ঢাকা   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১

সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া

Daily Inqilab ইনকিলাব

২৬ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩, ১২:১২ এএম

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে ব্যাট করে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে এবং ওপেনার ডেভিড ওয়ার্নারের দারুণ শতকে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড়ে চড়ে অজিরা। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে ২১ ওভারে মাত্র ৯০ রানে গুটিয়ে যায় ডাচরা। ফলে ৩০৯ রানের জয় পায় অজিরা। বিশ্বকাপের ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয়ের রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এর আগে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটি ছিল ২৭৫ রানের। সেই রেকর্ডটিও করেছিল অস্ট্রেলিয়া। ২০১৫ আসরে পার্থে আফগানিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়েছিল তারা।

চলমান বিশ্বকাপে অজিদের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই ব্যাকফুটে ছিল তারা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়ে সেমিফাইনালে পথে ভালোভাবেই টিকে থাকলো অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে কাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ দলের ব্যাটিং উদ্বোধনে এসে ২৩ বলে গড়েন ২৮ রানের জুটি। কিন্তু বেশি দূর যেতে পারেননি মার্শ। চতুর্থ ওভারের পঞ্চম বলে দলীয় ২৮ রানেই ফিরতে হয় তাকে। ১৫ বল খেলে ২ চারের মারে ৯ রান তোলার পর ফন বিকের শিকারে পরিণত হন মার্শ। তবে মার্শ আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে থিতু হয়ে যান ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ১১৮ বলে ১৩২ রানের ঝাড়ো জুটি গড়েন তারা। এই জুটি বিচ্ছিন্ন হয় ২৩.৩ ওভারে। দলীয় ১৬০ রানে আরিয়ান দত্তের বলে ভ্যান ডের মারউইয়ের ক্যাচে পরিণত হন স্মিথ। ফেরার আগে ৬৮ বলে ৭১ রান করেন তিনি। তার ইনিংসে ৯ চার ও ১টি ছয়ের মার ছিল। এরপর মার্নাস লাবুশেনকে নিয়ে ৭৬ বলে ৮৪ রান যোগ করেন ওয়ার্নার। লাবুশেন ৪৭ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬২ রান করে আউট হন দলীয় ২৪৪ রানে। ৩৭তম ওভারের প্রথম বলে তাকে ফেরান ডি লিড। হাফসেঞ্চুরির পর লাবুশেন বেশি দূর যেতে না পারলেও ঠিকই টুর্নামেন্টে নিজের দ্বিতীয় শতক তুলে নেন ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ৮৫ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়ে শেষ পর্যন্ত করেছিলেন ১২৪ বলে ঝড়ো ১৬৩ রান। আর এবার ডাচদের বিপক্ষে ওয়ার্নার সেঞ্চুরি পূর্ণ করেন ৯১ বলে। ওয়ানডে ক্রিকেটে এটি তার ২২তম শতক আর বিশ্বকাপে সবমিলিয়ে ষষ্ঠ। বেস ডি লিডের করা ইনিংসের ৩৯তম ওভারে ওয়ার্নার সেঞ্চুরি করার পরপরই জশ ইংলিশ আউট হয়ে যান ১২ বলে ১৪ রান করে। সেঞ্চুরি পর ফন বিকের করা পরের ওভারে ওয়ার্নারও আউট হয়ে যান। ফেরার আগে ৯৩ বলে ১১ চার ও তিন ছক্কার মারে করেন ১০৪ রান। ওয়ার্নার আউট হলে অস্ট্রেলিয়া ২৬৭ রানে হারায় ৫ উইকেট। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ২৯০ রানে ক্যামেরন গ্রিন রান আউট হন। ফেরার আগে ১১ বলে এক বাউন্ডারিতে করেন ৮ রান। এরপরই বিধ্বংসী রূপে ব্যাট চালিয়ে রেকর্ড সেঞ্চুরি হাঁকান ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে শতক পূর্ণ করেন অজি এই অলরাউন্ডার। যা এখন পর্যন্ত বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ম্যাক্সওয়েল আউট হন শেষ ওভারের তৃতীয় বলে। দলীয় ৩৯৩ রানে ফন বিকের বলে অ্যাঙ্গেল ব্রেখটকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪৪ বলে ১০৬ রান করেন তিনি। তার দানবীয় ইনিংসে ছিল ৯ চার আর ৮টি ছক্কার মার। পরের বলেই মিচেল স্টার্ক ফেরেন শূন্য রানে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক প্যাট কামিন্স ৯ বলে দুই বাউন্ডারিতে ১২ রানে এবং অ্যাডাম জাম্পা ১ বল খেলে ১ রানে অপরাজিত থাকলে চারশ’র এক রান আগে থামে অজি ইনিংস। নেদারল্যান্ডসের লগান ফন বিক ১০ ওভার বল করে ৭৪ রানে নেন ৪টি উইকেট। বেস ডি লিড ১০ ওভারে ১১৫ রানে পান ২ উইকেট। শুধু বিশ্বকাপেই নয়, ওয়ানডের ইতিহাসে বেস ডি লিডের বোলিং ফিগারটাই সবচেয়ে খরচে।

বিশাল লক্ষ্য তাড়ায় নেমে অ্যাডাম জাম্পার ঘূর্ণিতে মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ডাচরা। ধীরে ধীরে ধংসস্তুপে পতিত হয় তারা। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস। ৪০০ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতা প্রায় অসম্ভব। ব্যাটিংয়ে যার প্রমাণও দিয়েছেন ডাচ ব্যাটাররা। অজি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি তারা। ফলে একশ’র আগে গুটিয়ে যায় তাদের ইনিংস। নেদারল্যান্ডসের পক্ষে ২৫ বল খেলে ৬ চারের মারে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ১৮ বলে ২ চারের মারে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন তেজা নিদামানুরু। ১২ রান (২২ বল) করে অপরাজিত থাকেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। ১৯ রানে ২ উইকেট শিকার করেন মিচেল মার্শ। ম্যাচসেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মোহামেডানকে বিদায়ের শঙ্কায় ঠেলে নক আউটের পথে আবাহনী
ঢাকাকে চতুর্থ হারের স্বাদ দিয়ে রংপুরের পাঁচে পাঁচ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবির উপর চাপ
নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন এসি মিলান
মিনেরোকে উড়িয়ে কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল
আরও

আরও পড়ুন

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

বিমানবন্দরের পথে খালেদা জিয়া

খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময়

খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময়

সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী

সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী

কুষ্টিয়া   ভেড়ামারার ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশংকা

কুষ্টিয়া  ভেড়ামারার ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশংকা

টঙ্গীতে ইজতেমা মাঠে হামলাকারীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

টঙ্গীতে ইজতেমা মাঠে হামলাকারীদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা অধরা

রাতের ভোটের কারিগর পুলিশ কর্মকর্তারা অধরা

সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী?

সত্যিই কি ধর্মান্তরিত হলেন শাহরুখ পত্নী?

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি

হাতির আক্রমণে কৃষকের গেল প্রাণ

হাতির আক্রমণে কৃষকের গেল প্রাণ

নিম্নস্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ও কার্যকর মূল্য বৃদ্ধির দাবি

নিম্নস্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ও কার্যকর মূল্য বৃদ্ধির দাবি

হাসিনা-রেহানা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

হাসিনা-রেহানা-টিউলিপসহ ৭ জনের ব্যাংক অ্যাকাউন্ট তলব

পঞ্চগড়ে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫

পঞ্চগড়ে বাসের ধাক্কায় নিহত এক, আহত ১৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উবার যাতায়াতে ৫০% ছাড়

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উবার যাতায়াতে ৫০% ছাড়

খালেদা জিয়াকে এক নজর দেখতে গুলশান-বনানীর রাস্তায় হাজারো নেতাকর্মী

খালেদা জিয়াকে এক নজর দেখতে গুলশান-বনানীর রাস্তায় হাজারো নেতাকর্মী

মোরেলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত

মোরেলগঞ্জে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত

অনিয়মের দায়ে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি

অনিয়মের দায়ে আমতলী এফএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অব্যাহতি

রাঙামাটিতে তিন জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

রাঙামাটিতে তিন জেলার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

বাংলাদেশি ক্লাইমেট ইমপ্যাক্ট এন্টারপ্রাইজকে ১ কোটি টাকা করে অনুদানের ঘোষণা

বাংলাদেশি ক্লাইমেট ইমপ্যাক্ট এন্টারপ্রাইজকে ১ কোটি টাকা করে অনুদানের ঘোষণা

লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে সিলেটের কানাইঘাটে  মানববন্ধন

লোভাছড়া পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে সিলেটের কানাইঘাটে  মানববন্ধন

নাচোলে তাফসির মাহফিলে ঘুষ ও দুর্ণীতি মুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান

নাচোলে তাফসির মাহফিলে ঘুষ ও দুর্ণীতি মুক্ত রাষ্ট্র গঠনের আহ্বান