ভারতের সংবাদ সম্মেলনে মাত্র ২ সাংবাদিক!
২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:১০ এএম
বিশ্বকাপ ফাইনালের মাত্র চারদিন পর ফের মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। গতকাল থেকে ভারতের বিশাখাপাটনামে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে সিরিজের প্রথম ম্যাচের আগের দিন গতপরশু ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাত্র ২ জন সাংবাদিক! এতেই বোঝা গেল বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে হৃদয়ভঙ্গের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতীয়রা। যে কারণে দেখা যাচ্ছে, ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের অনীহা। ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে এসে দেখেন পুরো কক্ষ ফাঁকা। মাত্র দু’জন সাংবাদিক তার সংবাদ সম্মেলন কাভার করতে এসেছেন। মিডিয়ারই যখন এই সিরিজ নিয়ে মোটেও আকর্ষণ নেই, সেখানে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ কতটা দর্শকদের আকর্ষণ করতে পারবে, তা অনুমেয়ই। অথচ বিশ্বকাপ চলাকালে যেখানে সংবাদ সম্মেলন কক্ষ গমগম করতো, প্রায় ২০০’র বেশি সাংবাদিক আসন গ্রহণ করতেন। অনেককে আসন না পেয়ে দাঁড়িয়ে সংবাদ সম্মেলন কাভার করতে হয়েছিল, সেখানে টি-টোয়েন্টি সিরিজের আগে ভারতের অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মাত্র দু’জন সাংবাদিককে পেলেন সুর্যকুমার। এ ঘটনায় বিস্ময়ে অবাক নেটিজেনদের একাংশ। অনেকে বলেছেন, এটা তো প্রত্যাশিত। কারণ বিশ্বকাপের ফাইনালে হারের রেশ এখনো কাটিয়ে ওঠা যায়নি। তার আগেই দ্বি-পাক্ষিক সিরিজ শুরু হচ্ছে। তাই ফল যা হওয়ার তাই হয়েছে। এমন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর ক্ষোভ ঝাড়তেও দেখা গেছে দেশটির ক্রিকেট সমর্থকদের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেন, ‘মাত্র দুজন সাংবাদিক গেলেন প্রেস কনফারেন্সে? কী? এটা বেশ অবাক করে দেওয়ার মতো ঘটনা। তবে এটা সম্ভবত একটা ¯্রফে পর্যায়। এবার সেটা বাড়কে।’ অন্য একজন লিখেন, ‘এটা তো হওয়ারই ছিল। এত তাড়াতাড়ি টি-টোয়েন্টি সিরিজ শুরু করে দেওয়া হচ্ছে।’
বিসিসিআইকে লক্ষ্য করে একজন লিখেছেন,‘গত চার বছরের সবচেয়ে বড় ম্যাচ খেলার চার দিনের মধ্যে কে ফের একটা দ্বি-পাক্ষিক সিরিজের জন্য যাবেন? উল্টাপাল্টা সূচি।’ অপর একজন লেখেন, ‘বিসিসিআই সম্ভবত একটা ইঙ্গিত পেল যে, মাঠে কতজন আসতে পারেন।’অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সুর্যকুমার যাদব। যিনি বিশ্বকাপের দলেও ছিলেন। তিনি ফাইনালে খেললেও তার ব্যাট দারুণভাবে হতাশ করেছে ভারতীয় সমর্থকদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন