তোপের মুখে ভোল পাল্টালেন পিসিবি প্রধান
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ এএম
গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি গণমাধ্যমেও সোরগোল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফের একটি মন্তব্য ঘিরে। তোপের মুখে তাই বাধ্য হয়ে সুর বদলেছেন পিসিবি প্রধান। সমালোচনার হাত থেকে রক্ষা পেতে নতুন করে দিয়েছেন বিবৃতি।
পাকিস্তানি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে ৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলার সময় ভারতকে দুশমন মুলুক (শত্রু দেশ) বলে মন্তব্য করেছিলেন আশরাফ। এ নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর পিসিবি প্রধানের পক্ষ থেকে শুক্রবার দেওয়া বিবৃতিতে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়ে বাবর-রিজওয়ানদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার বিষয়টি নিয়ে তাঁর উচ্ছ্বাসের কথা বলা হয়েছে। ভারতীয়দের অভিনন্দন জানিয়ে ভারত-পাকিস্তানের লড়াই শত্রুতামূলক নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
পাকিস্তান দলকে দেওয়া অভ্যর্থনা নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (জাকা আশরাফ) বলেছেন, পাকিস্তান দলকে ভারতে যেভাবে বরণ করে নেওয়া হয়েছে, তা প্রমাণ করে যে দুই দেশের মানুষ একে অপরের খেলোয়াড়দের কতটা ভালোবাসে। হায়দরাবাদ বিমানবন্দরে যেভাবে খেলোয়াড়দের বরণ করা হয়েছে, তা সেই ভালোবাসার প্রমাণই দেয়। এমন অভ্যর্থনার জন্য জাকা আশরাফ ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছেন।’
বিবৃতিতে ‘দুশমন দেশ’ প্রসঙ্গে বলা হয়েছে, ‘যখনই ভারত-পাকিস্তান মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়, শত্রু হিসেবে নয়। জাকা আশরাফ আশা করেন, বিশ্বকাপজুড়ে পাকিস্তানি ক্রিকেটাররা এমনই উষ্ণ আতিথেয়তা পাবে। ভারতীয় সমর্থকেরাও পাকিস্তানের কাছ থেকে তাদের সেরা ক্রিকেটটা দেখতে পাবে।’
এর আগে খেলায়াড়দের কেন্দ্রিয় চুক্তি নিয়ে বলতে গিয়ে আশরাফ সেই বিতর্কিত কথায় বলেছিলেন, ‘নতুন চুক্তিতে আমরা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখিয়েছি। আমি যতটা করেছি, আর কেউ খেলোয়াড়দের জন্য এত বাজেট বরাদ্দ করেনি। আমার উদ্দেশ্য হচ্ছে, খেলোয়াড়েরা যখন শত্রু দেশে (দুশমন মুলুক) বা অন্য কোথাও খেলতে যাবে, তখন যেন তাদের মন বড় থাকে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়
সচিবালয়ে আগুন সন্দেহজনক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ