আওয়ামীলীগ-বিএনপি মুখোমুখি : উত্তেজনা
১৪ মার্চ ২০২৩, ০৮:৩৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

সুপ্রিম কোর্টবার নির্বাচন পরিচালনা কমিটি থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। এ পদে কাকে বসানো হবে-এ নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আজ (মঙ্গলবার) দিনভর চলে নাটকীয়তা। আওয়ামীলীগপন্থি নির্বাচন পরিচালনা উপ-কমিটি চাইছে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীর স্থলে অ্যাডভোকেট ওজিউল্যাহকে বসিয়ে নির্বাচন করতে। অন্য দিকে বিএনপি-জামায়াত সমর্থক নির্বাচন পরিচালনা সিনিয়র অ্যাডভোকেট এএসএম মুক্তাদীর কবিরকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা দিয়েছে। দুপুর থেকে রাত অবধি এ নিয়ে আওয়ামীলীগ সমর্থক প্যানেল (সাদা দল) এবং বিএনপি সমর্থক প্যানেল (নীল দল) মুখোমুখি অবস্থানে রয়েছে। পরষ্পর বিরোধী দু’টি পক্ষ বিকেল থেকেই মিছিল-পাল্টা মিছিল করছেন। আওয়ামীলীগ সমর্থক প্যানেল অভিযোগ তুলেছে, বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা আইনÑশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটাতে চাইছেন। তাদের চেম্বারে লাঠিসোটা, দেশীয় অস্ত্রশস্ত্র জমা করে রেখেছে। পরাজয় নিশ্চিত জেনে অত্যন্ত পরিকল্পিতভাবে তারা নির্বাচনকে বানচাল করতে চাইছেন। যদিও তাদের এ চেষ্টা সফল হবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল থেকে ভোট গ্রহণ হবে।
অন্যদিকে বুধবার সকালে ভোট গ্রহণ হবে-মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবারের নির্বাচনে বিএনপি প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। আওয়ামীলীগ প্যানেলের প্রতি অভিযোগ তুলে এ রাত ৮টায় তিনি জানান, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীকে তারা (সাদা প্যানেল) পদত্যাগ করতে বাধ্য করেছে। এ প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা উপ-কিমিটি সিনিয়র আইনজীবীদের সঙ্গে পরামর্শক্রমে সিনিয়র অ্যাডভোকেট এএসএম মুক্তাদীর কবিরকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রধান নির্বাচন কমিশনার মোবাইলে ম্যাসেজের মাধ্যমে বার্তা দিয়েছেন যে, বুধবার যথারীতি ভোট গ্রহণ হবে। বারের সাবেক এই সম্পাদক আরও বলেন, আমরা এখানে ভোট চোর, ভোট ডাকাতদের বিরুদ্ধে আন্দোলন করছি। তারা চাইছে একটি ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে জাতীয় নির্বাচনের মতোই একতরফা নির্বাচন করে ফেলতে। আমরা সেটা হতে দেবো না। বিএনপি পন্থি আইনজীবীরা কক্ষে লাঠিসোটা জড়ো করেছেন-মর্মে অভিযোগকে মিথ্যা দাবি করে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল বলেন, যারা ভোট ডাকাতি করে তারাই বরং এমনটি করতে পারেন। আমাদের রয়েছে বিপুল সমর্থন। সুষ্ঠু নির্বাচন হলে পূর্ণ প্যানেলে আমরাই জিতবো। এটি তাদের অপপ্রচার।
এর আগে সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নির্বাচনে ভোট গণনায় ইলেকট্রিক মেশিন (ইভিএম) প্রবর্তন, ব্যালট পেপার ছাপানো নিয়ে মত বিরোধের জেরে তিনি পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি মনসুরুল হক চৌধুরী।
প্রসঙ্গত: পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে ভোট গ্রহণের কথা রয়েছে। আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো: মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক পদে বর্তমান সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী আজম ও জেসমিন সুলতানা, ট্রেজারার পদে মাসুদ আলম চৌধুরী, সহ-সম্পাদক পদে নুরে আলম উজ্জ্বল, হারুনুর রশিদ।
কার্যনির্বাহী সদস্যপদে ৭ প্রার্থী হলেন, অ্যাডভোকেট সাফায়েত হোসেন সজীব, মহিউদ্দিন রুদ্র, শফিক রায়হান শাওন, সুভাষ চন্দ্র দাস, নাজমুল হোসেন স্বপন, মো: দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান রানা।
পক্ষান্তওে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্যানেলটির অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট হুমায়ুব কবির মঞ্জু, অ্যাডভোকেট সরকার তাহমিনা সন্ধ্যা, সহ-সম্পাদক পদে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, অ্যাডভোকেট মো: আব্দুল করিম, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট রেজাউল করিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট ফাতিমা আক্তার, অ্যাডভোকেট ফজলে এলাহি অভি, ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও অ্যাডভোকেট রাসেল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরেই দুই প্যানেল প্রার্থীদের মাঝে চলছে প্রচার-প্রচারণা। তুমুল উত্তেজনাও বিরাজ করছে আইনজীবীদের মধ্যে। এরই এক পর্যায়ে অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরীর পদত্যাগের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরস্পর বিরোধী মিছিল, শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে সুপ্রিম কোর্ট বার। দফায় দফায় চলে মিছিল-পাল্টা মিছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিলো। পরিস্থিতি স্বাভাবিক না হলে বুধবার সকালে ভোট গ্রহণ নিয়ে থাকছে অনিশ্চয়তা।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

লেমুর শূন্য পার্ক গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি আফ্রিকান লেমুর চুরি

মতলবে ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যার প্রতিবাদে এক দিন পেছালো ‘স্বাধীনতা কনসার্ট’

রামুতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা প্রতিবাদে উত্তাল রাউজান

অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করুন - সিলেট মহানগর জমিয়তের আহবান

শৈলকুপায় সড়ক দুর্ঘটনা মায়ের পর চলে গেলো শিশু সন্তানও

সাতক্ষীরায় ছাত্র-জনতা হত্যায় জড়িত আ.লীগ নেতা কোপাত মোড়ল গ্রেফতার

রাঙ্গামাটিতে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

প্রশাসনে ফ্যাসিস্টের ‘দোসর’ কর্মচারীদের অপসারণসহ ৫ দাবি

পুলিশের মামলায় থানায় নিরাপত্তা দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল রিমান্ডে

মে মাসে সংস্কারের প্রথম পর্যায়ের সংলাপ সম্পন্ন হবে: আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

মার্সেলের বিপুল অঙ্কের টাকা আত্মসাতকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব

ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান আমিনুল হকের

বাংলা নববর্ষ ও বৈসাবি উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ড. মনজুর হোসেনকে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য খুন