র্যাঙ্কিংয়ে শান্তর অশান্ত লাফ
১৫ মার্চ ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪১ এএম
টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে সবচেয়ে বেশি অবদান নাজমুল হোসেন শান্তর। তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হন টপ অর্ডার এই ব্যাটসম্যান। তার দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তিনি। ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্থির এক লাফ দিয়ে ৬৮ ধাপ এগিয়েছেন শান্ত। শেষ টি-টোয়েন্টিতে পারফর্ম করার পুরস্কার পেয়েছেন ওপেনার লিটন কুমার দাসও। এগিয়েছেন পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও। আর এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংসে খেলেছেন নাজমুল। প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতার পর পরের দুই ম্যাচে করেছেন অপরাজিত যথাক্রমে ৪৬ ও ৪৭ রান। সিরিজে সর্বোচ্চ ১৪৪ রান করে হয়েছেন সিরিজ সেরা। এমন পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬তম স্থানে উঠে এসেছেন নাজমুল। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান। একইসঙ্গে বিরাট কোহলির কাছাকাছিও চলে এসেছেন নাজমুল। র্যাঙ্কিংয়ে কোহলির অবস্থান ১৫।
প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিটন, করেন কেবল ১২ ও ৯ রান। তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ওপেনার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। তাতে লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন ২২ নম্বরে। সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে এখন ইংল্যান্ডের ডেভিড মালান। বেশিরভাগ ইংলিশ ব্যাটসম্যানেরই তালিকায় অবনতি হয়েছে। ব্যাটসম্যানদের এই র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।
মুস্তাফিজুর রহমানের ফর্ম নিয়ে আলোচনা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে পারফর্ম করেছেন এই পেসার। সর্বশেষ টি-টোয়েন্টিতে তার ১৪ রান দিয়ে নেওয়া ১ উইকেটের স্পেল ইংল্যান্ডের জন্য জয়ের সমীকরণ কঠিন করেছিল। তাতে ১৬ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২০তম অবস্থানে উঠে এসেছেন কাটার মাস্টার। ৯ ধাপ এগিয়ে সাকিব আছেন ২৪ নম্বরে। পুরো সিরিজে চমৎকার বোলিং উপহার দিয়ে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে যৌথভাবে মিচেল স্টার্কের সঙ্গে ৪১ নম্বরে এই পেসার। অনেকটা এগিয়ে এখন ৪৭তম স্থানে হাসান মাহমুদ। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের দুটি স্থানে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হেজেলউড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লক্ষ্মীপুরে জমি দখলের অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
শ্রীলঙ্কাকে গুড়িয়ে সিরিজ নিউজিল্যান্ডের
কুষ্টিয়ায় নকল কসমেটিক কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান
শাহবাগে মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদযাত্রা
অস্ট্রেলিয়ার পাহাড়ে হারিয়ে যাওয়া পর্যটক ১৩ দিন পর উদ্ধার
বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
সৈয়দপুরে এবার গত মৌসুমের চেয়ে বেশি জমিতে সরিষা চাষ
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ জন আটক
সাবেক ডিবিপ্রধান হারুন ও তার ভাইয়ের আয়কর নথি জব্দের আদেশ
নেত্রকোনায় তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে ৩১ বিজিবি'র কম্বল বিতরণ
মতলবে গাছ কাটতে গিয়ে গাছ ব্যবসায়ীর মৃত্যু
প্রেমিকা রোজার বিষয়ে মুখ খুললেন ফায়েজ
পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম আটক
২০২৪ সালে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬ হাজার ৯২৭টি, নিহত ৭ হাজার ২৯৪ জন
ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে হত্যাকারী হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোকে দেশের মানুষ ইতিবাচকভাবে নেয়নি: রিজভী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করবে হামাস
হাঙ্গেরির শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
জবি প্রক্টরের ওপর হামলায় ৭২ ঘন্টার আল্টিমেটাম
মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ আটক ৬