ইসলামে ইমামের অনন্য মর্যাদা

Daily Inqilab ইসমাঈল সিদ্দিকী

০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম

ইমামতি অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব, ইমাম সর্বস্তরের মানুষের সম্মান ও শ্রদ্ধার পাত্র। আমাদের নবি কারিম সা. ও ইমাম ছিলেন। যতদিন বেঁচে ছিলেন এই মহান দায়িত্ব তিনিই পালন করেছেন। আর যুগে যুগে যারাই এই মহান দায়িত্ব আঞ্জাম দিবে তারা নবিজির দোয়া লাভে ধন্য হব। ইরশাদ হয়েছে, ‘ইমাম হলেন (সালাতের সার্বিক) জিম্মাদার। আর মুয়াজ্জিন হলেন আমানতদার। হে আল্লাহ, ইমামদের সঠিক পথ প্রদর্শন করুন এবং মুয়াজ্জিনদের ক্ষমা করুন।’ (তিরমিজি : ২০৭)।
ইমামের অবদান : শিশুরা মানবজাতির শ্রেষ্ঠ সম্পদ। আজকের শিশুরাই আগামী দেশ ও জাতির কর্ণধার। এই ভবিষ্যত কর্ণধারদের সুশিক্ষা বাস্তবায়নে একজন ইমামের যথেষ্ট অবদান থাকে। কারণ প্রায় প্রতিটি মুসলিম শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু হয় মকতব শিক্ষার মধ্য দিয়ে। আর মক্তবে সাধারণত ইমামরাই শিক্ষক হয়ে থাকে। সমাজের নানারকম বিশৃঙ্খলা তথা ধর্মীয় হানাহানী, মানবতা বিরোধী কর্মকা-, সাম্প্রদায়িক সম্পৃৃতি রক্ষায়, সমাজের স্থিতিশীল উন্নয়ন ধরে রাখা এবং পরিবেশ শান্ত রাখার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অবক্ষয়মুক্ত সমাজ গঠনে, অপরাধী, মাদক নেশা, ইভটেজিং, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ তাদের বক্তব্য ও ভূমিকা অন্য সব কর্মসূচীর চেয়ে ফলদায়ক হবে।

ইসলামে ইমামের মর্যাদা : ইসলাম একজন ইমামকে অনন্য মর্যাদা দিয়েছে। হাদিসে বিভিন্নভাবে ইমামের মর্যাদার কথা উল্লেখ রয়েছে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আদায়ের ক্ষেত্রে ইমামকে পূর্ণ এখতিয়ার দেওয়া হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, অনুসরণ করার জন্যই ইমাম নির্ধারণ করা হয়। কাজেই তাঁর বিরুদ্ধাচরণ করবে না। তিনি যখন রুকু করেন তখন তোমরাও রুকু করবে। তিনি যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলেন, তখন তোমরা ‘রাব্বানা ওয়ালাকাল হামদ/ রাব্বানা লাকাল হামদ’ বলবে। তিনি যখন সিজদা করবেন তখন তোমরাও সিজদা করবে। তিনি যখন বসে সালাত আদায় করেন, তখন তোমরাও বসে সালাত আদায় করবে। আর তোমরা সালাতে কাতার সোজা করে নেবে। কেননা কাতার সোজা করা সালাতের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। (বুখারি : ৭২২)।

ইমাম মুসল্লিদের প্রতিনিধিত্ব করেন : একজন ইমাম তার অধীন লোকদের পক্ষ থেকে আল্লাহর দরবারে প্রতিনিধিত্ব করেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত- তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের মধ্যকার উত্তম ব্যক্তিকে তোমাদের ইমাম নিয়োগ করবে। কারণ তিনি হবেন তোমাদের পক্ষে তোমাদের প্রতিপালকের প্রতিনিধি।’ (দারাকুতনি, হাদিসদ : ১৮৮১)।

ইমাম মিশকের কস্তুরির উপর থাকবেন : যে ব্যক্তি কোনো কওমের ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট থাকে কিয়ামতের দিন তিনি বিশেষ মর্যাদা লাভ করবে। হজরত ইবনে ওমর (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তি কেয়ামতের দিন মিশকের কস্তুরির স্তূপের ওপর থাকবে- ১. যে ক্রীতদাস আল্লাহ ও তার প্রভুর হক ঠিকমতো আদায় করে, ২. যে ব্যক্তি কোনো কওমের ইমামতি করে আর তারা তার প্রতি সন্তুষ্ট এবং ৩. যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য প্রত্যেক দিন ও রাতে আজান দেয়।’ (জামে তিরমিজি : ১৯৮৬)।

ইমামদের মূল্যায়ন করা আবশ্যক : খুবই আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে, সম্প্রতি বিভিন্ন জায়গায় এ মহান দায়িত্ব পালনকারী মহান মানুষগুলো হেনস্তার শিকার হচ্ছে। নানাভাবে তাদের ছোটো করা হচ্ছে। তাদের অবদানকে অস্বীকার করা হচ্ছে। বাচনিক আঘাতে অযাচিত আর অন্যায্য সমালোচনায় তাদের জর্জরিত করছে। বর্তমান সময়ে বাজারের অবস্থা সম্পর্কে কে না জানে! দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থাও যে ব্যয়বহুল এ ব্যাপারে সবাই অবগত আছে। কিন্তু একজন ইমামের বেলায় সব যেন নাই হয়ে যায়। সারা মাস খেটে একজন ইমাম মাত্র আট, দশ হাজার টাকা বেতন পায়। তা দিয়ে চিকিৎসা খরচ চালাবে নাকি পরিবার মুখে দুমুঠো আহার তুলে দিবে এ নিয়ে একজন ইমামকে বেশ টেনশনে থাকতে হয়।

ইমামদের মূল্যায়ন করা, সম্মানজনক বেতন-ভাতা ধার্য করা, তাদের জীবন-যাপনের স্তরকে উন্নীত করা আমাদের জন্য আবশ্যক, যাতে করে বিনা টেনশনে একাগ্রতার সঙ্গে দিনের এই মহান খেদমত তিনি আঞ্জাম দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তাওফিক দান করুক।

 


বিভাগ : ধর্ম দর্শন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

সমীকরণ মেলানোর রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে চেন্নাইকে বিদায় করে প্লে-অফে বেঙ্গালুরু

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

প্রোটিন উদ্ভাবনে নতুন উদ্যোক্তাদের সুযোগ দিচ্ছে ইউএসএসইসি-এর পিচ-টু-ফর্ক

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশন সমঝোতা

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বড় পরিসরে আর. কে. মিশন রোডে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে : শামসুজ্জামান দুদু

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

ভালুকার সেই শিশু দত্তক নিতে ৪ আবেদন, সিদ্ধান্ত রোববার

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

যক্ষা রোগ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক প্রচারণা

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

সুনামগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন সম্পন্ন

পানির সংকট

পানির সংকট

নীতি ও দুর্নীতির লড়াই

নীতি ও দুর্নীতির লড়াই

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

শিক্ষা ব্যবস্থার ভয়াল দশা

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

মামলাজট কমাতে যথাযথ পদক্ষেপ নিতে হবে

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক বেলায়েত হোসেনের দাফন সম্পন্ন

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দালালীকে পেশা হিসাবে নেওয়া প্রসঙ্গে।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত হামাস ভয়াবহ আঘাতের মুখে ইসরাইল

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

পথ হারিয়েছে বিশ্ব : জাতিসংঘ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের অনুপ্রবেশ

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি না করা

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু

গাজা ইস্যুতে বন্ধু হারাচ্ছে ইসরাইল নানামুখী চাপে নেতানিয়াহু