ডি কক-মার্করামের ব্যাটে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জিং সংগ্রহ
১২ অক্টোবর ২০২৩, ০৬:২৩ পিএম | আপডেট: ১২ অক্টোবর ২০২৩, ০৬:৪৮ পিএম
কুইন্টন ডি ককের ঝড়ো শতক আর এডেন মার্করামের ফিফটিতে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। জিততে হলে প্যাট কামিন্সের দলকে করতে হবে ৩১২ রান।
লক্ষ্নৌতে হাতে উইকেটে থেকেও শেষ দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি প্রটিয়ারা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৭ উইকেটে তোলে ৩১১ রান।
টানা দ্বিতীয় শতক তুলে নিয়ে ডি কক আউট হন ১০৬ বলে ৮টি চার ও ৫ ছক্কায় ১০৯ রান করে। গত ম্যাচে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করা মার্করাম করেন ৪৪ বলে ৫৬। এছাড়া ভালো শুরু পেয়েও প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি টিম্বা বাভুমা (৫৫ বলে ৩৫), রসি ভন ডার ডুসেন (৩০ বলে ২৬), হানরিক ক্লাসেন (২৭ বলে ২৯), মার্কো জনসেন (২২ বলে ২৬)। ১৩ বলে ১৭ রান করেন ডেভিড মিলার। তবে মিলিত প্রচেষ্টায় চ্যালেঞ্জিং সংগ্রহই পায় তারা।
১০ ওভারে স্রেফ ৩৪ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সফলতম বোলার গ্ণে ম্যাক্সওয়েল। ৯ ওভারে ৫৩ রানে দুটি নেন মিচেল স্টার্ক। সাতজন বোলার ব্যবহার করেন অজি অধিনায়ক।
টস হেরে ব্যাটে নামা প্রটিয়ারা ওপেনিং জুটিতে যোগ করে ১৯.৪ ওভারে ১০৮ রান। তবে এক দিকে ডি ককের ব্যাট ছিল যেমন উত্তাল, অন্য প্রান্তে বাভুমার ব্যাট ছিল ততটাই শান্ত। ৫৫ বল খেলে স্রেফ দুটি বাইন্ডারি মেরে তিনি ম্যাক্সওয়েলের বলে আউট হন ৩৫ রান করে। বড় শট খেলতে গিয়ে তিনি ধরা পড়েন ডিপ মিড উইকেট।
জাম্পার বলে বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন ডুসেন। এই জুটি থেকে আসে ৫৩ বলে ৫০ রান। মার্করামের সাথে ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়ে ম্যাক্সওয়েলের বলে বোল্ড হলে শেষ হয় ডি ককের ইনিংস।
চতুর্থ উইকেটে ক্লাসেন-মার্করাম জুটি থেকে আসে ৫০ বলে ৬৬ রান। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি মিলার-জানসেনও। এই জুটি থেকে আসে ৩০ বলে ৪৩।
গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোয় প্রায় ৩০-৪০ রান কম হয়েছে দক্ষিন আফ্রিকার। ম্যাচ শেষে ব্যাটারটা স্বীকার করেন ম্যাক্সওয়েলও।
“ম্যাচে বিভিন্ন আবহ তৈরি হয়েছে। একটা সময় মনে হচ্ছিল সাড়ে তিনশর বেশি রান হবে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছি।”
ইনিংসের শেষ ওভার উইকেট মেডেন নেন স্টার্ক। জনসেনকে মিড অনে ক্যাচ বানানোর দুই বল পর দারুণ ইয়োর্কারে মিলারকে বোল্ড করে দেন এই বাঁ-হাতি পেসার।
নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রানের পাহাড় গড়ে বড় ব্যবধানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছিল ৬ উইকেট।
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩১১/৭ (ডি কক ১০৯, বাভুমা ৩৫, ডুসেন ২৬, মার্করাম ৫৬, ক্লাসেন ২৯, মিলার ১৭, জনসেন ২৬, রাবাদা ০*, মহারাজ ০*; অতিরিক্ত ১৩; স্টার্ক ৯-১-৫৩-২, হ্যাজেলউড ৯-০-৬০-১, ম্যাক্সওয়েল ১০-১-৩৪-২, কামিন্স ৯-০-৭১-১, জাম্পা ১০-০-৭০-১, মার্শ ১-০-৬-০, স্টয়নিস ২-০-১১-০)।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় শীতকালীন বিপর্যয়ের মধ্যে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় নিহত ৭ ফিলিস্তিনি
জ্বলন্ত ফানুস পড়ে মিরপুর-ধানমন্ডিতে আগুন
অপকর্মের হোতা পুলিশ কর্তারা এখনও বহাল
দুই সচিবের চুক্তিতে নিয়োগ পাওয়ার সম্ভবনা
হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র
ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান রাশিয়ার
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইসরাইলি হামলায় গাজায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত
প্রথম সরকারি সফরে সউদী যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আড়ানী পৌরসভায় ৫০০ জন হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ
হালুয়াঘাটে ধরাছোঁয়ার বাইরে পাচার চক্রের ভারতীয় র'য়ের এজেন্ট সেই শুকান্ত দত্ত
সচিবালয়ে অগ্নিকাণ্ড বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে
ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সের অপরাধের নেপথ্য কাহিনি
আটঘরিয়ায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য দূরীকরনের জন্য স্মারকলিপি প্রদান
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাতেন, সম্পাদক সাইফুল
ষড়যন্ত্র এখনো থেমে নেই : আমিনুল হক
রাজধানীতে ব্যানার-ফেস্টুন অপসারণ করছে বিএনপি
খুলনা-চট্টগ্রাম ম্যাচে ‘টাইমড আউট’ নাটক
মেহেরপুরে প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন
সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই সৈয়দপুরে -বেবী নাজনীন