রুদ্ধশ্বাস জয়ে সেমির পথে অস্ট্রেলিয়া
২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১২:১৩ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। গত ১০ অক্টোবর শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রান টপকে গিয়েছিলেন বাবর আজমরা। এবার বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার চেয়ে আরও বড় লক্ষ্য পেরোনোর পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হতাশায় পুড়তে হয়েছে কিউইদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ভালোভাবেই টিকে রইল অস্ট্রেলিয়া। গতকাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে আগে ব্যাট করে দুই ওপেনার ট্রাভিস হেডের সেঞ্চুরি ও ডেভিড ওয়ার্নারের হাফসেঞ্চুরিতে ৪৯.২ ওভারে ৩৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে রাচিন রবীন্দ্রর সেঞ্চুরি এবং ড্যারিল মিচেল ও জিমি নিশামের হাফসেঞ্চুরির উপর ভার করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৮৩ রান তোলে নিউজিল্যান্ড। ফলে ৭৭১ রানের রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। দু’জন মিলে ১৭৫ রানের বিশাল জুটি গড়েন ১৯.১ ওভারে। ৬৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৮১ রান করে আউট হন ওয়ার্নার। ট্রাভিস হেড মাত্র ২৫ বলে ৬ চার ও ৪ ছয়ের মারে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫৯ বলে ১০ বাউন্ডারি ও ৬ ছক্কায় করেন সেঞ্চুরি। ২৩.২ ওভারে দলীয় ২০০ রানে গ্লেন ফিলিপসের বলে বোল্ড হন ট্রাভিস হেড। ফেরার আগে ৬৭ বলে ১০ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কার মারে করেন ১০৯ রান। ইনজুরির পরও কেন তাকে দলে রাখা হয়েছিল, তা প্রমাণ করে দিলেন ট্রাভিস। হাতের ইনজুরির কারণে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্রথমে ভারতেও আসেননি তিনি। নিজের দেশে থেকেই ইনজুরি মুক্ত হওয়ার চেষ্টা করেন। ইনজুরি মুক্ত হয়ে অবশেষে বিশ্বকাপে এসে দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম সুযোগেই তুলে নিলেন সেঞ্চুরি। দুই অজি ওপেনারের ঝড় দেখে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়াটা ভুল হয়ে গেলো কি না, তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম? তবে তাকে স্বস্তি দেন শেষের বোলাররা। বিশেষ করে ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্টের আগুন বোলিংয়ে শেষের দিকে দ্রুত উইকেট হারায় অজিরা। ট্রাভিস হেড এবং ওয়ার্নারের জুটিই অস্ট্রেলিয়াকে বড় ইনিংস গড়তে সাহায্য করে। পরের ব্যাটাররা খুব বড় কোনো স্কোর গড়তে পারেননি। মিচেল মার্শ ৫১ বলে করেন ৩৬ রান। স্টিভ স্মিথ ১৭ বলে ১৮, মার্নাস লাবুশেন ২৬ বলে ১৮, গ্লেন ম্যাক্সওয়েল ২৪ বলে ৪১, জস ইংলিস ২৮ বলে ৩৮ এবং অধিনায়ক প্যাট কামিন্স ১৪ বলে ৩৭ রান করেন। নিউজিল্যন্ডের ৩টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস যথাক্রমে ৭৭ ও ৩৭ রানে পান ৩টি করে উইকেট। মিচেল সান্তনার ৮০ রানে ২ উইকেট।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ৩১ বলেই ৫০ তুলে ফেলেন দুই কিউই ওপেনার ডেভন কনওয়ে এবং উইল ইয়ং। তবে জশ হ্যাজলউড পরপর দুই ওভারে দু’জনকে বিদায় করে দিলে নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা কমে যায়। এরপর নিউজিল্যান্ডকে মূলত জয়ের পথে ধরে রাখেন রাচিন রবীন্দ্র। তিনে নামা এই বাঁ-হাতি ব্যাটার প্রথমে ড্যারিল মিচেল, এরপর অধিনায়ক টম ল্যাথামকে নিয়ে দু’টি পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। সতীর্থদের আসা-যাওয়া মিছিলেও ৪১ ওভার পর্যন্ত একপ্রান্তে টিকেছিলেন রবীন্দ্র। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১২৩ রানের অপরাজিত ইনিংস খেলা এই বাঁ-হাতি এবার থামেন ১১৬ রানে। প্যাট কামিন্সকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে মারনাস লাবুশেনের ক্যাচ হন তিনি। তার আগে ৮৯ বলের ইনিংসে মারেন ৯টি চার ও ৫টি ছয়। বিদায়ের আগে কিউইদের হয়ে বিশ্বকাপে দ্রুততম (৭৭ বল) সেঞ্চুরির রেকর্ড গড়েন রবীন্দ্র। রবীন্দ্র আউট হওয়ার পর নিউজিল্যান্ডকে শেষের রোমাঞ্চে নিয়ে যান নিশাম। রান আউট হওয়ার আগে ৩টি করে চার ও ছয়ের মারে ৩৯ বলে ৫৮ রান করেস এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ৫১ বলে ৫৪ রান করেন ড্যারিল মিচেল। অজিদের হয়ে ৭৪ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। হ্যাজলউড ৭০ ও কামিন্স ৬০ রানে পান ২টি করে উইকেট। ম্যাচসেরার পুরস্কার পান ট্রাভিস হেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় অলিম্পিক সোনাজয়ীর
সাবেক মন্ত্রী-এমপিসহ পতিত স্বৈরাচারের ৯ দোসর নতুন মামলায় গ্রেপ্তার
মারা গেছে ইনফ্লুয়েন্সার তনির স্বামী
সিটির ড্রয়ের রাতে পয়েন্ট হারাল লিভারপুল-চেলসিও
পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে: আইজিপি
রাধানগর উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি হলেন মাহাবুব চেয়ারম্যান