অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ.)
২৪ মে ২০২৩, ০৯:৪০ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
পৃথিবীতে বহু গুনীজন অতীত হয়ে গেছেন। শুধু তাদেও কীর্তি রয়ে গেছে। ইতিহাসে তারা প্রসিদ্ধ অর্জন করেছেন। পরবর্তী প্রজন্ম তাদেও গুনগান করে এবং তাদের রেখে যাওয়া অণুকরণীয় দিকসমূহ মেনে চলার জন্য আপ্রান চেষ্টা করে থাকে। এমনিভাবে বাংলাদেশে একজন ক্ষণজন্মা বিদগ্ধ আলিম ছিলেন অধ্যক্ষা আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ.)। তিনি প্রখর মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। তিনি চট্রগ্রামের চান্দনাইগে ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১১ সালে ইন্তিকাল করেন। তিনি সর্বমোট ৬২ বছর জীবিত ছিলেন।
তিনি অদম্য জ্ঞানপিপাসু ছিলেন। তিনি জীবনের বিভিন্ন স্তওে প্রখর মেধার স্বাক্ষর রেখে গেছেন। তার পিতা ছিলেন খ্যাতনামা আলিম মুফতী শফিউর রহমান (রহ.)। শিক্ষাজীবনে তিনি ১৯৫৬ সালে দাখিল, ১৯৬০ সালে আলিম, ১৯৬২ সালে ফাজিল এবং ১৯৬৪ সালে কামিল (হাদীস) প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করেন। এর পরেও ১৯৬৬ সালে কামিল (ফিকহ) প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৭ সালে ডিপ্লোমা ইন-আদিব প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৬৮ সালে ডিপ্লোমা ইন-আদিব-ই-কামিলেও প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন।
১৯৬৮ সালে ঢাকা আলিয়ার স্কলারশিপ নিয়ে আল্লামা আব্দুর রহমান কাশগড়ী (রহ.) এর তত্ত্বাবধানে “ফোকাহায়ে ইস্ট পাকিস্তান কে ফিকহী কারনামে” গবেষণা সম্পন্ন করে থিথিস রচনা করে “রিসার্চ স্কলার” সনদ লাভ করেছিলেন। আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ.) ছিলেন একাডেমেশিয়ান ও গবেষক। ইলমে হাদীস ও ফিকহী ইসলামী পাঠদান করার সময় তিনি আধুনিক বিষয় নিয়ে উপমা দিতেন, যাতে শিক্ষার্থীরা সহজেই কথা হৃদয়ঙ্গম করতে পারে। কোন রাজনৈতিক দলের সাথে তিনি সংযুক্ত ছিলেন না; তবে দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখতেন। নিয়মিত দৈনিক পত্রিকা অধ্যায়ন করা মরহুমের অব্যাস ছিল। ছাত্র-শিক্ষকের সাথে ঘন্টার পর ঘন্টা ইলমি আলোচনা করতেও ক্লান্তি অনুভব করতেন না। অনেক সময় রাতের বেলায়ও হাদীসের অতিরিক্ত দরস দিতেন।
অধ্যক্ষ মুহাম্মদ ফখরুদ্দীন (রহ.) এর বর্নাঢ্য কর্মজীবন রয়েছে। তিনি প্রথমে ঢাকার মাদরাসা-ই-আলীয়ার মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। তদুপরি হোস্টেল সুপার হিসাবেও দায়িত্ব পালন করেন। সিলেট সরকারী আলীয়া মাদরাসার অধ্যক্ষ পদে বহুদিন কর্মরত ছিলেন। তিনি সরকারী গতে অবসর নেয়ার পর চট্রগ্রাম চুনতী হাকিমিয়া আলীয়া মাদরাসায় শায়খুল হাদীন হিসেবে যোগদান করেন। খ্যাতিমান শিক্ষাবিদও সুযোগ্য প্রশাসক হিসেবে তিনি স্বল্প সময়ের মধ্যেই সবার দৃষ্টি আকর্ষণে সমর্থ হন। তাঁর ভাষাদক্ষতা, সুন্দও বাচনভঙ্গি, দুরদর্শিতা, সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞানের গভীরতা এবং আকর্ষণীয় উপস্থাপনায় শিক্ষার্থীরা মুগ্ধ হতো।
অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ফখরুদ্দীন (রহ.) এর সাথে আমার পরিচয়:
উনি যখন ঢাকা আলীয়া মাদরাসায় অধ্যপনা করতো তখন আমি ঢাকা আলীয়া মাদরাসায় মরহুম মাওলানা আলাউদ্দীন আযাহারী (রহ.) এর তত্বাবধানে রিসার্চ স্কলার ছিলাম। আমার গবেষণার শিরোনাম ছিল “আরবী ভাষা ও সাহিত্যে বাংলাদেশের অবদান”। আমি ১৯৭৪ সালে অভিসন্দর্ভ জমা দেই। এই সুবাদে আমি বিভিন্ন বিষয়ে তাঁর সাথে আলোচনা করতাম, প্রত্যেক বিষয়ে তিনি আমাকে সন্তোষজনক জবাব দিতেন। আমি তাঁর ব্যবহাওে গুণমুগ্ধ ছিলাম, যদিও আমি তার সরাসরি ছাত্র ছিলাম না। তিনি ছিলেন নিরাহংকার, অমায়িক আচরনের অধিকারী ও ব্যতিক্রমধর্মী স্বভাবসম্পন্ন। তিনি কম কথা বলতেনম হাসিমুখে কথা বলতেন।
ঈওে আমি যখন ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন দেখতাম , ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাপগের প্রফেসর মরহুম মুহাম্মদ আব্দুল মালেক প্রায়ই ঢাকা আলীয়া মাদরাসায় যেতেন মরহুমের ফখরুদ্দীন (রহ.)- এর সাথে সাক্ষাতের জন্য। তিনি বিভিন্ন বিষয়ে তার সাথে দীর্ঘ আলোচনায় লিপ্ত হতেন। অনেক সময় মরহুম অধ্যাপক আব্দুল মালেক সাহেব তার সাথে নিয়ে তাঁর থাকার বাসাতে নিয়ে যেতেন। একবার আমাকেও সাথে নিয়ে তাঁর বাসায় গিয়েছিলেন। আল্লামা ফখরুদ্দীন (রহ.) এবং মরহুম প্রফেসর মুহাম্মদ আব্দুল মালেক সাহেব উভয়েই ছিলেন ইলমের পোকা। সুক্ষ থেকে সুক্ষ বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। মানিকে মানিক চেনে।
“কুনদ হাম জেন্স বা হামজেস পরোয়াজ
কবুতর বা কবুতর বা যেবা বাজ।”
নীতির প্রশ্নে আল্লামা ফখরুদ্দীন (রহ.) ছিলেন অটল। অন্যায় ও অসত্যেও কাছে তিনি মাথা নত করেন নি । ব্যক্তি জীবনে তিনি ছিলেন সরল, বন্ধুবৎসলম উদার, বিনয়ী, কষ্টসহিঞ্চু ও অনুপম চরিত্রের অধিকারী। মানুষকে সহজে আপন কওে নেয়ার মহৎ গুন ছিল তাঁর। তাকওয়া, পরহেজগারী ও অথিতিয়তা ছিল তাঁর জীবনের অনন্য বৈশিষ্ট্য। জীবনের কোন মুহূর্ত তিনি হেলা ও অবহেলায় নষ্ট করেন নি। প্রায় সময় তিনি কিতাব পড়তে পড়তে ঘুমাতেন। দু’আ করি, মহান আল্লাহ তা’য়ালা এই মনীষীকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন।
লেখক : প্রাক্তন ডীন, ইসলামী বিশ^বিদ্যালয়, কুষ্টিয়া
বিভাগ : ধর্ম দর্শন
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ