পছন্দ হলে নির্বাচনে আসুন, না হলে যা ইচ্ছা করুন : ওবায়দুল কাদের
১২ আগস্ট ২০২৩, ১১:৩৭ পিএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচনের পরিচালনা করবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির উদ্দেশ্যে তিনি এও বলেন, পছন্দ হলে নির্বাচনে আসুন না হলে যা ইচ্ছা করুন। তবে আগুন নিয়ে খেললে খবর আছে। গতকাল শনিবার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে মির্জা আব্বাস বলে সংবিধান আমরা মানি না। কেন মানে না, এটার মধ্যে কি কাঁটা আছে? এটা নাকি কাটাঁছেড়া করেছি, কাটাঁছেড়া আমরা করিনি, কাটাঁছেড়া করেছে সেনাপতিরা। প্রথম করেছে জিয়াউর রহমান।
আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, হবে না, তত্বাবধায়ক হবে না, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন না, সংসদ ভাংবে না, স্বাধীন এ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, পছন্দ হলে নির্বাচনে আসুন না হলে যা ইচ্ছা করুন। তবে আগুন নিয়ে খেললে খবর আছে। আগুন নিয়ে খেলতে আসবেন না, আগুন নিয়ে খেলতে আসলে প্রতিহত করা হবে, সমুচিত জবাব দেয়া হবে। ২০১৩/২০১৪ আর ২০২৩ সাল কিন্তু এক নয়।
বিএনপি আজীবন বিরোধী দলে থাকবে দাবি করে তিনি বলেন, আর বিএনপির মির্জা ফখরুলের লাফালাফি। লাফালাফি, এই বুঝি গেলো শেখ হাসিনার গদি, গদি গেলো, ফখরুল ইসলাম, নেতিবাচক বিদ্বেশমূলক রাজনীতির কারণে আজীবন আপনাদের বিরোধী দল থাকতে হবে। আজীবন বিরোধী দলের খাতায় নামটা লিখে রাখুন।
তিনি বলেন, জিয়াউর রহমান পনেরই আগস্টের হত্যাকান্ডের মাস্টার মাইন্ড, জিয়াউর রহমান ৩রা নভেম্বর হত্যাকান্ডের মাস্টার মাইন্ড, জিয়াউর রহমান পুত্র ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড। বাংলাদেশে হত্যার রাজনীতি রক্তপাত শুরু করেছে জিয়াউর রহমান।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এরাই জঙ্গিবাদ সাম্প্রাদায়িক শক্তিকে আশ্রয় দিয়ে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। বাংলাদেশকে নতুন করে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে। ওরা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না।
বিদেশিরা শুধু বাংলাদেশকে পেয়ে বসেছে এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ বছর বিশ্বের ২২টি দেশে নির্বাচন হবে, বাংলাদেশ ছাড়া আমি একটা দেশও খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় দেশগুলো একেকবার প্রতিনিধি, কখনও কংগ্রেসম্যান, মন্ত্রী গিয়ে তাদের অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামাচ্ছে, কোথাও কোন প্রশ্নের সম্মুখিন হচ্ছে। শুধুমাত্র বাংলাদেশ, কি অপরাধ আমাদের গণতন্ত্রের, কি অপরাধ আমাদের উন্নয়নের। গণতন্ত্র আছে বলেই বিশ্ব আজ এত উন্নয়নের মুখ দেখছে। গণতন্ত্র অভ্যাহত না থাকলে এত উন্নয়ন সম্ভব হতো না।
তিনি আরো বলেন, গণতন্ত্রের যারা প্রবক্তা, মানবাধিকারের যারা প্রবক্তা তাদেরকে যদি বলি, ইউক্রেন এক বছরে ৭৫ বিলিয়ন ডলার আপনারা পাঠিয়েছেন, রেজাল্ট কি নিজেরাই অংক করে হিসাব করুন। ৭৫ বিলিয়ন ডলার যুদ্ধ বন্ধ হয়েছে? না কারও পরাজয় হয়েছে? সুমালিয়ায় প্রতিদিন মানুষ না খেয়ে মারা যাচ্ছে,সুমালিয়ায় মিনিটে মিনিটে মানুষ হত্যা করা হচ্ছে, কই এখানে তো কিছু করতে পারলেন না।
ওবায়দুল কাদের বলেন, জাতিসংঘের কথা ইজরাইল শুনে না। আজকে একজন সাংবাদিক রিফিউজি ক্যম্পে গিয়ে ইজরাইলী সৈন্যরা হত্যা করে। সবাই জানে কে তাকে মেরেছে। অথচ এখানে ওয়াসিংটন নিরব। ওয়াশিংটন জানে তার পরেও ইজরাইলকে কিছু বলে না। প্রতিদিন ফিলিস্তানে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, ওশিংটনের শাসন করা হচ্ছে বিচার, ওয়াশিংটনের শাসন এখানে নেই। তারা পেয়েছে শুধু বাংলাদেশকে। পান থেকে চুন খসলেই আমাদের ভিসা নীতি দেবে, পান থেকে চুন খসলে হুমকি ধমকি। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন