ফের চ্যাম্পিয়ন ইনকিলাব
২৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩, ১২:০৩ এএম
৬ ওভারে লক্ষ্যটা ৮৪। ধুন্ধুমার টি-টোয়েন্টি যুগে এটা সম্ভব- তার প্রমাণ ভুরি ভুরি আছে বিশ^ ক্রিকেটে। তবে খেলাটি যদি হয় নন-প্রফেশনাল ক্রিকেটারদের। তাতে বেশ বড় এক লক্ষ্যই, অনেকটা অসম্ভবও। তবে সেই অসম্ভবকে সম্ভব করে টানা দ্বিতীয়বারের মতো ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ক্রিকেটের শিরোপা জিতেছে দৈনিক ইনকিলাব দল। গতকাল ঢাকার পল্টনের আউটার স্টেডিয়ামে একপেশে ফাইনালে প্রতিদিনের বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ফের শিরোপা উল্লাসে মাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটির সাংবাদিকরা।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮৩ রান তোলে ৪ উইকেট হারানো প্রতিদিনের বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মো. মাঝহারুল ইসলাম মিঠুন ও মাইনুল হাসান সোহেলের বিধ্বংসী ব্যাটিংয়ে ৯ বল হাতে রেখে এক উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ক’দিন আগেই ডিআরইউ মিডিয়া ফুটবল ২০২৩ এর শিরোপা জেতা ইনকিলাব দল। মাত্র ১৪ বলে অপরাজিত ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখা ইনকিলাবের অলরাউন্ডার মাঝহার মিঠুন হন ফাইনাল সেরা। শুধু তাই নয়, মাত্র ৫ ম্যাচে ব্যাট হাতে ৩০২ রানের পাশাপাশি বল হাতে ৪ উইকেট নেয়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই সিনিয়র স্পোর্টস রিপোর্টারের হাতে উঠেছে আসর সেরার পুরস্কারও। ৬ ম্যাচে ৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন বিজিত প্রতিদিনের বাংলাদেশের দীপক কুমার দেব।
দেশ-বিদেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটোছুটি করে মানুষের দ্বারে দ্বারে যারা খবর পৌঁছে দেন সেই রিপোর্টাররাই আজ খবরের শিরোনাম, খবরের মধ্যমণি। বাংলা-ইংরেজি পত্রিকা, অনলাইন পোর্টাল ও টেলিভিশনসহ দেশের মোট ৫৫টি মিডিয়া হাউজের হয়ে গত ৫ দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ম সংলগ্ন পল্টন আউটারে স্টেডিয়াম মাতিয়ে রাখেন প্রায় হাজার খানেক সাংবাদকর্মী। প্রাণবন্ত এক ফাইনাল দিয়ে যার পর্দান নামলো গতকাল। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় প্রথমবারের মতো ডিআরইউ মিডিয়া ক্রিকেটে অংশ নেয়া প্রতিদিনের বাংলাদেশ। ফয়সাল খানের ২৯, সৈয়দ রিয়াদের ২৭, দীপক দেবের ৫ রানের ওপর ভর করে ৪ উইকেটে ৮৩ রান সংগ্রহ করে দলটি। জবাবে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইনকিলাব। দলের অতিথি খেলোয়াড় মাঝহারুর মিঠুনের ১৪ বলে ঝড়ো অপরাজিত ৫৫ রান এবং হাসান সোহেলের ৫ বলে ১৮ রানের ক্যামিওতে ম্যাচ জিতে নেয় ইনকিলাব।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত, মুক্তিযোদ্ধা এস এম রকিবুল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়া। ডিআরইউর ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্য, ডিআরইউ সিনিয়র সদস্য ছাড়াও অন্য সদস্যরা।
এদিন একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুটি সেমিফাইনাল, ফাইনালসহ মোট ৪টি ম্যাচ হওয়ার কথা থাকলেও কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। ওই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টার এবং নবাগত প্রতিদিনের বাংলাদেশের। কিন্তু ডেইলি স্টারের খেলোয়াড়রা মাঠে উপস্থিত থেকেও খেলায় অংশ নেননি। তারা প্রতিদিনের বাংলাদেশকে ওয়াকওভার দিলে এক বল না খেলেও সরাসরি সেমিফাইনালে পা রাখে এবারই প্রথম ডিআরইউ মিডিয়া ক্রিকেট খেলতে আসা দলটি। মূলত আগের দিনের একটি ম্যাচ নিয়ে আপত্তির জেরেই ডেইলি স্টার এদিন মাঠে না নামার সিদ্ধান্ত নেয়।
অতিথি খেলোয়াড় নিয়েই মূলত এই ঘটনার সূত্রপাত। গতকাল ম্যাচের একটা অনিয়ম নিয়ে আপত্তি তোলে ডেইলি স্টার। তারা ডিআরইউর শৃঙ্খলা কমিটির নিকট এ ব্যাপারে লিখিত আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতে তারা চিঠিতে জানায় যে , ডিআরইউ যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ডেইলি স্টারের পূর্ণ সম্মান রয়েছে। যেহেতু তারা আগের ম্যাচটি হেরেছে, সেহেতু তারা নীতিগতভাবে মাঠে এসেছে এবং মাঠে উপস্থিত থেকে প্রতিপক্ষ দলকে (প্রতিদিনের বাংলাদেশকে) ওয়াকওভার দিয়েছে। ডিআরইউকে পাঠানো এক চিঠিতে এ ব্যপারে তারা জানিয়েছে, তারা এজন্য ম্যাচটি খেলতে চায়নি যে অনেকেই হয়তো মনে করবে ডেইলি স্টার ম্যাচ জেতার জন্য গতকাল একটি দলের বিরুদ্ধে অভিযোগ করেছে। কিন্তু তাদের ভাষ্য হচ্ছে, শুধুমাত্র বিজয়ী হওয়ার জন্য তারা টুর্নামেন্টে অংশ নেননি। সবাই যাতে টুর্নামেন্টের নিয়ম-শৃঙ্খলা মেনে চলে, কোনো ধরণের অনিয়ম যাতে নয় হয় এজন্যই ডেইলি স্টার খেলোয়াড়রা মাঠে এসে ওয়াকওভার দিয়েছেন।
ক্রিকেটের সমাপনী দিনে ওয়াকওভার দিয়ে দিন শুরু হলেও সেমিফাইনালের দুটি ম্যাচই নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ইনকিলাব এবং রাইজিং বিডি। প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১১৬ রান করে রাইজিং বিডি। জবাবে ইনকিলাবের মাঝহারের অপরাজিত ২০ বলে ৯৮ রানের টর্নেডোতে তুলে শেষ চারে পা রাখে ইনকিলাব। অপর দিকে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয় ওয়াকওভার পেয়ে শেষ চারে পা রাখে প্রতিদিনের বাংলাদেশ এবং পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করা একাত্তর টিভি। তবে সেমিফাইনালে প্রতিদিনের বাংলাদেশের কাছে পেরে ওঠেনি ফেবারিট একাত্তর টিভি। প্রথমে ব্যাট করে মাত্র ৪৮ রান সংগ্রহ করে একাত্তর টিভি। জবাবে জবাবে ব্যাট করে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় প্রতিদিনের বাংলাদেশ। ২ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ইনকিলাবের সঙ্গী হয় প্রতিদিনের বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি, ফের একবার শিরোপা উল্লাসে মাতে ইনকিলাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন