শান্তর শতকে বড় লিডের পথে বাংলাদেশ
৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে আরও দারুণ একটি দিন পার করল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অপরাজিত শতকে দ্বিতীয় ইনিংসে দুইশ ছাড়িয়েছে স্বাগতিক দলের লিড।
ম্যাচের তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৮ ওভারে ৩ উইকেটে ২১২ রান। হাতে ৭ উইকেটে নিয়ে ২০৫ রানে এগিয়ে টাইগাররা।
ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি করে শান্ত অপরাজিত আছেন ১০৪ রানে।প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
এর আগে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম ম্যাচে সর্বোচ্চ ইনিংস ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডা টেস্ট জেতানোর পথে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব। পরবর্তী সময়ে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিতে নেমে অভিষেকে অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ আর লিটন দাসও। তবে তাঁদের কেউই ইনিংসটা তিন অঙ্কে টেনে নিতে পারেননি।
চতুর্থ দিন সকালে শান্তর সাথে ৪৩ রানে খেলতে নামবেন মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৬ রান।
দিনের শুরুটা হতাশাব্যঞ্জক। শেষ ২ উইকেটে ৫১ রান যোগ করে নিউজিল্যান্ড। যার সৌজন্যে তারা পেয়েছিল ৭ রানের লিড।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে ৩১৭ রানে অলআউট হয় কিউইরা।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ত্রিশের আগেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। এজাজ প্যাটেলের নিখুঁত টার্নে এলবিডব্লিউ হন জাকির হাসান। শান্তর স্ট্রেইট ড্রাইভে টিম সাউদি হাত ছুঁয়ে স্টাম্পে লাগলে রান আউট হন মাহমুদুল হাসান জয়।
দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটিতে চাপ সামাল দেন শান্ত ও মুমিনুল হক। অহেতুক রান আউটে ৪০ রানে থামে মুমিনুলের চমৎকার ইনিংস।
দিনের বাকি ২৭ ওভারে আর কোনো বিপদ ঘটতে দেননি শান্ত ও মুশফিক। দুজনের আস্থাপূর্ণ ব্যাটিংয়ে বড় লিডের ভিত গড়েই দিন শেষ করে বাংলাদেশ। আর দেড়শর মতো রান যোগ করতে পারলে জয়ের ভালো সম্ভাবনা জাগাতে পারবেন ব্যাটাররা। এরপর চ্যালেঞ্জ থাকবে বোলারদের উপর।
৪৪ রানে পিছিয়ে ২ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড। বাংলাদেশের অতি রক্ষনাত্মক খেলার সুযোগে তারা লিড এনে দেন। প্রথম ইনিংসে বাংলাদেশের ৩১০ রানের জবাবে তারা করেছে ৩১৭ রান। লিড নিয়ে ৭ রানের।
পানি পানের বিরতির পর প্রথম ওভারেই দুজকে আউট করেন মুমিনুল হক। ওভারের প্রথম বলে এলবিডব্লিউ হন কাইল জেমিসন। জেমিসনের বিদায়ে ভাঙে ৫২ রানের নবম উইকেট জুটি। ৭০ বলে ২৩ রান করে ফিরলেন তিনি।
ওভারের পঞ্চম বলে বোল্ড সাউদি। কিউই অধিনায়ক করেন ৩৫ রান।
আগের দিন ১ উইকেট নেওয়া মুমিনুল সব মিলিয়ে ৪ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩১৭
বাংলাদেশ ২য় ইনিংস: ৬৮ ওভারে ২১২/৩ (জয় ৮, জাকির ১৭, শান্ত ১০৪*, মুমিনুল ৪০, মুশফিক ৪৩*; সাউদি ১২-৩-২২-০, জেমিসন ৯-৩-১৯-০, এজাজ ২৩-১-৯৪-১, ফিলিপস ১২-৩৬-০-, সোধি ১২-১-৪১-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন