এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দিতে চায় নেদারল্যান্ডস
২৪ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩, ০৭:০৪ পিএম
হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে বিশ্বকাপে বৃধবার নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ হারলেও সর্বশেষ দুই ম্যাচ জিতে বিশ্বকাপ লড়াইয়ে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, জয়ের ধারায় ফিরতে অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও চমক দেখাতে চায় নেদারল্যান্ডস। নয়া দিল্লিতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
ভারতের কাছে ৬ উইকেটে হার দিয়ে বিশ্বকাপ শুরু করে অস্ট্রেলিয়া। ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছে রেকর্ড ১৩৪ রানের ব্যবধানে পরাজিত হয় অসিরা। টানা দুই ম্যাচ হারে ব্যাকফুটে চলে যাওয়া অস্ট্রেলিয়া তৃতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পায়। শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় তারা। লংকানদের পর পাকিস্তানের বিপক্ষেও দুর্দান্ত জয় পায় অস্ট্রেলিয়া।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের রেকর্ড ২৫৯ রানের জুটিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। জবাবে অস্ট্রেলিয়ার বোলারদের দারুন বোলিংয়ে ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৬২ রানের জয়ে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া।
টানা দুই হারের পর দুই জয়ে অস্ট্রেলিয়া অনেক আত্মবিশ্বাসী বলে জানান দলের ওপেনার ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক ওয়ার্নার বলেন, ‘প্রথম দুই ম্যাচ হারের পর টানা দুই জয়, অবশ্যই দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আমি মনে করি, আমরা দারুনভাবে ঘুড়ে দাঁড়িয়েছি এবং সামনের ম্যাচগুলোতে যেকোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই হ্যাট্টিক জয়ের স্বাদ পাবে অস্ট্রেলিয়া। শুধুমাত্র এবারের আসরের টানা তিন জয়ই নয়, বিশ্বকাপের মঞ্চেও নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাট্টিক জয়ের সুযোগ অসিদের। ওয়ার্নার বলেন, ‘জয়ের ধারা অব্যাহত রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষেও আমরা জিততে চাই। তাহলে টানা তিন ম্যাচ জয়ের স্বাদ পাবো আমরা। জয়ের লক্ষে দলের সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে।’
বিশ্বকাপে মঞ্চে এ পর্যন্ত দু’বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। দু’ম্যাচেই জয় পেয়েছে অসিরা। ২০০৩ আসরে ৭৫ রানে এবং ২০০৭ সালে ২২৯ রানে ম্যাচ জিতেছিলো অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে ঐ দু’টি ম্যাচ খেলেছে দু’দল।
অন্যদিকে,পাকিস্তানের কাছে ৮১ ও নিউজিল্যান্ডের কাছে ৯৯ রানে হারের পর দক্সিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয় নেদারল্যান্ডস। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে বিশ্বকাপে অঘটনের জন্ম দেয় ডাচরা। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও আপসেট ঘটাতে চায় নেদারল্যান্ডস।
দলের ওপেনার বিক্রমজিত বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ হারলেওভেঙ্গে পড়েনি অসিরা। ঠিকই শেষ দুই ম্যাচ জিতে নিজের সামর্থ্য ও শক্তি প্রদর্শন করেছে দলটি। তবে আমরাও অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং জয়ের জন্যই মাঠে নামবোআমরা।’
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও এডাম জাম্পা।
নেদারল্যান্ডস দল : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
২০২৪ সালের প্রহসনের নির্বাচনে জড়িতদের বিচারের দাবিতে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ-সমাবেশ
ট্রাইব্যুনালে জাতি জুলাই গণহত্যার ন্যায়বিচার দেখতে চায়
বিমানবন্দরের পথে খালেদা জিয়া
খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময়
সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী
ভেড়ামারা কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশংকা
টঙ্গীতে ইজতেমা মাঠে হামলাকারীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ
রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা অধরা
সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী?
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি
হাতির আক্রমণে কৃষকের গেল প্রাণ
নিম্নস্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ও কার্যকর মূল্য বৃদ্ধির দাবি
হাসিনা-রেহানা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব
পঞ্চগড়ে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উবার যাতায়াতে ৫০% ছাড়
খালেদা জিয়াকে এক নজর দেখতে গুলশান-বনানীর রাস্তায় হাজারো নেতাকর্মী
মোরেলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত
অনিয়মের দায়ে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি
রাঙামাটিতে তিন জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা
বাংলাদেশি ক্লাইমেট ইমপ্যাক্ট এন্টারপ্রাইজকে ১ কোটি টাকা করে অনুদানের ঘোষণা