠে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের সভাপতিত্বে বক্ত্যব্য রাখেন কানিজ সুলতানা এমপি।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনা জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়। বিকেল ৫ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাবে চত্বরে সমাবেশ হয় ।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে কর্মসূচি করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সকাল সাড়ে ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : আনোয়ারায় এ উপলক্ষে কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকালে বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু টানেল চত্ত্বর থেকে শুরু হয়ে চাতরী চৌমহনী বাজারে এসে শেষ হয়।
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, বিশ^নাথে পৌর শহরের পুরাতন বাজারস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এর পূর্বে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে অস্থায়ী কার্যালয়ের সামনে উপস্থিত হন।
ধামরাই( ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে মিছিল করেছে ধামরাই উপজেলা আওয়ামী লীগ। সহযোগী সংগঠনের উদ্যোগে মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপির নেতৃৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরসভা চত্বর থেকে বের হয়ে উপজেলা প্রধান ফটকে শেষ হয়। পরে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জ এ উপলক্ষে মিছিলটি পৌর বাজারে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা জানান, ইসলামপুরে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয় হতে সকল অঙ্গ সহযোগী সংগঠন মিছিল বের করে। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে এসে শেষ হয়।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কলাপাড়ায় বিকেলে উপজেলার, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ দুপুরে উপজেলা কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করেন সহযোগী সংগঠন। এদিন দুপুরে উপজেলা আওয়ামী লীগের নেতারা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সমাবেত হয়ে নৈরাজ্যের প্রতিবাদ জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল