‘ক্রিকেটাররাও মানুষ, রোবট নয়’
২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৫ এএম
গত ১৯ নভেম্বর ভারতের মাটিতে ভারতকে গুড়িয়েই নিজেদের ষষ্ট ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জেতে অস্ট্রেলিয়া। সেই ট্রফি নিয়ে দেশে ফিরে কই একটু উল্লাস-টুল্লাস করবে তা-না উল্টো ভারতেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ লড়াইয়ে নামতে হয়েছে অজিদের! সেটিও আহমেদাবাদ ফাইনালের মাত্র চার দিন পরই। যে দলে আছে বিশ্বকাপজয়ীদের সাতজন। ক্লান্টি, অবসাদ আর বিষন্নতা- যা-ই থাক না কেন, মোটামুটি দ্বিতীয় সারির ভারত দলের কাছে প্রথম দুটি ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া। গতকাল রিপোর্টটি যখন লেখা হচ্ছে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছিল। এতক্ষণে নিশ্চয়ই জেনেও গেছেন কি ঘটেছে ম্যাচের ভাগ্যে। সিরিজ হারাটা এখন সময়ের ব্যপার মাত্র, হোয়াইটওয়াশ হলেও খুব একটা অবাক হওয়ার জো নেই। একানেই সতীর্থদের হয়ে ব্যাট করেছেন বিশ্বজয়ী দলনেতা প্যাট কামিন্স। সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে তার সোজাসাপ্টা উত্তর- ক্রিকেটাররা ‘রোবট নয়’।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বিশ্বকাপজয়ী দলের সাতজনের মধ্যে ছয়জন দেশে ফিরেছেন। বিশ্বকাপ নায়কদের একটু স্বস্তি দিতে বেন ম্যাকডারমট, জশ ফিলিপে ও ক্রিস গ্রিনকে ভারতে পাঠানো হচ্ছে। ভারতে সিরিজের পর অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ব্যস্ত সূচি আছে কামিন্সের দলের। পাকিস্তানের পর তারা টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। খেলোয়াড়দের ওপর যে বড় একটা বোঝা আছে, সেটি স্বীকার করে নিয়েছেন কামিন্স। বেশ কয়েকজন গত সেপ্টেম্বর থেকে ভারতে আছেন। এসবের মাঝেই গতকাল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডের ম্যাচের বিরতিতে বিশ্বকাপ ট্রফি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কামিন্স। তার ভাষ্য, ‘তারা (ক্রিকেটাররা) মানুষ, রোবট নয়। বিশ্বকাপে সর্বস্ব উজাড় করে দেওয়া, কদিন পরই আবার খেলতে নামা- শতভাগ দিতে না পারলে তাদের ওপর রুষ্ট হব না।’ কামিন্স যোগ করেন, ‘এরপরও এগুলো অস্ট্রেলিয়ারই ম্যাচ। কয়েকজন তরুণ, যারা নাকি ঠিক প্রথম একাদশে আসে না, তাদের সুযোগ করে দেয় বলে এসব সফর ভালোই। আমার মনে হয় এগুলো গুরুত্বপূর্ণ সফর, এগুলো থেকে অনেক কিছু পেতে পারেন।’
কামিন্স কথা বলেছেন ডেভিড ওয়ার্নারকে নিয়েও। ভারত সিরিজের আগে টি-টোয়েন্টি দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার, যিনি পাকিস্তান সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। অবশ্য টেস্ট দলে ওয়ার্নারের জায়গা পড়ে গেছে অনিশ্চয়তার মুখে, লাল বলে ঠিক সুবিধাজনক ফর্মে নেই তিনি। তবে বিশ্বকাপে ৫৩৫ রান করা ওয়ার্নারই ছিলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান স্কোরার। কামিন্স বলেছেন, ওয়ার্নার ‘দারুণভাবে বল পেটাচ্ছে এ মুহূর্তে।’ অস্ট্রেলিয়া অধিনায়ক এরপর যোগ করেন, ‘সে শুধু নিজের জন্যই খেলছিল না সেখানে। সে ম্যাচে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে, সত্যিকারের সাহস দেখিয়েছে। প্রতিপক্ষকে আক্রমণ করেছে।’
আগামী ১৪ ডিসেম্বর পার্থে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর সিরিজের শেষ টেস্ট ৩ জানুয়ারি শুরু হবে ওয়ার্নারের ঘরের মাঠ সিডনিতেই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১,মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক
টানা তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো, নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল
আলোচিত ওয়ান-ইলেভেনের ১৮ বছর আজ
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান