প্রশ্ন : হজ কী আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম?

Daily Inqilab ইনকিলাব

২৪ মে ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

উত্তর : হজের সফর আল্লাহর হজ বেলায়াত তথা নৈকট্য লাভ করার বিশেষ সুযোগের মুহূর্ত। হজের মাধ্যমে আল্লাহ ও তাঁর বান্দার মঝে এক অপার্থিব সেতুবন্ধন তৈরি হয়। হজের অন্যতম ‘মাকছাদ’ হলো বান্দার পক্ষ থেকে আল্লাহতায়ালার প্রতি অন্তরের ‘ইশক’ ও ‘মুহাব্বত’ প্রকাশ করা। হজের এই মহৎ সফরে বেশি বেশি আল্লাহর দিকে রুজু হওয়া চাই। বেশি বেশি আল্লাহকে স্মরণ করা চাই। বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, মক্কা মুর্কারমায় থাকা অবস্থায় বেশি বেশি লা-ইলাহা-ইল্লাল্লাহ-এর যিকির করা। আর মদিনা মুনাওয়ারায় বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা। নবী করীম (সা.) পাঁচটি ইবাদতকে ইসলামের খুঁটি বলে অভিহিত করেছেন। তন্মধ্যে ঈমান সর্বাগ্রে, যার সম্পৃক্ততা অন্তরের সাথে। নামায ও রোযার সম্পর্ক দৈহিক ইবাদতের সাথে। যাকাত সম্পূর্ণ আর্থিক ইবাদত; নির্দিষ্ট পরিমাণ অর্থ-সম্পদ থাকলে তাফরজ হয়। আরহজ নামায, রোযা ও যাকাতের মতোই এমন একটি ফরজ ইবাদত যা দৈহিকশ্রম ও আর্থিক ত্যাগ উভয়ের সমন্বয়ে আদায় করতে হয়। ফরজে আইন ইবাদত। হজ যেভাবে ফরজ হয় : নবম হিজরীতে হজ ফরজ হয়। হজ ফরজ হওয়ার বিষয়টি কুরআন, হাদীস, ইজমা এবং কিয়াস দ্বারা প্রমাণিত। আল্লাহতায়ালা ইরশাদ করেনÑÑ ‘আর এ ঘরের (বাইতুল্লাহ) হজ করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামার্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার (তার ক্ষেত্রে)।’ (সূরা আলে ইমরান,আয়াত: ৯৭) এই আয়াতে আল্লাহতায়ালা হজ ফরজ হওয়ার জন্য বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্যরে কথা উল্লেখ করেন। মুফাস্সির ও ফকীহগণ সামর্থ্যরে ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন, হজ ফরজ হওয়ার জন্য দৈহিকভাবে বাইতুল্লা হপর্যন্ত পৌঁছার ও হজের বিধান পালন করার শক্তি-সামর্থ্য থাকতে হবে। আর আর্থিকভাবে এতটুকু স্বচ্ছল হলেই চলবে; যাকে আল্লাহতায়ালা এই পরিমাণ অর্থ-সম্পদ দিয়েছেন যে, সে নিজ দেশ হতে প্রয়োজনাতিরিক্ত সম্পদ দিয়ে মক্কা মুকাররমা পর্যন্ত যাতায়াত করতে সক্ষম এবং সেখানে থাকা-খাওয়ার খরচ এবং তার অনুপস্থিতিতে হজ থেকে ফিরে আসা পর্যন্ত বাড়িতে নিজ পরিবারের আবশ্যকীয় ব্যয় বহন করার মতো সক্ষমতা রয়েছে। তবে এ অর্থের উৎস হতে হবে হালাল উপার্জন থেকে। কেননা নবী করীম (সা.) বলেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র; তিনি কেবল পবিত্র বস্তুকেই কবুল করেন। (সহীহ্ মুসলিম : ১০১৫) শুধু হজ নয়, যাকাত-সদকাসহ যেসব ইবাদত অর্থ দিয়ে আদায় করতে হয়, সবগুলোতেই হালাল উপার্জন হতে হবে। হারাম পথে উপার্জিত অর্থ দিয়ে ইবাদত-বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। হজ ফরজ হওয়ার পর যথাশীঘ্র তা সম্পন্ন করাকর্তব্য; আদৌ বিলম্ব করাউ চিত নয়। যে ব্যক্তি আর্থিক সামর্থ্য, দৈহিক সক্ষমতা ও হজ ফরজ হওয়ার যাবতীয় শর্ত বর্তমান থাকা সত্ত্বেও হজ করে না, তার ব্যাপারে হাদীস শরিফে কঠোর শাস্তির ভীতি প্রদর্শন করা হয়েছে। জীবনের কোনো নিশ্চয়তা নেই; মৃত্যু কখন চলে আসে তা কারো জানা নেই। তাই যাদের উপর হজ ফরজ তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব নিজের উপর অর্পিত হজ আদায় করে নেয়া। নিজেকে দায়িত্ব মুক্ত করা। সাধারণত আমাদের দেশের মানুষের মাঝে একটা প্রবণতা কাজ করে যে বার্ধক্যে উপনীত হলে হজ পালন করবো। হজ ফরজ হয়ে গেলে তা আদায় করার ক্ষেত্রে কালবিলম্ব করা মোটেও উচিত নয়। আল্লাহতায়ালা যদেরকে হজ করার তাওফীক দিয়েছেন, তাদের জন্য তা অত্যন্ত বড় নিয়ামত মনে করতে হবে। হজের সফরে ইবাদত ছাড়া অহেতুক কাজে মূল্যবান সময় নষ্ট করা ঠিকনা। বিশেষ করে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, কিংবা শপিংমলে ঘুরাঘুরি করা। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়া। দেশ থেকেই লিস্ট সঙ্গে করে নিয়ে যাওয়াÑকী কী মার্কেটিং করা হবে! কার জন্য কী কিনে আনবে? এই জাতীয় কাজ থেকে বিরত থাকার চেষ্টাকরা। বাইতুল্লায় যে উদ্দেশে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আসা হয়েছে, সেটা যেন হাসিল হয় সেই দিকে মনোনিবেস করা।

হজের ফজিলত : হাজী সাহেবগণ হলেন, ‘যুয়ূফুররহমান’ তথা আল্লাহর ঘরের বিশেষ মেহমান। হজ করে কেউ দেওলিয়া হয় না। হাজী সাহেবদের অর্থ-সম্পদের মধ্যে আল্লাহতায়ালা বরকত দান করেন। হযরত রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি হজ করলো এবং কোনো অন্যায় ও অশ্লীল কাজ করলো না, সে এমন শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে, যাকে তার মা সদ্য জন্ম দিয়েছে। (সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম)। অন্য এক হাদিসে রাসূল (সা.) কে প্রশ্ন করা হয়, কোন আমল সর্বোত্তম? তিনি উত্তরে বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান। প্রশ্ন করা হয়, এরপর? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ করা। প্রশ্ন আসে এরপর কোনটা? তিনি বলেন, মাবরুর হজ্। (সহীহ্ বুখারী, সহীহ্ মুসলিম)। ‘মাবরুর হজ’ হলো সেই হজ, যার মাঝে হজ আদায়কারী কোনো গোনাহে লিপ্ত না হয়। রাসূল (সা.) অন্যত্র ইরশাদ করেনÑ‘হজে মাবরুর-এর একমাত্র প্রতিদান হলো জান্নাত।’ (সহীহ্ বুখারি : ১৩৪৯; সহীহ্ মুসলিম : ১৭৭৩) যার হজ মাকবুল হবে আল্লাহ তার জন্য জান্নাতের ফায়সালা করে রেখেছেন। একজন হাজী সাহেবের জন্য এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে? আল্লাহ আমাদের সবাইকে মাবরুর হজ আদায় করার তাওফীক দান করুন আমিন।

উত্তর দিচ্ছেন : মুহতামিম : মদীনাতুল উলুমতা’লিমুল কুরআন মাদরাসা। শ্রীরামপুর, রায়পুরা, নরসিংদী।

 


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বড়দিনের ধর্মীয় ইতিহাস ও তাৎপর্য
ইসলামি অর্থনীতির স্বরূপইসলামি অর্থনীতির স্বরূপ
হাজারো পীর-আউলিয়ার শিরোভূষণ সৈয়দ সুফি ফতেহ আলী ওয়াইসি (র.)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
ঘুষ : দেয়া-নেয়া দুটিই অপরাধ
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ