মুশফিকের সঙ্গে ঢাকায় সাকিবও
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৮ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
কলম্বোতে হতাশার আরেকটি দিন পার করেছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে হেরেছে ২১ রানে। গতপরশু রাতে আর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করে লঙ্কানদের করা ২৫৭ রানের জবাবে ২৩৬ পর্যন্ত যেতে পারে সাকিব আল হাসানের দল। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কা ম্যাচের পর মুশফিকুর রহিম ঢাকায় ফিরবেন, এটা আগেই জানা গিয়েছিল। নতুন খবর, গতকাল ভোরের সেই ফ্লাইটে কলম্বো থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও। সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।
মুশফিকের যাওয়া যদিও পরিবারে নতুন অতিথির আগমন উপলক্ষে, সাকিবের ঢাকায় ফেরার কারণটা অস্পষ্ট। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে। তিন দিনের ছুটিতে হয়তো ভেবেছেন, সময়টা পরিবারকেই দেওয়া যাক। তবে একটি সূত্রে অবশ্য জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুয়ায়ী বিশেষ ব্যক্তিগত কাজে কলম্বো থেকে তার যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি, ফেরেন ঢাকায়। তিন দিন অবশ্য কলম্বোতেও দলের কোনো কাজ নেই। তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে যাঁর যাঁর মতো জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাঁদের টুকটাক চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা। চন্ডিকা হাথুরুসিংহের অবশ্য পরিকল্পনা আছে, এই সময়ে ব্যক্তিগতভাবে কিছু খেলোয়াড়ের সঙ্গে বসবেন; বিশেষ করে যাঁরা ছন্দ খুঁজে পাচ্ছেন না, তাঁদের কাছ থেকে সমস্যা জানবেন তিনি, খুঁজবেন সমাধানের পথ।
এদিন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সে খুবই বিরক্ত হাথুরুসিংহে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- কোনো বিভাগেই বাংলাদেশ দলের পারফরম্যান্স উজ্জ্বল নয়। উইকেটের সুবিধা নিয়ে যদিও পেসাররা শুরুর দিকে ভালো করেছেন, পরে তারাও খেই হারিয়েছেন। খেলা শেষে এসব নিয়ে নিজের অসন্তোষ গোপন রাখেননি কোচ। খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, এই পর্যায়ের ক্রিকেটে এ রকম পারফরম্যান্স মেনে নেওয়া যায় না। এর আগে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ ম্যাচে এবং লাহোরে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচেও ব্যাটিং ভালো হয়নি বাংলাদেশের। দুই শর নিচে অলআউট হয়ে হারতে হয়েছে দুই ম্যাচেই। এদিন, ম্যাচ শেষে ওই ম্যাচেরও প্রসঙ্গ টেনে হাথুরুসিংহে বলেছেন, খেলোয়াড়েরা কেউ এখন আর ছোট নেই যে তাঁদের ধরে ধরে শেখাতে হবে। ভালো করার জন্য নিজেদের চেষ্টা থাকতে হবে। সেটাই দেখা যাচ্ছে না অনেকের মধ্যে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু