ইহুদি-খ্রিস্টানদের স্বর্গরাজ্য লস অ্যাঞ্জেলেস পুড়ছে দিঘীরপাড় পশ্চিমপাড়া ওয়াজ মাহফিলে আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন

ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিলে যারা রাজনীতি করছে তারা ধরা খাবে

Daily Inqilab স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম


বাংলাদেশ জামিয়াতুল মুদার্রেছীন সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন বলেছেন, যারা ইসলামী ভাবধারা প্রচারের নামে মাহফিল করছে তারা ধরা খেয়ে যাবে। আর এসব মাহফিল কোনো কাজে আসে না। তিনি সম্মিলিতভাবে আল্লাহকে ডাকা এবং ভালো কাজ করার আহ্বান জানান। গত বৃহস্পতিবার রাতে সাভারের আশুলিয়ার দিঘীরপাড় পশ্চিমপাড়া বাইতুল মকবুল জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসকে বলা হয় মানুষের তৈরি স্বর্গ। বিশ্বের সবচেয়ে নামীদামি ফল, সেরা আঙ্গুর, বেদানা বেহেশতি ফল আছে। বিশ্বের ধনী রথি-মহারথিদের ঠিকানা আছে লস অ্যাঞ্জেলসে, এটা বিরাট ব্যাপার। সেই লস অ্যাঞ্জেলেস কিন্তু আগুনে পুড়ছে। কমলা হ্যারিস যিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন তার বাড়িও পুড়ে শেষ। হাজার হাজার বাড়ি পুড়ে ছাই।
তিনি বলেন, ইহুদিদের দিয়ে ফিলিস্তিনে গত তিন মাসে গাজা, পশ্চিম তীর, সিরিয়া, লেবাননে অন্তত ৬০ হাজার শিশু, নারী, বৃদ্ধ নির্বিচারে হত্যা করেছে। মানুষ আল্লাহ তা‘আলা আবার সৃষ্টি করে দেবেন। কিন্তু এতো বিলিয়ন ডলারের বাড়ি, হোটেল, নামীদামি গাড়ী, তাদের কাছে জীবনের চেয়ে বেশি মূল্যের। আল্লাহ তা‘আলা কোনো কিছু ধ্বংস করতে চাইলে এক ইশারাই যথেষ্ট। আল্লাহ তা‘আলা কোনো জনগোষ্ঠীর ওপর সন্তুষ্ট হন, কোনো মানুষের প্রতি সন্তুষ্ট হয়- তখন ‘কুন’ বলার সাথে সাথে তা হয়ে যাবে।
তিনি বলেন, ইসরাইলের পর সবচেয়ে বড় ইহুদিদের উপাসনালয় সেটাও পুড়ে গেছে। অথচ তাদের এতো টেকনোলজি মহাশূন্য থেকে পানি দিবে, বিদ্যুত দিবে, সমুদ্রের তলদেশ থেকে যুদ্ধ করবে, তাদের এতোই শক্তি যখন-তখন লাখ লাখ লোক মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে, কিন্তু নিজের ঘরবাড়ি আর গাছপালা রক্ষা করতে পারেনি। কারণ পানির অভাব, বৃষ্টি নেই।
সূরা আর রহমানের আয়াতের উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ ইশারা না দিলে, বৃষ্টি না দিলে, পানি না দিলে কোনো কিছুই কাজে আসবে না।
প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বাংলাদেশের আলেম ওলামারা রাষ্ট্রের কমপক্ষে ২০ পারসেন্ট মানুষের দেখভাল করছেন। ছোট ছোট শিশুদের দেখভাল করছেন। এতিমখানা আছে, লিল্লাহ বোর্ডিং আছে, আবার নানাবিধ কার্যক্রমও করছেন।
আর যারা রাজনৈতিক উদ্দেশ্যে মাহফিল করছে, ইসলামী ভাবধারা প্রচার করেন তারা ধরা খেয়ে যান। আর ওগুলো কোনো কাজে আসে না। তাই আমরা সকলে মিলে ভালো কাজ করি, আল্লাহকে ডাকি।
আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই পারে। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। আমাদের যা কিছু আছে তা নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। সকলে মিলে ভালো আমল করি, সৎ থাকি তাহলে এই এলাকা আরো উন্নত হবে।
আমরা সাভারের লোকজন অত্যন্ত ভালো ও আবেগপ্রবণ, ভালো কথা। এখানে মুসল্লির তুলনায় মসজিদ বেশি। যার একটু সামর্থ্য আছে সেই মসজিদ বানাচ্ছে।
তিনি বলেন, আল্লাহর ইশারা ছাড়া কিছুই চলে না। লস অ্যাঞ্জেলস টিকতে পারেনি। বিশ্বের লন্ডন, নিউইয়র্ক এগুলো কিন্তু বিজ্ঞানীরা বলছে, এ শতাব্দীর শেষে সব ধ্বংস হয়ে যাবে। আমাদের বাংলাদেশ নাকি ডুবে যাবে। বাংলাদেশ আলেম ওলামা পীর আউলিয়া সুফি দরবেশের দেশ। এখানে আলেম ওলামাদের অনেক জিকির-দোয়া আছে। যেই দেশে প্রাকৃতিক সঙ্কট বেশি সেখানে মানুষ কিন্তু আল্লাকে বেশি ডাকে। আল্লাহ বেশি ডাক শোনার জন্যই ছোট ছোট সঙ্কট, বড় সঙ্কট দিচ্ছেন না। ওরা বড় বড় জিনিষ বানাচ্ছে, এক খেলাতেই শেষ। লন্ডন, নিউইয়র্ক, ওয়ার্ল্ডের বড় বড় শহর তলিয়ে যায়। আমরা যাই কিছু করি আমাদের সব কিছু চিন্তা এবং জিব্বা, এই দুইটা জিনিষ কিন্তু আল্লাহর ইশারায় চলে।
আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই পারেন। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চান। সকলে আমাদের যা কিছু আছে সন্তুষ্ট থাকি। প্রতেকদিন সকলে মিলে আমরা আমল করি, সৎ থাকি তাহলে এ এলাকা আরো উন্নত হবে।
সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা‘আলা সবকিছু দিয়ে দিয়েছেন। আমরা কী বলছি- ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন’ আল্লাহ! আমরা তোমার ইবাদাত করি এবং তোমার কাছেই সাহায্য চাচ্ছি। আমাদেরকে সহজ-সরল পথ দেখাও এবং যে পথ তুমি ভালো মানুষের জন্য করছো। আমাদের ওই পথে নিও না যে পথ অভিশপ্ত।
আমরা প্রত্যেকে কিন্তু ‘সূরা ফাতিহা’ প্রত্যেকদিন পড়ছি। আল্লাহর কাছে সেগুলো চাচ্ছি। এ কথাই যদি মনে রাখি, উনি সবকিছু দেবেন। আমরা যত দোয়া করি, যা কিছু আল্লাহ তা‘আলার কাছে কামনা করি তা কিন্তু তিনি দেবেন। আমার জীবনেও আমি খালি হাতে সব অর্জন করছি। শুধু একজনের কাছে চাওয়া, আর কারো কারে চাওয়া নয়।
তিনি বলেন, এ এলাকার সকলে মিলে আমরা আমল করি, সৎ থাকি তাহলে এ এলাকা বাংলাদেশের মধ্যে উন্নত গুরুত্বপূর্ণ ও মূল্যবান জায়গা হয়ে যাবে। যেমন আল্লাহ ইশারা করেছেন, লস অ্যাঞ্জেলস শেষ, ফতেপুর সিক্রি শেষ, গোপালগঞ্জ শেষ। দেখা যাবে এখানে মালেক সাহেবরা ভালো জায়গায় আসবে, জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ হবে।
প্রধান অতিথি বলেন, মসজিদ প্রাঙ্গণে একটি মাদরাসার পরিকল্পনা আছে। অজুখানা টয়লেট নির্মাণের ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যা নিয়্যাত করেছেন, দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে।
ছোটো জায়গায় থেকেও অনেকে ধনী হয়ে গেছে। আবার বড় জায়গায় থেকেও লস অ্যাঞ্জেলেসের মতো শেষ হয়ে গেছে।
লাসানিয়া লিমিটেড-এর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোহাম্মদ আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা ছিলেন ফরেস্ট জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদ বিন নুরুল হক। বিশেষ আলোচক গোহাইলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা জাফর উল্লাহ, মুফতি উবাইদুল্লাহিল কারীম।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিস মল্লিক, হাফিজ উদ্দিন, মাহফিল কমিটির সদস্য মাসুম ইকবাল কামালসহ আরো অনেকে। মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলেন আন-নূর যুব সংগঠন ও এলাকাবাসী।
ওয়াজ মাহফিলে বক্তাগণ ঈমান ও আমলের অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কুরআন হাদীসের আলোকে দীর্ঘক্ষণ ওয়াজ করেন। মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রসঙ্গত, এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনায় ও মুসলমানদের ঈমান-আমলের সাথে চলার দিক-নির্দেশনায় প্রতি বছর এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন