বিএনপি-আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মুখোমুখি অবস্থান উত্তাল আদালত প্রাঙ্গণ
০২ আগস্ট ২০২৩, ১২:৪২ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ০২:৩৭ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আজ বুধবার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালতে মুখোমুখি বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হয়ে মিছিল করছেন বিএনপিপন্থি আইনজীবীরা। রায়কে ঘিরে সকাল থেকেই উত্তাল আদালত প্রাঙ্গণ।
এদিকে দুপুরের পর তারেক-জুবাইদার দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এটি তারেকের পঞ্চম ও জুবাইদার প্রথম মামলার রায়।
এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করা- এই দুই অভিযোগের সর্বোচ্চ সাজা ১৩ বছর।
বিএনপির আইনজীবীরা বলছেন, চলমান এক দফার আন্দোলন বন্ধ করতেই সরকারের এই প্রয়াস। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও বলছেন তারা।
এদিকে বিএনপির আইননজীবীদের পাশেই অবস্থান নিয়েছেন সরকার সমর্থক আইনজীবীরা। তাদের দাবি, আদালতের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতেই তাদের এ অবস্থান। এসময় তারা সর্বোচ্চ সাজা দাবি করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় বুধবার (২ আগস্ট)।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান গত বৃহস্পতিবার (২৭ জুলাই) এ মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল বলেন, তারা সন্দেহাতীতভাবে তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তাই তাদের অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার জন্য সর্বোচ্চ শাস্তি দেয়া উচিত।
অবৈধ সম্পদ অর্জন ও এর তথ্য গোপন করার জন্য আইনে যথাক্রমে সর্বোচ্চ ১০ বছর ও ৩ বছরের সাজার বিধান আছে।
তারেক রহমানের বিরুদ্ধে এর আগে চারটি মামলার রায় হয়েছে। এর মধ্যে দুটি দুর্নীতি মামলায় ১৭ বছর, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন এবং মানহানির এক মামলায় দুই বছরের কারাদণ্ড হয়েছে তার। আর জুবাইদার বিরুদ্ধে এটিই প্রথম মামলার রায় হতে যাচ্ছে।
এদিকে, রায়কে ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা