ছিনতাইকারীরা অপ্রতিরোধ্য
পবিত্র রমজান মাস। সাধারণ মানুষ সারাদিন রোজা রেখে ইফতার এবং রাতে সাহরির পর হাঁটাহাঁটি করেন, নামাজ পড়তে মসজিদে যাতায়াত করেন। পাড়া-মহল্লায় রাত-বিরাত এবাড়ি-সেবাড়ি যাতায়াত করেন। কিন্তু নির্বিঘেœ চলাচলের উপায় নেই। ছিনতাইকারীর ভয়ে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয়। কারণ রাজধানীর ঢাকার খিলগাঁও, মালিবাগ রেলগেট, দৈনিক বাংলা মোড়, পীরজঙ্গি মাজার ক্রসিং, কমলাপুর বটতলা, মতিঝিল কালভার্ট রোড, নাসিরের টেক হাতিরঝিল, শাহবাগ, গুলশান, মিরপুর,...