আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে : নুর
১৮ মার্চ ২০২৩, ০৩:১৬ পিএম | আপডেট: ০১ মে ২০২৩, ১২:১৮ এএম
গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেছেন, ১৪ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার ও নির্যাতনের একটি ঘটনারও সুষ্ঠ তদন্ত ও সুষ্ঠ বিচার করে নাই। এমনকি আওয়ামী লীগ নির্বাচনের আগে নির্বাচনের ইশতেহারে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু প্রণয়নের কথা বললেও তারা তাদের কথা রাখে নাই। শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে।
শনিবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে বাংলাদেশ সনাতন পার্টি (ইঝচ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু গণনা ও ফলাফল ঘোষণা এবং নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর সম্মানিত সভাপতি আশীষ কুমার দাশ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সনাতন পার্টি (BSP)-এর সহ-সভাপতি-অ্যাড. লিটন বনিক, সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায়, সহ-দপ্তর সম্পাদক সুজিত দাস, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিকাশ অধিকারী, ডাঃ ক্ষীতিশ রায়, অমিত কুমার বর্মন, কমল পাল, জয় চক্রবর্তী, সবুজ বৈরাগী প্রমুখ।
নূুর বলেন, প্রতিটি নির্বাচন এলে সনাতনী সম্প্রদায় অজানা আতংকের মধ্য দিয়ে দিন কাটে। সনাতনী সম্প্রদায়ের কাছে নির্বাচন মানে নির্যাতন। যে দল বিজয়ী আর যে দলই পরাজিত হোক না কেন, সকল ক্ষোভ রাগ ও নির্যাতনের বারবার বলি হতে হয় সনাতনী সম্প্রদায়কে। প্রবাদ আছে, ‘‘রাজায় রাজায় যুদ্ধ হয় নল-খাগড়ার প্রাণ যায়’’।
সভাপতির বক্তব্যে আশীষ কুমার দাশ বলেন, বাংলাদেশে সনাতনী সম্প্রদায়ের অবস্থা এখন নল-খাগড়ার মত। সনাতনী সম্প্রদায়ের রাজনৈতিক কোন প্রকৃত অভিভাবক না থাকায় এতদিন পর্যন্ত তারা রাজনৈতিক বলির পাঁঠা হয়ে আসছে। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন, জমি দখল ও নীপিড়নের ক্ষেত্রে সকল দল এক কাতারে সামিল হন তখন কাউকেই পাশে পাওয়া যায় না।
বাংলাদেশ সনাতন পার্টি (ইঝচ)-এর সাধারণ সম্পাদক অ্যাড. সুমন কুমার রায় বলেন, আগামী দিনে বাংলাদেশ সনাতনী পার্টি (BSP) বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের প্রকৃত অভিভাবক হিসেবে রাজনৈতিক অধিকার আদায়ে সকল প্রকার রাষ্ট্রীয় বৈষম্য নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করছে। ভবিষ্যতে কোন রাজনৈতিক দল সনাতনী সম্প্রদায়কে যাতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে তার জন্য বাংলাদেশ সনাতন পার্টি (BSP)- সনাতনী সম্প্রদায়কে সচেতন ও সজাগ করতে গঠনমূলক ভূমিকা পালন করবে।
বাংলাদেশ সনাতন পার্টির সহ-সভাপতি এড. লিটন বনিক বলেন, সারাদেশে প্রতিনিয়ত সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চলছে। ২০০১ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত সংঘটিত সকল সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার এবং ২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের পরবর্তী সময় গঠিত শাহবুদ্দীন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষিত সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন আইন বাস্তবায়নের জোর দাবী জানাই।
বক্তাগন বলেন, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধে, রাজনৈতিকভাবে ধর্মীয় সংখালঘুদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরী। সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার স্বার্থে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়নের পাশাপাশি, জাতীয় সংসদ নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের দলীয় মনোনয়ন বৃদ্ধি এবং ধর্মীয় সংখ্যালঘুদের জন্য মহান জাতীয় সংসদে জনসংখ্যা অনুপাতে সংরক্ষতি আসন ও ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা কার্যকরী ভূমিকা পালন করবে।
বক্তরা তাদের বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু গননা ও ফলাফল ঘোষনা, নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ সনাতন পার্টি(BSP)-এর পক্ষ থেকে উদাত্ত আহবান জানান।
বিভাগ : রাজনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শ্বশুরবাড়ির অদূরেই মিললো যুবকের মরদেহ
নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারীর মৃত্যু
সুইমিং পুলে প্রস্রাব করে নতুন বিতর্কে আল্লু অর্জুন, হয়েছে মামলা
কুড়িগ্রামে নসিমন খাদে পড়ে চালক নিহত
ভারত সীমান্তে চিন প্রদেশও মিয়ানমারের বিদ্রোহীদের দখলে
বাংলাদেশিদের অবদান শান্তিরক্ষা মিশনে বিশ্ব স্বীকৃত
গাজায় যুদ্ধের প্রভাবে বেথেলহেমে খ্রিস্টানদের বড়দিনে হতাশা, নেই আনন্দ উৎসব
গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি এক যুগ পর গ্রেপ্তার
ভূঞাপুরে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষককে বরখাস্ত
আমরা নির্বাচন নিয়ে ধৈর্য ধরতে প্রস্তুত: জামায়াত আমির
ভূরুঙ্গামারীতে নিজ ভটভটি উল্টে যুবকের মৃত্যু
মিজানুর রহমান আজাহারীর আগমনে পেকুয়ায় দশ লক্ষ মুসল্লি সমাগমের সম্ভাবনা
ক্ষমতা ছাড়ার আগে রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা বাইডেনের
আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চট্টগ্রাম বোর্ডের নূরানি কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ : পাশের হার ৯৭.৮৮%
বিপিএলের সূচি
পিআইবির উদ্যোগে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ডঃ মানোয়ার হোসেন মোল্লা
বিজয় দিবস হ্যান্ডবল আজ শুরু
শান্তি ও মানবতার জয়গানেই খুলনায় বড়দিন উদযাপন
চুয়াডাঙ্গায় সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী কম্বল বিতরণ কার্যক্রম শুরু