নিউজিল্যান্ড সফরেও নেতৃত্বে শান্ত
০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ এএম
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের মেয়াদ আরও বাড়ল নাজমুল হোসেন শান্তর। আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবেন তিনি। সফরে দুই সংস্করণেই তার সহকারী হিসেবে থাকবেন বয়সভিত্তিক ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে একসাথে খেলা শান্তর বন্ধু মেহেদি হাসান মিরাজ।
চলতি টেস্ট সিরিজ শেষেই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সীমিত ওভারের এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন শান্তরা। এজন্য বৃহস্পতিবার শান্তর নেতৃত্বে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে দলে নতুন মুখ বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। টি-টোয়েন্টি দলে রিশাদ ছিলেন আগে থেকেই। এই সংস্করণে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান। দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ ক্রিকেটার সৌম্য সরকার। দুই সংস্করণেই বাদ পড়েছেন নাসুম আহমেদ।
আঙুলের চোটের কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের এই সফরে না যাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। তার জায়গাতেই নেতৃত্ব দেবেন শান্ত। সাকিবের অনুপস্থিতিতে এর মধ্যেই তিনটি ওয়ানডেতে নেতৃত্বের অভিজ্ঞতা হয়ে গেছে তার। টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তিনি এই প্রথমবার।
চোটের কারণে তাসকিন আহমেদেরও না থাকা নিশ্চিত ছিল আগে থেকেই। বিশ্বকাপের শেষ ম্যাচে পাওয়া চোট এই সফর থেকে ছিটকে দিয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহকেও।
ওয়ানডে দলে রিশাদের ডাক পাওয়া একটু বিস্ময়করই। লিস্ট ‘এ’ ক্রিকেটে তার অভিজ্ঞতা স্রেফ তিন ম্যাচের।
ওয়ানডে দলের আরেক নতুন মুখ রাকিবুল ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। গত যুব বিশ্বকাপে তিনি ছিলেন দলের অধিনায়ক। এছাড়াও হাই পারফরম্যান্স দল, বিসিবি একাদশ, বাংলাদেশ ‘এ’ দলে তিনি নিয়মিত মুখ। ঘরোয়া ক্রিকেটে পারফর্মও করেছেন। ৪৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে তার উইকেট ৬৬টি।
সৌম্য ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ফিরলেন এই দুই সংস্করণে ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ ১৬ ইনিংসে ২৫ রানের ইনিংসও নেই তার। সবশেষ ১৬ ওয়ানডেতে ফিফটি করেছেন একটি। সবশেষ খেলেছেন বিশ্বকাপের ঠিক আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচে আউট হন শূন্য রানে।
ওয়ানডে দলে জায়গা হারানো অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ফিরেছেন টি-টোয়েন্টি দলে। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা বাঁহাতি স্পিনার তানভির ইসলামও ফিরেছেন দলে।
আগামী ১৭ ডিসেম্বর ডানেডিনের ম্যাচ দিয়ে শুরু ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ডিসেম্বর নেলসন ও ২৩ ডিসেম্বর নেপিয়ারে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ নেপিয়ারেই ২৭ ডিসেম্বর। পরের দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইতে, ২৯ ও ৩১ ডিসেম্বর।
ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
বাদ: শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ।
চোটের কারণে নেই: তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ।
দলে ফিরলেন: সৌম্য সরকার, আফিফ হোসেন।
নতুন মুখ: রাকিবুল হাসান, রিশাদ হোসেন।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তানজিম হাসান।
বাদ: নাসুম আহমেদ
চোটের কারণে নেই: সাকিব আল হাসান, তাসকিন আহমেদ।
দলে ফিরলেন: তানভির ইসলাম, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান।
নতুন মুখ: তানজিম হাসান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন