পানিবদ্ধতায় সুনাম ক্ষুন্ন
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
বৃষ্টি থামার ২৪ ঘণ্টাতেও নিউ মার্কেট ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় জমে থাকা পানি নিরসন করতে না পারার ঘটনায় চার কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যুগ্মসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়। ডিএসসিসির মুখপাত্র আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
যাদের কারণ দর্শাতে বলা হয়েছে তারা হলেন করপোরেশনের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আসগর, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম মিয়া, পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ আবদুন নুর ও পরিচ্ছন্ন পরিদর্শক মোহাম্মদ সোহেল।
নোটিশে বলা হয়েছে বর্জ্য ব্যবস্থাপনা একটি অতীব জনগুরুত্বপূর্ণ কাজ। এই কাজের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হয়। গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যানবাহনসহ পথচারীদের চলাচলে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয়। বৃষ্টি শেষ হওয়ার ১ ঘণ্টার মধ্যে পানিবদ্ধতা নিরসন করার বিষয়ে মেয়রের নির্দেশনা থাকলেও ২৪ ঘণ্টাতেও পানিবদ্ধতা নিরসন করতে পারেননি; যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জাতীয় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে।
যার ফলে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের সুনাম দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, আপনার অধীনস্থ পরিচ্ছন্নতা কর্মী নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হয়েছে এবং আপনিও তাদের কাজের তদারকিতে সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। যা দায়িত্ব পালনে গাফিলতির বহিঃপ্রকাশ। দায়িত্বশীল পদে থেকে এ ধরনের গাফিলতি বা ব্যর্থতার জন্য আপনার বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না তার লিখিত জবাব পত্র প্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
রাজধানীতে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ৬ ঘণ্টায় ১২২ মিলিমিটার বৃষ্টি হয়। এতে রাজধানীর বিভিন্ন সড়কে ব্যাপক পানিবদ্ধতার তৈরি হয়। পানিতে তলিয়ে থাকা ঢাকার বিভিন্ন সড়কে মধ্যরাতেও আটকে ছিল শত শত গাড়ি। বংশাল, পুরান ঢাকার নর্থসাউথ রোড, কাজী আলাউদ্দিন রোড, আগা সাদেক খান রোড, সিক্কাটুলি পার্কের সামনের সড়ক, নিউমার্কেট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কয়েকটি হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলসহ বেশ কিছু এলাকা দীর্ঘসময় পানির নিচে থাকে।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ৪ জন আহত
মাঘে রোদের তেজ, তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি!
ভালো কাজে দেরি করা উচিত নয়-১
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে
ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে