‘আরাধনা’ই অর্থপাচার
বিদেশে পাচার হচ্ছে অর্থ। কারা করছেন এই পাচার? নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের বদান্যতায় যতকিঞ্চিৎই জানা যাচ্ছে নাম-ধাম। যাদের বিষয়ে জানা যায়, তারা বিখ্যাত (নাকি কুখ্যাত?)। বড় বড় শিল্পপরিবারের নামও উচ্চারিত হচ্ছে অহরহ। কিন্তু সব টাকাই কি পাচার হচ্ছে তাদের হাত ধরে? অখ্যাত, অজ্ঞাত বহু প্রতিষ্ঠানও দেড় দশকের বেশি সময় ধরে আন্ডার ইনভয়েসের মাধ্যমে পাঠিয়েছে বিপুল অর্থ। কোনো ব্যবসা-বাণিজ্য নয়, রপ্তানি বাণিজ্যের...