বিশ্বকাপে ডি ভিলিয়ার্সের বাজি গিল
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪০ এএম
ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসাবে বাবর আজমকে এগিয়ে রাখছেন মুত্তিয়া মুরালিধরন। রোহিত শর্মা ও বিরাট কোহলিদেরও এই তালিকায় রাখছেন লঙ্কান কিংবদন্তি। তবে এবি ডি ভিলিয়ার্সের বাজি ভারতেরই আরেক ব্যাটার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা ক্রিকেটার বাকিদের থেকে এগিয়ে রাখছেন শুবমান গিলকে।
নিজের মন্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন সাবেক এই মারকুটে ব্যাটসম্যান। ভারতীয় ওপেনারের টেকনিকের প্রশংসা করে ডি ডিভিলিয়ার্স বলেন, “ওর টেকনিক ও ব্যাটিং স্টাইল খুব সহজ ও সাধারণ। বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে ও রয়েছে। স্টিভ স্মিথের মতোই ব্যতিক্রম। স্মিথের টেকনিক আলাদা। ও বোলারদের লাইনে ব্যাট নিয়ে গিয়ে আড়াআড়ি খেলার চেষ্টা করে। শুবমান বাকিদের থেকে আলাদা। সোজাসুজি যে ভাবে খেললে রান আসা সম্ভব সে ভাবেই খেলে। খুব বেশি বৈচিত্র আনার চেষ্টা করে না। শক্তি কাজে লাগিয়ে প্রয়োজনমতো রান করার গতি বাড়িয়ে দেয়।”
এখানেই না থেমে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ খ্যাত ডিভিলিয়ার্স। বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা ব্যাটারকে নিয়ে তিনি বলেন, “আইপিএলে ওকে দেখেছিলাম শর্ট বল না হওয়া সত্ত্বেও কী ভাবে পুল খেলছে। বলের লেংথে আগেই বুঝে নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে ওর। এটা বিশ্বের সেরা ব্যাটারদের ক্ষেত্রেই দেখা যায়। শুবমান দ্রুত সেই তালিকায় স্থান করে নিচ্ছে। বয়স কম। কিন্তু ওর খেলায় অভিজ্ঞতার ছাপ রয়েছে।”
ভারতীয় দলে অশ্বিনকে নেওয়ার সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে অভিহিত করেছেন ডিভিলিয়ার্স। তাঁর কথায়, “বিশ্বাসই হচ্ছে না। বাকি দলগুলোর জন্যে এটা মোটেও ভাল খবর নয়। অশ্বিন অভিজ্ঞ, চালাক এবং দরকারের সময় কাজে আসে। দক্ষতা ও খেলা বোঝার ক্ষমতায় ও অন্য পর্যায়ের।”
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়
সচিবালয়ে আগুন সন্দেহজনক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
টিভিতে দেখুন
কোহলির ধাক্কা সামলে কনস্টাস বীরত্ব
বিজয় দিবসের খেলা
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
গিনেস রেকর্ড বুকে নাম লেখাতে চান জামিলা
২০২৬ বিশ্বকাপ ঘিরে স্বপ্ন বুনছে স্পেন
চ্যাম্পিয়ন্স লিগে থাকবে তো সিটি!