এভারকেয়ার হসপিটাল ঢাকার হেমাটোলজি বিভাগের সফলতার ৭ম বর্ষপূর্তি উদযাপন
দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এভারকেয়ার হসপিটাল ঢাকা, তাদের হেমাটোলজি বিভাগের সাফল্যের ৭ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
দেশের বিশিষ্ট হেমাটোলজিস্টবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। দিনটি উপলক্ষ্যে দিনব্যাপি একটি সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচক হিসেবে বক্তৃতা রাখেন ডা. নাসরিন আক্তার; ডা. মিনতি পল মুক্তি; ডা. মুজাহিদা রহমান; ডা. মাফরুহা আক্তার; ডা. তাসনীম আরা; ডা. হক মাহফুজ; ডা. অখিল রঞ্জন বিশ্বাস; এবং ডা....