মিরাজের ‘সেরা’ প্রত্যাবর্তন
১২ মার্চ ২০২৩, ১১:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
তার অভিষেকটাই হয়েছিল আলো ছড়িয়ে। তখন থেকেই বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায় বাংলাদেশের পরবর্তি সেরা অলরাউন্ডার ধরা হচ্ছিল তাকে। সেই ২০১৬-১৭ সালের পর থেকেই বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দলে এখন অপরিহার্য নাম মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে দেশের মাটিতে। এবার তার পারফরম্যান্সে ইঙ্গিত, টি-টোয়েন্টি দলেও তাকে বিবেচনা করতে হবে গুরুত্ব দিয়ে। টি-টোয়েন্টি একাদশে ফেরার ম্যাচটি যে তিনি রাঙালেন ক্যারিয়ার সেরা বোলিং দিয়েই।
গতকাল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ একটিই পরিবর্তন আনে আগের ম্যাচ থেকে। শামীম হোসেনের জায়গায় ফেরানো হয় মিরাজকে। এই পরিবর্তনই হয়ে ওঠে ‘মাস্টারস্ট্রোক।’ ৪ ওভারে ১২ রান দিয়ে এই অফ স্পিনার নেন ৪ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই, ২০ ওভারের ক্রিকেটে ১১৫ ম্যাচের ক্যারিয়ারে মিরাজের সেরা বোলিং এটিই। এর আগে তার সেরাটি গতবছর আরব আমিরাতের বিপক্ষে, ৩-০-১৭-৩। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে অফ স্পিনে এর চেয়ে ভালো বোলিং আছে আর কেবল একটিই। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট নেন মোসাদ্দেক হোসেন।
তাতে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। এই ম্যাচের আগে বাংলাদেশের হয়ে ১৯ টি-টোয়েন্টি খেলে তার উইকেট ছিল ¯্রফে ৮টি। গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি ম্যাচের ৩ উইকেট বাদ দিলে পরিসংখ্যান হয়ে যায় আরও নাজুক। সেই মিরাজ এদিন ইংলিশ ব্যাটসম্যানদের ভোগালেন লাইন-লেংথ, ফ্লাইট আর টার্নে। এই ম্যাচের আগে মিরাজ দেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে ৩ ওভারে ৩২ রান দিয়ে তিনি ছিলেন উইকেটশূন্য। বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন ওই এক ম্যাচেই। বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও ২ ওভারের বেশি বোলিং পাননি। সেখানে অবশ্য পারফরম্যান্স খারাপ ছিল না। তবে জায়গা নিয়মিত করতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচের একাদশে মিরাজের জায়গা পাওয়ার পেছনে বড় ভূমিকা নিশ্চিতভাবেই উইকেটের। সহায়ক উইকেট পেয়ে তিনি কাজে লাগান দারুণ বোলিংয়ে। অধিনায়ক সাকিব আল হাসান এ দিন মিরাজকে আক্রমণে আনেন নবম ওভারে, দলের ষষ্ঠ বোলার হিসেবে। দুই বাঁহাতি বেন ডাকেট ও মইন আলি তখন ক্রিজে। যে লক্ষ্যে মিরাজকে আনা, তা তিনি পূরণ করে দেন প্রথম ওভারেই। সুইপ খেলে মিড উইকেটে ধরা পড়েন মইন। পরে ওভারে তিনি রান দেন ৪। তৃতীয় ওভারে বোলিংয়ে এসে তিনি ধরেন জোড়া শিকার। দুটিই স্টাম্পিং। শুরুতে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে বিদায় করেন স্যাম কারানকে, পরে দুর্দান্ত ফ্লাইট, টার্ন ও বাউন্সের শিকার ক্রিস ওকস। চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস জর্ডানকে ফিরিয়ে পূরণ করেন তিনি চার উইকেট।
পরে ব্যাট হাতেও রাখেন অবদান। গোটা ম্যাচে বাংলাদেশ ব্যাটিংয়ের একপ্রান্ত আগলে থাকা নাজমুল হোসেন শান্তর সাথে ৩২ বলে ৪১ রানের জুটিতে দলকে রাখেন জয়ের কক্ষপথে। পরে ম্যাচটি ৪ উইকেটে জিতে প্রথম বারেরমতো ইংল্যান্ডের বিপক্ষে হওয়া টি-টোয়েন্টি সিরিজটি জয়ের উৎসবে মাতলো বাংলাদেশ। সেটিও তখন, যখন ইংল্যান্ড বাংলাদেশে এসেছে ক্ষুদ্র সংস্করণের বিশ^চ্যাম্পিয়ন হয়ে!
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্টাবার্ষিকী
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বারষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
মোহনপুর উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মুন সাধারণ সম্পাদক মাহবুব বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না:সালাম
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
আমার খাবার কি ফর্টিফায়েড?
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
নির্বাচনে কারা যোগ্য, সে সিদ্ধান্ত নেবে ইসি: বদিউল আলম মজুমদার
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
রেমিট্যান্সে সুবাতাস: ডিসেম্বরের ২১ দিনেই এলো ২০০ কোটি ডলার
প্রশাসন ক্যাডারের ‘ইয়াং অফিসার্স’ ফোরামের সভাপতি শুভ, সাধারণ সম্পাদক জয়