হিরো আলম : পিকআপ মালিক সমিতির নেতা মাসুদও আটক
২১ জুলাই ২০২৩, ০৯:৩৩ এএম | আপডেট: ২১ জুলাই ২০২৩, ০৯:৩৩ এএম
নীল গেঞ্জি পরা যে ব্যক্তি হিরো আলমকে এলোপাতাড়ি কিল, ঘুসি আর লাথি মারছিলেন তিনি রাজধানীর কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদ। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁকেও আটক করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে আটকের বিষয়টি এখনও স্বীকার করেনি পুলিশ।
এদিকে হিরো আলমের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে অনুমোদন পেলে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে আরও ১০-১২ জনকে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তেজগাঁওয়ের শ্রমিক লীগ নেতা মো. লিটনও রয়েছেন। রাজধানীসহ বিভিন্ন স্থানে তাদের ধরতে অভিযান চলছে। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনার দুই আসামি মানিক গাজী ও আলামিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে মামলায় চারজনের রিমান্ড মঞ্জুর হলো।
পুলিশ বলছে, গত বুধবার রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে মূল হামলাকারী মানিক গাজী ও আলামিনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে হামলার ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো। বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক। আর আলমকে মারধর করছেন আলামিন।
তালুকদার মাসুদের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, তিনি তেজগাঁও কলেজের ছাত্র ছিলেন। পরিচয়ে বলা হয়, কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি।
ডিবি কার্যালয়ে হিরো আলম হিরো আলম বলেছেন, ‘এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। প্রথমে ২০১৮ সালে, এর পর বগুড়ায় উপনির্বাচনে জিতেও ফল পাইনি। আবার ঢাকার উপনির্বাচন করতে এসে মার খেলাম। আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম। আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাব না।’ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাতের পর গতকাল বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন হিরো আলম।
এর আগে বিকেল সাড়ে ৩টায় ব্যক্তিগত সহকারী শুভকে নিয়ে তিনি ডিবি কার্যালয়ে ঢোকেন। আলম ডিবি কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের বলেন, হামলায় কারা কারা ছিল তাদের শনাক্তের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি ডিবির প্রতি কৃতজ্ঞ, তারা দ্রুত হামলাকারীদের ধরেছে। আমি ভেবেছিলাম হামলাকারীরা ক্ষমতাসীন দলের লোক। তাদের হয়তো ধরবে না। আলম বলেন, এ হামলায় আমি মারাও যেতে পারতাম। যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমাকে পছন্দ না হলে আমাকে ভোট দেবেন না, এড়িয়ে যান। আমাকে মারার অধিকার কাউকে দেওয়া হয়নি। হামলাকারীরা আমাকে পাষণ্ডের মতো মেরেছে। হামলার ঘটনায় জড়িতরা কারা? তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। কিছু আওয়ামী লীগের ব্যাজ পরা ছিল। প্রকৃত আওয়ামী লীগের ক’জন তা জানি না।
হামলার ঘটনা সাজানো এমনও শোনা গেছে এ প্রশ্নে তিনি বলেন, হামলায় যদি আমার লোকই থাকে, তবে তো আমার লোককেই ধরত। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি দায় মাথা পেতে নেব।
বিচার বিভাগীয় কমিটি করতে চায় ইসি
এ হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের এ কমিটি হতে পারে। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন সংক্রান্ত নথি কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে সরকার। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনের প্রস্তাবনা পাঠানো হবে। এর পর সরকারের পক্ষ থেকেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন