উইলিয়ামসনকে ছাপিয়ে বাংলাদেশের দিন

Daily Inqilab ইনকিলাব

৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১২ এএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে নিজেদের প্রথম ইনিংসে সংগ্রহ খুব বড় না হলেও ৩১০ রান তুলতে পেরেছে বাংলাদেশ। তবে মাঝারি মানের এই পুঁজি নিয়েই লিডের সম্ভাবনা তৈরি করে ফেলেছেন নাজমুল হোসেন শান্তরা। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কেন উইলিয়ামসনের সেঞ্চুরি ছাপিয়ে ম্যাচের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে এক উইলিয়ামসন ছাড়া কিউই ব্যাটারদের কেউ দাঁড়াতে পারেননি তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের সামনে। কেন উইলিয়ামসন সেঞ্চুরি পেলেও স্বস্তির খবর হলো, কাল দ্বিতীয় দিনের শেষভাগে এসে তাইজুলের শিকার হয়ে ফেরেন তিনি। প্রথম দিনের মতোই আলোকস্বল্পতায় একটু আগেভাগেই বন্ধ হয় দ্বিতীয় দিনের খেলা। শেষ পর্যন্ত ৮৪ ওভার খেলে ৮ উইকেটে ২৬৬ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ফলে ৪৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা। একাই ৪ উইকেট শিকার করে বাংলাদেশের তাইজুল ইসলাম দিনের সেরা বোলার।
আগের দিনের ৯ উইকেটে ৩১০ রান হাতে নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শুরু করলে প্রথম বলেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৪৪ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিউইরা। সেখান থেকে একাই ম্যাচ ধরে রাখেন কেন উইলিয়ামসন। জুটি গড়েন হেনরি নিকোলস, ড্যারেল মিচেল ও টম ব্লান্ডেলের সঙ্গে। একে একে সবাইকে ফেরান তাইজুল-মিরাজ-শরিফুল-নাইমরা। তবে ক্রিজে যেন আঠার মতো লেগে থাকেন উইলিয়ামসন। ডানহাতি এই ব্যাটারের সঙ্গে জুটি গড়া নিকোলস ১৯ রান করে পেসার শরিফুল ইসলামের শিকার হয়ে ফেরত যান। মিচেল আউট হন তাইজুলের ঘূর্ণিতে (৫৪ বলে ৪১ রান)। নাইম হাসানের বলে আউট হওয়ার আগে ব্লান্ডেল করেন ৬ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং উদ্বোধন করেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। তাইজুল-মিরাজের ঘূর্ণিতে এই জুটি বেশিক্ষণ টেকেনি। দলীয় ৩৬ রানের মাথায় ল্যাথাম ও ৪৪ রানে আউট হন কনওয়ে। ল্যাথামকে ফেরান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলকে সুইপ খেলতে গিয়ে ফাইন লেগ অঞ্চলে নাইম হাসানের তালুবন্দী হন ল্যাথাম। তার আউটের পর কনওয়েকে ফেরান অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে খেই হারিয়ে শর্টলেগে শাহাদাত হোসেনের ক্যাচ হন এ কিউই ওপেনার। মধ্যাহ্নভোজের পর ড্রেসিংরুমের পথ ধরেন নিকোলস। ৪২ বলে ১৯ রান করেন তিনি। শরিফুলের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচ হন নিকোলস। তার আগে উইলিয়ামসনের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েছিলেন নিকোলস। একটা প্রান্ত ধরে ঠিকই ক্রিজে টিকে ছিলেন কেন উইলিয়ামসন। একের পর এক জুটি গড়ে গেছেন তিনি। নিকোলসের সঙ্গে ৫৪, মিচেলের সঙ্গে ৬৬ রানের পর গ্লেন ফিলিপসের সঙ্গে ষষ্ঠ উইকেটেও ৭৬ রান যোগ করেন দলীয় সংগ্রহে। ফিলিপস-উইলিয়ামসন জুটি কিছুতেই ভাঙছিল না। অবশেষে কিউই ইনিংসের ৭৫তম ওভারে মুমিনুল হকের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর এতেই বাজিমাত। বল হাতে নিয়েই অধিনায়ককে উইকেট উপহার দেন মুমিনুল। টার্ন করা বল ফিলিপসের (৪২) ব্যাটে লেগে প্রথম স্লিপে গেলে নিচু ক্যাচ দারুণভাবে লুফে নেন শান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার পথে সবচেয়ে বড় অন্তরায় ছিলেন কেন উইলিয়ামসন। একটা প্রান্ত ধরে খেলছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিও তুলে নেন অভিজ্ঞ এই ব্যাটার। অবশেষে দিনের শেষভাগে এসে উইলিয়ামসনকে ড্রেসিংরুমে পাঠান তাইজুল। বাঁহাতি এই স্পিনারের দুর্দান্ত এক ডেলিভারিতে ডিফেন্স করেও বোল্ড হন উইলিয়ামসন। তার ২০৫ বলে ১০৪ রানের ধৈর্যশীল ইনিংসে ১১টি বাউন্ডারির মার ছিল। ৮০.৫ ওভারে দলীয় ২৬২ রানে উইলিয়ামসন আউট হওয়ার পর ইস শোধি আর মাত্র ২ রান যোগ করতে পেরেছেন। ৮২.৫ ওভারে দলীয় ২৬৪ রানে তাইজুলের শিকার হয়ে ফেরেন সোধি। দিন শেষে কাইল জেমিসন ৭ ও অধিনায়ক টিম সাউদি ১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাইজুল ৮৯ রানে ৪টি উইকেট পান। শরিফুল, মিরাজ, নাইম ও মুমিনুল পান ১টি করে উইকেট।
গতপরশু টস জিতে ব্যাট করতে নেমে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ তুলে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ। কাল দ্বিতীয় দিনের শুরুতে মাত্র এক বল খেলে (৮৫.১ ওভার) কোনো রান না পেয়েই অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করার আগেই ইশ সোধির শিকার হন তিনি। ১৬৬ বলে ১১ বাউন্ডারি হাঁকানো এই ব্যাটার সোধির বলে ড্যারেল মিচেলের ক্যাচ হন। এরপর অধিনায়ক শান্ত ও মুমিনুল হক করেন সমান ৩৭ রান করে। ফিলিপসের ফুলটস বলে মিড-অনে উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। ফিলিপসের দ্বিতীয় শিকার হন মুমিনুল। অভিজ্ঞ এই ব্যাটার উইকেটরক্ষক টম ব্লান্ডেলের ক্যাচ হন। এরপরই মূলত বিপত্তি ঘটে বাংলাদেশের। ৫৩ রানে তারা হারায় ৫ উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে তিনশ’ পার করে প্রথম দিন শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনে রানটা আরেকটু বাড়ার আশা থাকলেও কোনো রান যোগ না করেই অলআউট হতে হয় টাইগারদের। কিউই পার্টটাইম অফস্পিনার গ্লেন ফিলিপস নেন ৪টি উইকেট। ২টি করে উইকেট শিকার করেন কাইল জেমিসন ও অ্যাজাজ প্যাটেল। অধিনায়ক সাউদি ও ইশ সোধি নেন ১টি করে উইকেট।

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন