মুহম্মদ বিন তুঘলক : কালের চেয়ে অগ্রসর-৪
২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৩, ১২:০২ এএম
কিছু গ্রন্থে সুলতানের উদ্ভট মানসিকতাকে তুলে ধরবার জন্য তিব্বত অভিযানের পরিকল্পনার কথা বলা হয়েছে। তিনি নাকি তিব্বতে অভিযান করতে চেয়েছিলেন বিজয়ী ভাবমূর্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু সেখানে অভিযানের কোনো পরিকল্পনা তার ছিলো, এমন তথ্য ইতিহাসে নেই।
১৩৩০ খ্রিস্টাব্দে সুলতান মুদ্রা ব্যবস্থাকে ঢেলে সাজাবার পরিকল্পনা বাস্তবায়ন করেন। দু’শ গ্রেনের স্বর্ণ মুদ্রা (দিনার) এবং একশ চল্লিশ গ্রেনের রৌপ্য মুদ্রা (আদলী) লেনদেনের পরিবর্তে স্বল্প ব্যয়ে নির্মিত প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন করেন তিনি। এ পরিকল্পনা গ্রহণ করা হয় পরিস্থিতির দাবিতে। দেশে সোনার অনুপাতে রূপার অভাব দেখা দিয়েছিল। দেশ থেকে প্রচুর স্বর্ণমুদ্রা বিদেশে পাচার হয়ে যাচ্ছিল। এতে অর্থনৈতিক ক্ষতি হচ্ছিলো নানাভাবে। স্বর্ণ ও রৌপ্য সংরক্ষণের মাধ্যমে অর্থনৈতিক সংকট দূর করার পদক্ষেপ ছিলো তার। ফলে বাজারে তামার মুদ্রা ছাড়েন। এ মুদ্রা ছিল স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রতীক স্বরূপ। অনেকটা আধুনিক কালের কাগজের টাকার মতো। তামার পাতে টাকার যে অংক বা পরিমাণ লেখা থাকতো তামার ধাতব মূল্য ছিল তার ক্ষুদ্র ভগ্নাংশ মাত্র। এতে ছিলো অবাধ বিনিয়োগ ও লেনদেনের সুবিধা। এতে স্বর্ণ-রৌপ্য সংরক্ষণের পরিকল্পনা ভালোই এগুচ্ছিলো। কিন্তু কর্মকর্তাদের গাফিলতিতে একটা সমস্যা থেকে যায়। মুদ্রা যাতে জাল না হয়, সেজন্য টাকশালের কর্তারা কোনো ব্যবস্থা রাখেননি। ফলে এই ব্যবস্থা যাদের ক্ষতির কারণ হয়েছিলো, সেই বড়লোকরা নকল মুদ্রা দিয়ে বাজার সয়লাব করে দিলো। ঐতিহাসিক বারানী বলেন, প্রত্যেক হিন্দু গৃহ মুদ্রা তৈরির কেন্দ্রস্থলে পরিণত হয়। হিন্দুরা অজস্র জাল মুদ্রা বানাত এবং এ মুদ্রার সাহায্যে কর প্রদান ও ব্যবসায়-বাণিজ্য চালাত। অপরদিকে এমন মুদ্রা সম্পর্কে জনগণের ধারণা ছিলো অস্পষ্ট। তারা বুঝতে পারেনি এর উপকার কোথায়? ব্যবসায়ীরা এর ব্যবহারে অনীহা প্রকাশ করে। ফলে মুদ্রাটি জনগণের সহায়তা পায়নি। বস্তুত দেশবাসীর অনীহার ফলেই এই ব্যবস্থা ব্যর্থ হয়। কিন্তু সুলতানের এ উদ্যোগ ছিলো আধুনিক মুদ্রাব্যবস্থার পথিকৃত ও পূর্বসূরী। ১৩২৫-৫১ সালে তুল্যমূল্যের ধারণা লোকেরা বুঝতে না পারলেও পরবর্তী কালে সেই তুল্যমূল্যের ধারণা জনপ্রিয় হয় এবং বাণিজ্যিকভাবে বিনিময় ছাড়াও সোনার ভাঙানির হিসাব তৈরি হয়। সুলতান বাজার থেকে তুলে নিলেন প্রতীক মুদ্রা এবং স্বর্ণমুদ্রা চালু করলেন আবারো। তুল্যমূল্যের বিনিময়ে রাজকোষ থেকে স্বর্ণ নিয়ে যেতে বললেন সবাইকে। ফলে হিন্দু ও বিদ্রোহীরা বিপুল স্বর্ণ লাভে সক্ষম হলো। এতে প্রমাণিত হয়, স্বর্ণের অভাব ছিলো না সুলতানের রাজকোষে। অনেকেই দেখাতে চান, সুলতানের খামখেয়ালির কারণে রাজকোষের স্বর্ণ শেষ হয়ে যাওয়ায় তিনি প্রতীক মুদ্রা চালু করেন। ফেরেশতা দেখিয়েছেন, তুঘলকের প্রচলিত মুদ্রা ছিলো ব্রোঞ্জের, তামার নয়। স্বর্ণের অভাব তখন মুখ্য কারণ ছিলো না। তবে গার্ডনার ব্রাউন দেখিয়েছেন, চতুর্দশ শতকে গোটা বিশ্বে রৌপ্যের সংকট ছিলো। ভারতেও ছিলো স্বাভাবিকভাবে।
মুদ্রাবদল ব্যর্থ হওয়ায় সুলতানের রাজকোষ প্রচণ্ড চাপে পড়লো। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিপদগ্রস্ত হলো। কর বৃদ্ধি ছাড়া সুলতানের সামনে আর পথ রইলো না। ফলে দোয়াবে সুলতান দশ গুণ কর বৃদ্ধি করলেন। বারানির মতে, তা ছিলো দশ থেকে বিশ গুণ। দাক্ষিণাত্যের এই অঞ্চলে আলাউদ্দীন খলজি ইতিপূর্বেই মোট উৎপাদনের শতকরা ৫০ ভাগ রাজস্ব ধার্য করেছিলেন। সুতরাং মুহম্মদ বিন তুঘলকের বিশ ভাগ কর অতিরিক্ত ছিলো না কোনোভাবে। কারণ, দোয়াব ছিল উর্বর ভূখণ্ড এবং সেখানকার অধিবাসীরা ছিল ধনী ও সমৃদ্ধশালী।
বিভাগ : বিশেষ প্রতিবেদন
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ