ফিরোজ শাহ তুঘলক : সুলতানী যুগের দ্য গ্রেট-১
২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
মুহম্মদ বিন তুঘলকের আকস্মিক মৃত্যু গুরুতর শূন্যতা তৈরি করলো। সুলতানের কোনো পুত্রসন্তান ছিলো না। ফিরোজ শাহ ছিলেন সুলতানের চাচাতো ভাই। অভিজাত ও আমিরগণ সিংহাসনের জন্য ফিরোজ শাহ তুঘলকের বিকল্প দেখছিলেন না। কিন্তু সিংহাসনের প্রতি তো ফিরোজের আগ্রহ নেই। অগত্যা আলেম, সুফি ও অভিজাতবৃন্দ বিশেষভাবে অনুরোধ করলেন তাকে। ফিরোজ প্রথমে রাজী হননি। কিন্তু মুহম্মদ বিন তুঘলকের এক অনুচর খাজা ই জাহান এক শিশুকে বসান দিল্লীর সিংহাসনে। খাজার দাবি, এই শিশু সুলতানের পুত্র ও উত্তরাধিকারী। পরিস্থিতি খারাপ হতে চলছিলো। শেষ অবধি দিল্লীর শাসক হতে ফিরোজ শাহকে রাজি হতে হয়। সুলতান হিসেবে তিনি ক্ষমতাগ্রহণ করেন ১৩৫১ সালের ২৪ মার্চ। সেনাবাহিনী তার আনুগত্য ঘোষণা করে। থাট্টা বা সিন্ধু থেকে তিনি এগিয়ে এলেন দিল্লীর দিকে। খাজা ই জাহান আত্মসমর্পণ করেন এবং ফিরোজ শাহ তাকে ক্ষমা করে দেন।
দিল্লীর ক্ষমতায় তখন জটিলতার নানা রং। প্রজাদের বিদ্রোহ বহু অঞ্চলে। বাংলা হাতছাড়া হয়ে গেছে মুহম্মদ বিন তুঘলকের আমলে। ইতোমধ্যে শামস উদ্দীন ইলিয়াস শাহ গোটা বাংলা জয় করে ফেলেছেন। ফিরোজ শাহ যুদ্ধকে কখনো প্রকৃত সমাধান মনে করেননি। তবুও তিনি দুবার বাংলা আক্রমণ করেন। তাঁর প্রথম অভিযান ছিল বাংলার সুলতান শামস উদ্দীন ইলিয়াস শাহের বিরুদ্ধে। তিনি ১৩৩৮ খ্রিস্টাব্দে সাতগাঁওয়ের অধীশ্বর হন। সেখানে তাঁর কর্তৃত্ব মজবুত করে সুলতান শামস উদ্দীন ইলিয়াস শাহ উপাধি নিয়ে ১৩৪২ খ্রিস্টাব্দে তিনি লখনৌতির সিংহাসনে আরোহণ করেন। ১৩৪৪ খ্রিস্টাব্দে তিনি ত্রিহুত দখল করেন, ১৩৫০ খ্রিস্টাব্দে নেপালের তরাই অঞ্চলে এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। রাজধানী কাঠমুন্ডু পর্যন্ত অগ্রসর হন। ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁও অধিকার করে তিনি সমগ্র বাংলার অধিপতি হন। তারপর জাজনগর (উড়িষ্যা) আক্রমণ করেন এবং জয়পুর ও কটকের মধ্য দিয়ে অগ্রসর হয়ে চিল্কা হ্রদ পর্যন্ত পৌঁছেন। ১৩৫৩ খ্রিস্টাব্দে তিনি বিহার আক্রমণ করেন। তারপর ক্রমে ক্রমে তাঁর কর্তৃত্ব চম্পারণ, গোরখপুর এবং বেনারস পর্যন্ত বিস্তৃত করেন।
গোটা ব্যাপারটি ফিরোজ শাহকে বিক্ষুব্ধ করে। ১৩৫৩-৫৪ খ্রিস্টাব্দে ফিরোজ শাহ বাংলার দিকে অগ্রসর হন। ইলিয়াস শাহ একডালা দুর্গে আশ্রয় গ্রহণ করেন। ফিরোজ শাহ দুর্গটি দখল করতে ব্যর্থ হন। বাংলার সুলতানের সঙ্গে সন্ধি স্থাপন করে দিল্লি ফিরে যান দিল্লীর সুলতান। স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলা শাসন করতে থাকেন ইলিয়াস শাহ। বাংলা ও দিল্লী সম্পন্ন দুই সালতানাত হিসেবে পরস্পরের প্রতিবেশী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করে। উপহার ও দূত বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়। উভয় রাষ্ট্রের মধ্যে ১৩৫৫, ১৩৫৬, ১৩৫৭ ও ১৩৫৮ খ্রিস্টাব্দে দূত ও উপহার বিনিময় হয়েছিল।
ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ সিংহাসনে আরোহণ করেন। জাফর খানকে সহায়তা করে চুক্তিভঙ্গের অজুহাতে দ্বিতীয়বার বাংলায় অভিযান করেন ফিরোজ শাহ। সময়টা ১৩৫৯-৬০ খ্রিস্টাব্দ। সিকান্দর শাহ পিতার অভিজ্ঞতাকে কাজে লাগালেন। আশ্রয় নিলেন একডালা দুর্গে। ফিরোজ শাহের বাহিনী কিছুকাল দুর্গটি অবরোধ করে রাখে। দুর্গ অধিকারে ব্যর্থ হয়ে দিল্লীর সুলতান শেষ অবধি বাংলার সাথে সন্ধিচুক্তিতে আবদ্ধ হন আরেকবার। তবে এই অভিযান থেকে ফেরার পথে ফিরোজ শাহ জাজনগর (উড়িষ্যা) দখল করেন এবং জাজনগরের রাজার কাছ থেকে আনুগত্য ও উপঢৌকন লাভ করেন।
বিভাগ : বিশেষ প্রতিবেদন
মন্তব্য করুন
আরও পড়ুন
আল্লাহকে পেতে হলে রাসুলের পথ অনুসরণ অপরিহার্য: মাওলানা রুহুল আমিন খান
ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে : ডিএমপি কমিশনার
ভোটের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে-লুৎফর রহমান আজাদ
গফরগাঁওয়ের বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুছ ছালামের ইন্তেকাল
আওয়ামী দোসররা মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে: তানভীর হুদা
ফিলিস্তিনিদের জন্য কোটি টাকার সহায়তা নিয়ে মিশরে পৌঁছেছে হাফেজ্জী চ্যারিটেবল
১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে স্বৈরাচারী শেখ হাসিনা- কেন্দ্রীয় সভাপতি
বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন: উপদেষ্টা নাহিদ
ছয় বছর পর স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি পাকিস্তান
তারেক রহমান ও কায়কোবাদের মামলা প্রত্যাহার না করলে অনশনসহ কঠোর কর্মসূচির হুশিয়ার হিন্দু ধর্মাবলম্বীদের
টানা তিন সেঞ্চুরিতে তিলাকের বিশ্ব রেকর্ড
সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী