নিষ্ঠুর শ্বশুরের দেয়া আগুনে প্রাণ গেল গৃহবধূর
পুত্রবধূর বসৎঘরে আগুন দিতে গিয়েছিলেন শ্বশুর। কেরোসিনের বোতল হাতে থাকা শ্বশুরকে তখন বাধা দেন পুত্রবধূ। ঘর পুড়তে না পেরে পুত্রবধূর শরীরেই কেরোসিন ঢেলে দেন তিনি। এরপর ধরিয়ে দেন আগুন। এতে দগ্ধ হন ওই গৃহবধূ। সালমা আক্তার (২৪) নামে ওই গৃহবধূ তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দিবাগত রাতে মারা যান। ঘটনাটি রংপুরের মাহিগঞ্জে হলেও সালমা চিকিৎসাধীন...