রাজনৈতিক নেতৃবৃন্দের শুভেচ্ছা
০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে তাঁর মন্ত্রিসভার সদস্য মাওলানা এম এ মান্নান (রহ.) ইনকিলাব প্রতিষ্ঠা করেন। তখন থেকে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রত্রিকাটি প্রকাশিত হচ্ছে। ইনকিলাব জন্মলগ্ন থেকে পাঠক মহলে সমাদৃত হয়েছে। শুরু থেকে এ পর্যন্ত দৈনিক ইনকিলাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐতিহ্য সৃষ্টি করেছে। দীর্ঘ পথ চলায় পত্রিকাটি স্বতন্ত্র ধারা তৈরি করেছে। দেশের গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষায় দৈনিক ইনকিলাব শক্তিশালী ভূমিকা পালন করে আসছে। গণমুখী সাংবাদিকতার জন্য দৈনিক ইনকিলাব অত্যন্ত সম্মানজনক অবস্থান ধরে রাখতে সমর্থ হয়েছে। ইনকিলাবের সাফল্য ও দীর্ঘ পথচলা কামনা করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)
জাতীয় দৈনিক ইনকিলাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিতে এর সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পরিবেশক, শুভান্যুধায়ী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তা’য়ালা তাদের সবাইকে সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়ে তার একান্ত বান্দা হিসেবে কবুল করুন এই দোয়া করছি।
ইসলাম, দেশ ও মানবতার কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত দৈনিক ইনকিলাব দেশ-জনগণের বিশ্বাস ও দর্শন লালনের লক্ষ্যে কঠিন অবস্থার মধ্য দিয়েও তার নিজস্ব অবস্থান বজায় রেখে এগিয়ে যাচ্ছে। দৈনিক ইনকিলাব দেশ-জাতির স্বকীয়তা, ইসলাম ও ইসলামী মূল্যবোধ রক্ষা এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করে আসছে। মিডিয়া আজ স্বার্থান্বেষী বলয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। বর্তমান সরকার মিডিয়া নিয়ন্ত্রণে আইন করছে। মিডিয়ার টুটি চেপে ধরার আখের ভালো হয় না। সর্বগ্রাসী দুর্নীতি ও আস্থাহীন পরিবেশ উত্তরণে বিবেকবোধ সজাগ রেখে আরো জোরালোভাবে পথ চলছে দৈনিক ইনকিলাব। অতীতের মতো স্বচ্ছতা ও দৃঢ়তা সুরক্ষা করে থাকতে পারলে অভাবনীয় সাফল্য ও মর্যাদায় অভিষিক্ত হবে দৈনিক ইনকিলাব।
সত্যের ক্ষয় নেই, এটাই চিরন্তন। দৈনিক ইনকিলাব সংশ্লিষ্টরা শুরু থেকে আজ অবধি স্বমহিমায় টিকে রয়েছে, এটা তার জ্বলন্ত প্রমাণ। দৈনিক ইনকিলাব জাতীয় স্বার্থ সুরক্ষা এবং ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধের পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রেখেছে। সরকারের ইসলামী শিক্ষা সঙ্কোচননীতির বিরুদ্ধে, এর আগে গ্রিকদেবি মূর্তি এবং শিক্ষানীতির নাস্তিক্যবাদী ধারা বাতিলে এ পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী দিনে এ ভূমিকা আরও জোরালো হবে। ইনকিলাব বাংলাদেশে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাঙ্গালী মুসলমানদের অধিকার প্রতিষ্ঠায় ইনকিলাব এক ঐতিহাসিক দায়িত্ব বহন করছে। দেশ ও জনগণের পক্ষের পাঠকপ্রিয় দৈনিক ইনকিলাবকে নিয়ে বিভিন্ন সময় বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ এবং দেশীয় সংস্কৃতির চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করায় চলার পথে ইনকিলাব নানা প্রতিকূলতার মুখে পড়েছে। ৩৮ বছরে পদার্পনে দেশ-জাতির জন্য নিবেদিত ও স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকারে বলীয়ান দৈনিক ইনকিলাব নতুন প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
বর্তমান যুগ তথ্যের যুগ। তথ্য এখন শক্তি। তথ্য ও সংবাদ ব্যবহার করে সমাজের সকল অন্যায়-অনিয়ম যেমন দুর করা যায় তেমনি তথ্যের ভুলের কারণে বা তথ্য গোপন করার মাধ্যমে জনজীবন ক্ষতিগ্রস্তও করা যায়। সেজন্য আল্লাহ তায়ালা তথ্য প্রদানে ও সংবাদ প্রকাশের ক্ষেত্রে চিরন্তন নীতিমালা দিয়েছেন। তিনি বলেন, ‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রণ করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না’ (২: ৪২)। অন্যত্র আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! যদি তোমাদের কাছে কোনো ফাঁসিক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা তা’ যাচাই-বাছাই করো (তথ্যানুসন্ধান ও সঠিক সূত্র সন্ধান করো), না হলে তোমরা (এ অসত্য তথ্যের ভিত্তিতে) অজ্ঞতাবশত কারও প্রতি আক্রমণ করে বসবে (যা যথাযথ নয়), ফলে তোমরা পরে তোমাদের স্বীয় কর্মের জন্য লজ্জিত হতে হবে’ (৪৯: ৬)।
রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (সত্যাসত্য যাচাই না করে) তাই বলতে বা প্রচার করতে থাকে’ (বুখারি)। এই মূলনীতি মেনে সংবাদ প্রকাশ করলে সংবাদপত্র হয়ে ওঠে জনমানুষের স্বার্থ রক্ষার অবলম্বন। সংবাদপত্র রাষ্ট্রের স্তম্ভ। দৈনিক ইনকিলাব এতোগুলো বছর সফলতার সাথে দেশের অন্যতম প্রধান সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠিত থাকায় একথা ধরে নেয়া যায় যে, সংবাদ প্রকাশে ইনকিলাব মহান আল্লাহর দেয়া এই মূলনীতি অনুসরণ করেছে।
সংবাদ প্রচারে আল্লাহর দেয়া এই মূলনীতি অনুসরণ না করে দৃশ্যত যতই সফলতা আসুক একদিন না একদিন সত্য প্রকাশিত হবেই। আল্লাহ তায়ালা কোরআন কারিমে বলেন, ‘তুমি বলো: সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে; নিশ্চয় মিথ্যা দূরীভূত হবেই’ (১৭: ৮১)।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভমুহূর্তে ইনকিলাব মহান আল্লাহর নির্দেশনা মেনে নিজেকে আরো উন্নত করুক, এই প্রত্যাশা করছি। আল্লাহ দৈনিক ইনকিলাবকে তার রহমতের চাদরে আচ্ছাদিত করুক। ইনকিলাব হয়ে উঠুক জনতার কণ্ঠস্বর। এটাই আমাদের প্রত্যাশা।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব
দৈনিক ইনকিলাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে হৃদয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যমান বিপজ্জনক বাস্তবতায় একটি দৈনিক পত্রিকা ৩৯ বছর যাবত প্রকাশিত হচ্ছে,তা অবশ্যই ব্যতিক্রম। পত্রিকার অভিজ্ঞ সম্মানিত সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি।
শুরুতেই এই পত্রিকা সারাদেশে প্রভাব সৃষ্টি করে পাঠকের মনে একটা জায়গা করে নিয়েছিল।
প্রতিষ্ঠালগ্নে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ডাক বিভাগের মাধ্যমে দৈনিক ইনকিলাব পত্রিকা পাঠকের কাছে পৌঁছে যেত। তখনকার সময়ে এটা ছিল খুবই যুগান্তকারী ঘটনা। বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় একটি করে দৈনিক ইনকিলাব পৌঁছে যাওয়ার কারণে পত্রিকাটি সারাদেশে দ্রুত জনপ্রিয়তা লাভ করে। সময়ের বিবর্তনে প্রচন্ড প্রতিকূলতা মোকাবেলা করেও পত্রিকাটি এখনো টিকে রয়েছে। দৈনিক ইনকিলাব বৈরী রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের পরিকল্পিত নিয়ন্ত্রণের মাঝেও গনমাধ্যমের কর্তব্য সম্পাদনে দীর্ঘ সময় পাড়ি দিয়েছে, যা নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য। বিদ্যমান অস্থির সময় ও সামাজিক বাস্তবতায় একটি পত্রিকার এত বছর টিকে থাকা আসলেই একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
আমাদের মত রাষ্ট্রগুলোতে বাক ও ব্যক্তিস্বাধীনতাসহ মত প্রকাশের স্বাধীনতার উপর সরকার অপরিহার্যভাবে নিয়ন্ত্রণের খড়গ নিয়ে আসে এবং ভয়-ভীতির সংস্কৃতি চালু করে। গণমাধ্যমের ওপর আরোপিত বাধানিষেধের কারণে গণমাধ্যম সব সময় বিপজ্জনক অবস্থায় থাকে। যেহেতু আমাদের দেশে গণমাধ্যমের অসীম প্রভাব রয়েছে সেই জন্যেই গণমাধ্যমের সাথে সব সময় একটা বিপদ জড়িয়ে থাকে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে গণমাধ্যমকে অবশ্যই জনগণের অধিকার নিয়ত রক্ষা করতে হবে, জীবনের মর্যাদা সুরক্ষায় সংবাদ পরিবেশন করতে হবে।
গণমাধ্যম সাংবাদিকদের অবশ্যই রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের প্রতি অবিচল থাকতে হবে, একান্তভাবে নিয়োজিত থাকতে হবে এবং সংকট মোকাবেলায় সাহসী হতে হবে। সরকারি নকশায় অনুগত গণমাধ্যম গড়ে তোলার বিরুদ্ধে সংবাদপত্র ও সাংবাদিকসহ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রচলিত অপশাসন, বিধিনিষেধকে উপেক্ষা করে, ক্ষমতাবলয়ের মুখোমুখি দাঁড়িয়ে অধিকারহীনদের অধিকারের কথা বলতে হবে, ব্যক্তিগত হুমকি উপেক্ষা করে সব ধরনের নিয়ন্ত্রণের শিকল ছিড়ে ফেলে সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। রাষ্ট্রকে অবশ্যই জনস্বার্থের সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। গণমাধ্যমে সত্য প্রকাশ করা আবশ্যকীয় শর্ত।
আইন প্রণয়ন ও নীতিনির্ধারণী সংস্থায় গণমাধ্যমের প্রতিনিধিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। ন্যায় এবং অন্যায়ের মধ্যে নিরপেক্ষ থাকা যায় না। গণমাধ্যমকে অবশ্যই ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। সত্য ও ন্যায়ভিত্তিক, মানবিক মর্যাদাভিত্তিক সমাজ বিনির্মাণে দৈনিক ইনকিলাব যথার্থ ভূমিকা রাখুক, এ প্রত্যাশা করছি।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম
গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বর্তমানে মত প্রকাশের স্বাধীনতা কাগজে থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না। তবে দৈনিক ইনকিলাব জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করি। গণতান্ত্রিক রাজনৈতিক, মানবিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় দৈনিক ইনকিলাব বরাবরই সোচ্চার। আগামীতেও তার এ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা করি।
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করে আসছে। আগামীতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুরর রহমান
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক ইনকিলাব দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে। মানুষের জীবনে ইসলামী মূল্যবোধের লালন, দেশপ্রেম এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ইসলামী ভাবধারা প্রতিষ্ঠায় দৈনিক ইনকিলাবের ভূমিকা জনগণকে উজ্জীবিত করেছে। আগামী দিনেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। আমি দৈনিক ইনকিলাবের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। আমি আশা প্রকাশ করছি, দৈনিক ইনকিলাব ভবিষ্যতে সংবাদপত্র ও মানুষের বাক-স্বাধীনতা এবং জনগণের সার্বিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জনমত গঠনে সোচ্চার ভূমিকা পালন করবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আযিযী
প্রখ্যাত আলেম মাওলানা আবদুল মান্নান (রহ.) প্রতিষ্ঠিত গণমানুষের মুখপাত্র দৈনিক ইনকিলাব যুগ যুগ ধরে দেশ, জাতি, ইসলাম, বঞ্চিত মানুষের অধিকার এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। নেজামে ইসলাম পার্টির পক্ষ থেকে আমরা সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী তথা ইনকিলাব পরিবার এবং পাঠক সমাজকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।
তথ্যসন্ত্রাসের এই যুগে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের আদর্শকে লালন করে দৈনিক ইনকিলাবের সাহসী পথচলা অবিরাম হোক এই প্রত্যাশা করি। বস্তুনিষ্ঠ, নির্ভিক, সাহসী সংবাদ প্রচার করে দেশ-জাতির কল্যাণে দৈনিক ইনকিলাব গণমানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও ইনকিলাব তার আদর্শ ও নীতি অনুসরণ করে দেশ-জাতির কল্যাণে সদাজাগ্রত থেকে এগিয়ে যাবে, এ কামনা করছি।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী
দৈনিক ইনকিলাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্পাদকসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইনকিলাব দেশ ও ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে গিয়ে কারো রক্তচক্ষুকে ভয় করেনি। শত প্রতিকূলতার মাঝেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইনকিলাব সাহসী ভূমিকা রাখছে। ইসলাম ও দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মুখোশ উম্মোচনে ইনকিলাব সদাজাগ্রত। ইনকিলাব আগামী দিনেও মুসলিম উম্মাহ ও দেশের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখবে, এ প্রত্যাশা রাখছি। আল্লাহপাক ইনকিলাবের এ অগ্রযাত্রাকে আরো শানিত করুন। আমীন।
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী
দৈনিক ইনকিলাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বাস্তবসম্মত, তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করে আসছে। ইনকিলাবের চলার পথ একেবারে মসৃন ছিল না। বিভিন্ন সময়ে নানা বাঁধা, প্রতিবন্ধকতা এসেছে। কিন্তু ইনকিলাব হারিয়ে যায়নি। পাহাড়সহ হিম্মত নিয়ে ফের স্বগৌরবে ঘুরে দাঁড়িয়েছে। ইনকিলাব কোন নির্দিষ্ট দল বা গোষ্ঠীর পক্ষে নয়, পত্রিকাটি কথা বলে দেশ, দেশের মানুষ ও ইসলামের পক্ষে। আশা করি, এভাবেই দৈনিক ইনকিলাব তার লক্ষ্যপানে দৃপ্তপদে এগিয়ে যাবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি
ব্যারিস্টার তাসমিয়া প্রধান
আমি দেশের বহুল প্রচারিত ও মজলুম মানুষের প্রিয় কণ্ঠস্বর দৈনিক ইনকিলাব পত্রিকার ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে শুনে খুবই আনন্দ ও গর্ববোধ করছি। দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি সম্মানিত সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, সাংবাদিকবৃন্দ, পাঠক, বিজ্ঞাপন দাতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব কোটি মানুষের জন্য শুভ সকালের বার্তাবাহক পত্রিকা। সকালের সোনালি সূর্যদ্বয়ের সাথে সাথে দেশের সংবাদ চায়ের টেবিলে পৌঁছে দেয় এই পত্রিকা।
দৈনিক ইনকিলাব পত্রিকা শুরু থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য কোটি মানুষের কাছে প্রিয় সংবাদপত্র হয়ে উঠেছে। দুর্নীতির বিরুদ্ধে দৈনিক ইনকিলাব সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। দৈনিক ইনকিলাব পত্রিকা কখনো আধিপত্যবাদের কাছে মাথা নত করেনি।
দৈনিক ইনকিলাব সত্যিকার অর্থেই দেশের সংবাদপত্র জগতে বিপ্লব এনেছে। প্রতিযোগিতার মধ্যে থেকেও সাংবাদিকতায় এখনো শ্রেষ্ঠত্ব দেখিয়ে চলেছে। ৩৭ বছর ধরে দেশ-জাতির জন্য নিবেদিত ও স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকারে বলীয়ান দৈনিক ইনকিলাব নতুন প্রত্যয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমি দৈনিক ইনকিলাব পত্রিকার সর্বময় মঙ্গল কামনা করছি।
বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ
দেশের অন্যতম বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সম্পাদক, সাংবাদিক ও পাঠকের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা এম এ মান্নান (রহ.)কে, যিনি পত্রিকাটি প্রকাশ করে ইসলামী অঙ্গনে এক নতুন বিপ্লবের সূচনা করে গেছেন।
ইসলামবিদ্বেষী মহলের বিরোধিতাকে মোকাবেলা করে সত্যের পক্ষে অদ্যাবধি সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাচ্ছে দৈনিক ইনকিলাব। পত্রিকাটির সুদক্ষ সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ একঝাক বিচক্ষণ সাংবাদিকের প্রচেষ্টায় আজও তার সুনাম-সুখ্যাতি অব্যাহত আছে।
ইনকিলাব মানে বিপ্লব। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন মহলের বাধা ও নিন্দুকদের নিন্দা উপেক্ষা করে চলমান রয়েছে ইনকিলাবের অগ্রযাত্রা। সত্যনিষ্ঠার সাথে জাতির বিবেকের ভূমিকার দায়দায়িত্ব পালন করে যাচ্ছে দৈনিক ইনকিলাব। ইনকিলাব তার নীতি আদর্শের উপর অটল থেকে সর্বদা আল্লাহ-রাসূল, কোরআন-সুন্নাহ সর্বোপরি ইসলামের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে। নবীজী (সা.)-এর দুশমনদের দাঁতভাঙ্গা জবাব দিতে কুণ্ঠাবোধ করেনি কখনো। পৃথিবীর যেখানেই ইসলাম ও মুসলমানদের অমর্যাদা হয়েছে, কারো রক্ত চক্ষুকে ভয় না করে সত্য ও শান্তির পক্ষে অবস্থান নিয়েছে দৈনিক ইনকিলাব। যুগে যুগে ইসলাম বিদ্বেষীদের গোপন ষড়যন্ত্র জাতির সামনে উন্মোচন করে দিয়েছে এই সাহসী দৈনিক।
আমি ইসলাম, মুসলমান ও গণমানুষের মুখপত্র দৈনিক ইনকিলাব ও ইনকিলাব পরিবারের সার্বিক কল্যাণ কামনা করি।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক
দৈনিক ইনকিলাবের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সম্পাদক ও সাংবাদিকসহ সকল কলাকৌশলীর প্রতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।
মিডিয়া জগতে দৈনিক ইনকিলাব এক অনন্য ইতিহাস। একটি বিপ্লব। পত্রিকাটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী মূল্যবোধ প্রচার-প্রসার ও সমুন্নত করে আসছে। দীর্ঘ ৩৭ বছর যাবত দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখপত্র হিসেবে ঐতিহাসিক ভূমিকা রেখে আসছে। তাদের চিন্তা-চেতনা ও শিক্ষা-সংস্কৃতির স্বার্থক উপস্থাপক দৈনিক ইনকিলাব। দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা করে আলহাজ মাওলানা এম এ মান্নান (রহ.) মিডিয়া জগতে অবিস্মরণীয় হয়ে আছেন। আল্লাহ পাক তার এই খেদমতকে কবুল করুন। দেশ-জাতি স্বাধীনতা সার্বভৌমত্ব, মেহনতি মানুষের অধিকার রক্ষায় এবং ইসলামের জাগরণে ইনকিলাবের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
মুসলিম লীগের (বিএমএল) সভাপতি অ্যাডভোকেট
শেখ জুলফিকার বুলবুল চৌধুরী
গণমানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর দৈনিক ইনকিলাব পত্রিকার ৩৯তম বর্ষে পদাপর্ণের দিনে দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা জননেতা এম এ মান্নানের কর্ম ও অবদানকে স্মরণ করছি। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে ইনকিলাব প্রগতির বার্তাবাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বকীয়তা ও মনন-মানসিকতার অতন্ত্র প্রহরী দৈনিক ইনকিলাব একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে দৈনিক ইনকিলাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) পক্ষ থেকে ইনকিলাবের সম্মানিত সম্পাদক, সাংবাদিকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তথা ইনকিলাব পরিবারের সকলকে আন্তরিক মোকারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
সাংবাদিকতার নীতি অনুসরণ করে বর্তমানে দেশের অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বরে পরিণত হয়েছে দৈনিক ইনকিলাব। প্রতিষ্ঠার পর দীর্ঘ ৩৮ বছর পার করেছে প্রতিষ্ঠানটি। এ জন্য পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে দৈনিক ইনকিলাব সামনে এগিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে বর্তমানে দৈনিক ইনকিলাব সব শ্রেণীর পাঠকের মন জয় করেছে। দেশে সাংবাদিকতার ক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানোর জন্য যে ক’টি সংবাদপত্র রয়েছে সেগুলোর মধ্যে দৈনিক ইনকিলাব অন্যতম। দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবিক সাম্যের পক্ষে দৈনিক ইনকিলাবের ভূমিকা অব্যাহত থাকুক, এই কামনা করি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি
জননন্দিত দৈনিক ইনকিলাবের ৩৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আমি তার খ্যাতিমান সম্পাদক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও পাঠকদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেশ ও জনগণের পক্ষে দৈনিক ইনকিলাব বিগত ৩৮ বছর যে ভূমিকা পালন করে আসছে তা অতুলনীয়। সৎ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রতীক দৈনিক ইনকিলাব। উন্নত দেশ, সহনশীল-সহৃদয় সমাজ এবং মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমি তার ভূমিকা, সেবার দীর্ঘতা ও সাফল্য কামনা করি।
বিভাগ : বিশেষ সংখ্যা
মন্তব্য করুন
আরও পড়ুন
জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা: জ্বালানি উপদেষ্টা
গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে বাস নিহত-১ আহত-৬
কুড়িগ্রামের উলিপুরে ২ আ'লীগ নেতা গ্রেপ্তার
লাওসে ভেজাল মদপানে ৬ বিদেশির মৃত্যু
না.গঞ্জে ডেঙ্গু পরীক্ষার টেস্ট কিট সংকট কে কেন্দ্র করে টেস্ট বাণিজ্যের অভিযোগ
ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভের প্রস্তুতি
‘পতনের’ মুখে ইউক্রেনের ফ্রন্টলাইন
বিশ্বব্যাংক আয়োজিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতির প্রদর্শনী
আগামীকাল রোববার নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
২ মার্চকে জাতীয় পতাকা দিবস হিসেবে স্বীকৃতির আহ্বান জানালেন মঈন খান
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তাব নিয়ে যা বললেন বদিউল আলম
সিংগাইরে সাংবাদিক মামুনের বাবার ইন্তেকাল
বিরামপুরে ধান-ক্ষেত থেকে হাত বাধা আদিবাসী দিনমজুর মহিলার লাশ উদ্ধার!
আওয়ামী শুধু ফ্যাসিস্ট নয়, তাদের আরেকটা নাম দিয়েছি স্যাডিস্ট: মিয়া গোলাম পরওয়ার
খুবিকে ইমপ্যাক্টফুল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা
লাল পাহাড়ের দেশকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন অরুণ চক্রবর্তী
বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান
আগামী রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ
অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব ইউক্রেনে: পুতিন