লক্ষ্য এবার বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া -গোলাম মুর্শেদ
২১ জুলাই ২০২৩, ০৬:৫৮ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০১ এএম
দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যবসায়ীরা অনেক বড় ভূমিকা পালন করে থাকেন। অর্থনীতির ভিত্তিকে মজবুত করে দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও তাদের ভূমিকা অনেক বেশি। সময়ের সাথে তাল মিলিয়ে দেশের বিভিন্ন খাতকে আরো অগ্রসর করতে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন এক ঝাঁক উদ্যোমী তরুণ। তাদেরই এক জন দেশের সবচেয়ে বড় ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রি পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।
আসন্ন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নির্বাচনে তিনি পরিচালক পদপ্রার্থী। দেশের অর্থনীতিকে আরো বেগবান করতে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাবাহী পণ্যের প্রসার ঘটাতে গোলাম মুর্শেদ প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন। এফবিসিসিআই নির্বাচন পরবর্তি তার যে পরিকল্পনা সেটি তিনি জানিয়েছেন গণমাধ্যমকে।
গোলাম মুর্শেদ বলেছেন, আমাদের অর্থনীতি ক্রমবর্ধমান। তবে বৈশ্বি মহামারী করোনাভাইরাস পুরো পৃথিবীর অর্থনীতিতে যে মন্দা নিয়ে এসেছে সেটা না হলে এত দিনে আমরা কাঙ্খিত লক্ষ্যের অনেকটা পথ এগিয়ে যেতাম। পুরো সংকটকালীন সময়ে সরকার ব্যবসাীয়দের পাশে ছিলেন। বিশেষ প্রণোদনা প্যাকেজ, বিভিন্ন পলিসি সাপোর্ট দিয়ে আমাদের সহযোগিতা করেছেন। যেটা এদেশের ইন্ড্রাস্ট্রিজগুলোর জন্য একবারেই পরিহার্য্য ছিল। সংকটের মধ্যেও টিকে থাকা এবং অর্থনীতিকে সচল রাখার যে পরিকল্পনা ছিল সেটাও ব্যবসায়ীদের দুরদর্শিতা।
এফবিসিসিআই নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিয়ে যাওয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করবো। দেশে ইন্ড্রাস্ট্রি তৈরির ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে সেগুলোকে ওভারকাম করা। ইন্ড্রাস্ট্রির সাথে পলিসি মেকারদের কাজ করার ক্ষেত্রেগুলোকে আরো মজবুত করা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীরা যাতে নেতৃত্ব দিতে পারেন, সেজন্য আমাদের প্যানেল কাজ করবে। এজন্য বিজ্ঞ, প্রবীণ ও নতুনদের নিয়ে আমাদের প্যানেল সাজানো হয়েছে। এ প্যানেল নির্বাচিত হলে আমরা এফবিসিসিআইয়ে নতুন ধারা দেখতে পাবো। এছাড়া আমরা ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হলে আমাদের কর্মসংস্থান বাড়বে তিন গুন। যা বর্তমান সময়ের চেয়ে জিডিপিতে আরো বেশি অবদান রাখতে সক্ষম হবে।
নির্বাচিত হলে ইলেকট্রনিক্স শিল্পের বিকাশ সম্পর্কে গোলাম মুর্শেদ বলেন, ইতিমধ্যেই বাংলাদেশ স্মার্ট যুগে প্রবেশ করেছে। সময়ের সাথে তাল মিলিয়ে ইলেক্ট্রনিক্স ইন্ড্রাস্ট্রির উন্নয়নকে আরো ত্বরাণিত্ব করতে চাই। বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাপাহী পণ্যের প্রসার ঘটাতে কাজ করতে চাই। এখানে কি কি প্রতিবন্ধকতা রয়েছে যেগুলো চিহ্নিত করে সমাধান করতে চাই।
নির্বাচনে প্যানেলের ভাবনা সম্পর্কে গোলাম মুর্শেদ বলেন, আমরা প্যানেলে নতুন যারা আছে তারা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। সবাই কাজ করার প্রচুর আগ্রহ নিয়ে এখানে এসেছি। বাংলাদেশে সাড়ে চার কোটি ব্যবসায়ী আছেন। সবার জন্য আমরা কাজ করব। ব্যবসা ও জনগণ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কাউকে ছেড়ে কাউকে চিন্তা করা যাবে না, ব্যবসা যখন ভালো থাকবে জনগণ ভালো হবে। জনগণ বাঁচলে ব্যবসা বাঁচবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন