আউলিয়াদের জীবন

Daily Inqilab লেখক নেছার উদ্দিন

২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

(পূর্ব প্রকাশিতের পর)
৯। ঢিলা-কুলুখের আদত রাখিব। বিনা ওজরে আজান ও জামাত তরক করিবনা। হার ফজরে কোরআন মজিদ তেলাওয়াত করিব এবং ওজিফায়ে না-বাবিয়া পড়িব। এরূপ মাগরেবের পর ও এ ওজিফা পড়িব। এশরাক, যোহা,আউয়াবিন ও তাহাজ্জুদের হিম্মত করিব। নভেল,নাটক এবং ছবিদার বই হাতে নিবনা।
১০। আম দাওয়াত ও রছমী দাওয়াতে যাইবনা।
১১। কাহাকে ও মন্দ বলিবনা, অপরে বলিলে সহ্য করিব। কাহার ও অনিষ্ট করিবনা, অপরে করিলে সহ্য করিব। কাহার ও গীবত, শেকায়েত করিবনা, অপরে করিলে ,মাপ করিব। কাহার ও সহিত তর্ক বহছ করিবনা। অপরে দোষ ধরিলে নত হইব ও মানিয়া নিব।
১২। বিনা ঠেকায় চেয়ারে বসিবনা, ইংরাজি শিক্ষার লিপ্সা করিবনা। আল্লাহ্ রাজ্জাক! গরীব হইলে ছবর করিব,ধনী হইলে ধনের হক্ক আদায় করিব। পদ-গৌরবের জন্য কোন কৌশল এখতিয়ার করিবনা।
১৩। বিনা জরূরতে দুনিয়াদারের নিকট যাইবনা, জরূরতে গেলে জরূরত সারিয়া আলাহেদা হইব।
১৪। আল্লাহ্ পাক ও রসূল (দঃ) এর খুসি হাছেলের জন্য এলেম শিক্ষা করিব। দুনিয়ার কোন গর্জ্জে পড়িবনা। তাহকিকি মাছআলার উপর আমল করিব। মোস্তাহাব ও বেদাতের মধ্যে সন্দেহ হইলে মোস্তাহাব তরক করিব। খোনকারী ব্যবসা করিবনা। কাহার ও সহিত মৌখিক কুটুম্বিতা করিবনা। মাদ্রাছায় কোন কমিটি কায়েম করিবনা।
১৫। এল্ম হইতে ফারেগ হইয়া কোন হক্কানী পীরের নিকট তলকীন হাছেল করিব।
১৬। মিথ্যা,তঞ্চকতা, ফেরেব, গোলমেলে কথা-কারবার করিবনা। ভবিষ্যতে মাদ্রাছায় যে যে কানুন হয়, তাহা মানিয়া চলিব। এপ”র্চা বার বার শুনাইতে থাকিব এবং তদানুযায়ী আমলের জন্য খোদা তাআ’লার নিকট দোয়া মাঙ্গিতে থাকিব।
জায়গীরদার ও মুরুব্বিয়ানের স্বাক্ষর--
মোদারেছ ছাহেবানের কানুন:
১। মোর্দারেছ ছাহেবান আহলে ছুন্নতল্ জামাআত ভুক্ত হইবেন।
২। তালেব এল্মের ছালচলনের যে যে কায়দা আছে, তাঁহাদের মধ্যে তাহা উ”চ দরজায় থাকিবে।
৩। দাওয়াতের ফাঁদে মাদ্রাছার কোন কাজ, পড়াশুনা, মোতালায়া তরক করিতে পারিবেন না।
৪। বিনা মোতালাআয় কোন ছবক পড়াইবেন না। হযরত থানবী ছাহেব (রঃ) ফরমাইয়াছেন“ আমি কোন কিতাব ২০ বার পড়াইবার পরও বিনা মোতালাআয় পড়াইতাম না। বিনা মোতালেআয় পড়ান খেয়ানত।
৫। পরের ছেলেকে আপন ছেলে মনে করিয়া এলম আদব শিক্ষা দিবেন।
৬। তালেবে এলেম হইতে কোন খেদমতের আশা করিবেন না। হ্যাঁ যদি কেহ খোস দেলীতে খেদমত করে তাহা ভাল।
৭। তালেব এলম হইতে হাদিয়া , দাওয়াতের খায়েশ রাখিবেন না। কাহাকেও অধিক ¯েœহ দেখাইবেন না।
৮। দরবার সালিশী করিবেন না।
৯। কোন ঘন্টার ২০মিনিট পড়ার কছুরীতে পূর্ণঘন্টা অনুপস্থিতি ধরা হইবে।
১০। মোহাক্কেকীনদের মধ্যে যে যে মাছয়ালা নিয়া এখতেলাফ তাহা নিয়া কথা বাড়াবাড়ী করিবেন না।
১১। মাদ্রাছার বিনা এজাজতে কাহাকেও প্রাইভেট পড়াইবেন না।
১২। মাদ্রাসার ছের পোরস্ত ছাহেব অন্ততঃ ৩ জন মোদাররেছ ছাহেবান নিয়া কোন যুক্তি করিলে , অপর সবে তাহাতে বিরুদ্ধাচরণ করিতে পারিবেন না। আলবাত্তাহ্ মশায়েরার হক প্রত্যেকেরই থাকিবে।
১৩। প্রত্যেকই কোন আহলে হক শায়েখের র্তবিয়ত প্রাপ্ত বা তরবিয়ত ভুক্ত হইবেন।
বিনীত খাদেম: ফকির মোহাম্মদ কোব্বাদ
সর্বসাধারণের প্রতি নছীহত: যাঁহারা দুনিয়া ও আখেরাতের বিপদ অশান্তি ও আজাব হইতে রক্ষা পাইবার জন্য পেরেশান, তাহাদের এই নিয়মে চলিবার জন্য লিখিতেছি যে, তাহারা যেন-
(এক) ফজরের সুন্নাতের পর ফরজের আগে এই দোআ ১০০ বার পড়েন, ইহাতে গুণাহ মাফ হইবে। দৌলত নছিব হইবে, ছওয়াব বহুত বহুত পাইবেন।
(সুব্হানাল্লাহি ওয়া বিহামদিহী সুব্হানাল্লাহি আজীম,ওয়াবিহাম্্দিহী আস্তাগ্ফিরুল্লাহ)
(দুই) ফজরের ফরজ পড়ার পর ৩বার পড়িবেন।
(আসতাগফিরুল্লাহাল্লাজী লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়্যুমু ওয়া ত’বু ইলাইহি)
(তিন) পরে ১ বার আয়াতুল কুরছি ও ছে তছবীহ্ পড়িয়া মোনাজাত করিবেন। এই এন্তেগফার ৩ বার ও আয়াতুল কুরছি ও ছে তছবিহ্ বাকি চার ওয়াক্ত ফরজ নামাযের পরও পড়িবেন, কিš‘ জোহর মাগরেব ও এশার ছুন্নাত নফলের পর শুইবার কালে পড়িবেন।
(চার) ফজরের মোনাজাতের পর ৭- বার
(আল্লাহুম্মা আজিরনী মিনান্নার) পড়িবেন।
(পাঁচ) তার পর (হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হূ আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আজীম) ৭বার পড়িয়া, ছুরে ইয়াছিন ১বার পড়িবেন।
(ছয়) তৎপর কোরআন মজিদ তেলাওয়াত করিবেন।
(সাত) তৎপর এশরাকের অক্ত হইলে এশরাক ৪ রাকাত নফল ( ছুন্নতে জায়েদা) পড়িবেন।
(আট) তৎপর (আল্লাহুম্মা বারিকলী ফিলমাওতি ওয়া ফিমা বা’দাল মাওতি) ২৫ বার পড়িবেন।
(নয়) ১০/১১ টার সময় জোহা ৪ রাকাত (ছুন্নতে জায়েদা) নফল পড়িবেন।
(দশ) মাগরেবের ফরয ছুন্নাতের পর নামাযে আউয়াবিন ৬ রাকাত পড়িবেন। তৎপর ঐ ওজিফাও ছুরা ওয়াকেয়া পড়িবেন।
(এগার) এশার ফরজ ছুন্নতের পর ছুরা মোলক পড়িয়া কথাবার্তায় না লাগিয়া তাহাজ্জোদের অপেক্ষায় শীঘ্র শুইবেন। তাহাজ্জোদে যেন ই”ছাকৃত কছুরী না হয়। তাহাজ্জোদের পর বেৎর পড়িবেন।
(বার) যাহারা অধমের সহিত দুস্তির ছেলছেলার যোগে আছেন তাহার তাহাজ্জেদ বা ফজরের পর বা অন্য কোন শান্তিজনক সময় করিয়া তাহাতে ছোট ও মিষ্ট সুরে কাহার ও কোন কাজের ক্ষতি না হয় মত ২৪ হাজার বার (আল্লাহু আল্লাহ) জেকের করিবেন। অসাধ্য ছুরতে যাহা পারেন (লা ইলাহা ইল্লাল্লাহ) দিনে রাত্রে আড়াই হাজার বার পড়িবার হিম্মত করিবেন। যেন মাসে ৭৫ হাজার বার হয়। অসাধ্য ছুরতে যাহা পারেন পড়িবেন। ৮/১০ফিরের পর একবার বলিবেন, (মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম)।
(তের) হাটে ঘাটে মাঠে সব সময় মুখের ভিতরে (আল্লাহ আল্লাহ) শব্দের সহিত অথবা দুরুদের সহিত জিহ্বা নাড়িতে থাকিবেন। অতি কোশেষ করিয়া আল্লাহ পাকের ৯৯ নাম মুখ¯’ করিবেন, ইহা দ্বারা বিহিশ্ত নছিব হইবে। এই ওজিফা দোআ’ কালামগুলি ও কানুন গুলিতে আমল রাখিলে, দুনিইয়াতে দৌলত ইজ্জত ও আখেরাতে বিনা হিসাবে বিহিশৎ নছিব হইবে এবং সব আজাব হইতে নাজাত নছিব হইবে।
(চৌদ্দ) যাহারা ধারে কর্জ্জে পেরেশান তাহারা যেন দৈনিক এই দোআ বহু বহু বার পড়িবেন।
(আল্লাহুম্মাক ফিনী বিহালালিকা আন্ হারামিকা ওয়াগনিনী বি ফাজ্লিকা আম্মান ছিওয়াকা)
এবং এই আয়াত দৈনিক ৪০ বার পড়িবেন তাহাতে দৌলত বৃদ্ধি হইবে।
(কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি-------- কাদীর পর্যন্ত)
এই আয়াত ৪০ বার পড়িবার সময় (আল মুলক শব্দের) মিমের দিকে নজর রাখিবেন।
(পনের) প্রত্যেক ওযুর প্রথম, বিছমিল্লাহ মধ্যখানে দরূদ শরীফ এবং অবসর হইয়া (নিছের)এই দোআ পড়িলে বেহেস্তের সব দরওয়াজা খোলা থাকিবে, যেখান দিয়া মনে চায় দাখেল হইতে পারিবেন।
আশ্হাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকা লাহূ ওআশহাদু আন্না মুহাম্মাদান আবদহূ ওয়া রাসূলুহ. সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
(ষোল) মকরূহ অক্ত না হইলে দাখেলে মছজেদ ২ রাকাত নফলের হিম্মত করিবেন।
(সতের) আছরের আগে ৪ রাকাত নফল ও এশার আগে ৪ রাকাত নফলের হিম্মত করা অতি খোশ নছিবির চিহ্ন।
(আঠার) প্রত্যেক চাঁদের ১৩/১৪/১৫ (আইয়ামে বিজের) ও ৯/১০/ মহরমে নফল রোজা রাখিবেন, ১ তারিখ (শাবানের) নফল রোজার হিম্মত করিবেন।
আল্লাহ আমাদের সবাইকে সিরাতে মুস্তাকীমের উপর চলার তাওফীক দিন। ওলীদের ফুয়ূযাতের দ্বারা ইহ-পরকালে ধন্য করুন।

লেখক: অধ্যক্ষ,লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসা, সদর, লক্ষ্মীপুর।


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু