অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি

শান্তর আরেকটি প্রথমের কীর্তি

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ এএম

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে তিন অঙ্ক ছোঁয়া ব্যাটসম্যানের সংখ্যা কম নয়। সিলেটে চলা বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টের আগেই সংখ্যাটা ৩১। কিন্তু লম্বা এই তালিকায় বাংলাদেশের কেউ ছিলেন না এত দিন। সেই অভাব ঘুচিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই তিন অঙ্ক ছুঁয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের শেষ ওভারে এজাজ প্যাটেলের বলে সিঙ্গেল নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
এর আগে বাংলাদেশের অধিনায়কদের মধ্যে প্রথম ম্যাচে সর্বোচ্চ ইনিংস ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রেনাডা টেস্ট জেতানোর পথে ৯৬ রানে অপরাজিত ছিলেন সাকিব। পরবর্তী সময়ে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিতে নেমে অভিষেকে অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ আর লিটন দাসও। তবে তাঁদের কেউই ইনিংসটা তিন অঙ্কে টেনে নিতে পারেননি।
গতকাল দিন শেষে ১৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত নাজমুল প্রথম ইনিংসে করেছিলেন ৩৭ রান। দুই ইনিংস মিলিয়ে করা ১৪১ রানও বাংলাদেশের অধিনায়কদের মধ্যে অভিষেকে রেকর্ড। এর আগে নেতৃত্বের অভিষেক টেস্টে মোট ১১২ রান তুলে শীর্ষে ছিলেন সাকিব। ক্যারিয়ারের ২৪তম টেস্ট খেলতে নামা নাজমুল অবশ্য রানের মধ্যেই ছিলেন। এ নিয়ে সর্বশেষ চারটি টেস্ট ইনিংসের তিনটিতেই শতক এসেছে তার ব্যাট থেকে। সব মিলিয়ে এটি তার পঞ্চম শতক। এর আগে ওয়ানডেতেও বাংলাদেশিদের মধ্যে নেতৃত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন তিনি। বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে ৭৬ রান করেছিলেন তিনি। ভেঙে দিয়েছিলেন ১৯৯৮ সালে আমিনুল ইসলামের অধিনায়ক হিসেবে ওয়ানডে অভিষেকে করা ৭০ রানের ইনিংস।
নিয়মিত অধিনায়ক সাকিব আঙুলের চোটে বাইরে, ছুটিতে আছেন সহ-অধিনায়ক লিটন। তাঁদের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়েছে নাজমুলের কাঁধে। অধিনায়কত্ব যাঁর জন্য বিষম এক চাপ হয়ে দাঁড়িয়েছিল, সেই মুমিনুল বলছেন শান্তর ইনিংস নিয়ে, ‘শান্ত (নাজমুল) গত ২-৩ বছর ধরে খুবই ভালো ব্যাটিং করছে। ও খেলা খুব ভালো বোঝে। নিজের খেলাটা সম্পর্কেও খুব ভালো জানে। মাথাটা পরিষ্কার থাকে। হোক টেস্ট, হোক ওয়ানডে; প্রতিপক্ষের পরিকল্পনা খুব ভালো বোঝে। এটা দারুণ একটা ইনিংস ছিল। ওরা যে চাপ সৃষ্টি করেছে, তার মধ্যে খুব ভালো ব্যাটিং করেছে।’
তৃতীয় দিন শেষে হাতে ৭ উইকেট রেখে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে। সেঞ্চুরি করে অপরাজিত আছেন শান্ত। এই অবস্থায় দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুমিনুল হক। সাবেক এই অধিনায়ক জানালেন নিজেদের ভাবনার কথা, সম্ভাবনার কথা। তবে শুরুটা যা দিয়ে করতে হলো তার জন্য বোধহয় একদমই প্রস্তুত ছিলেন না এই ‘টেস্ট স্পেশালিস্ট’, “এখন কি অলরাউন্ডার মুমিনুল হক?”, এক সংবাদ কর্মীর এই প্রশ্নে মুমিনুলের শান্ত জবাব, ‘না ভাই, ব্যাটার মুমিনুলই ভালো আছি।’- এখনো অবধি সিলেট টেস্টের পারফরম্যান্সে অলরাউন্ডার মুমিনুল বলাটা একদম বাড়াবাড়ি হচ্ছে না।
তাইজুল ইসলামের পর ম্যাচে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা উইকেটশিকারি মুমিনুলই। মাত্র ২৩ বল করে ¯্রফে ৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। ব্রেক থ্রু এনে দিয়েছেন দলের চাহিদা মেনে। ব্যাটিংয়ে বড় কিছু না করলেও ৩৭ ও ৪০ রান করে রেখেছেন অবদান। মুমিনুল অবশ্য নিজের পারফরম্যান্স নয়, দিনশেষে কথা বলতে এসেছিলেন দলের পরিস্থিতি নিয়ে।
প্রথম দুদিন উইকেটে মনে হচ্ছিল বেশ কঠিন। শার্প টার্ন করছিল, বল নিচুও হচ্ছিলো। তৃতীয় দিনে এসে টার্ন থাকলেও বিষাক্ত কোন আচরণ দেখা যায়নি। পুরো দিনে উইকেট পড়েছে পাঁচটি, যার দুটি আবার রানআউট। সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হওয়ার বদলে উইকেট মনে হচ্ছে ভালো হচ্ছে। দিনের খেলা শেষে কথা বলতে এসে মুমিনুলও জানালেন প্রতিপক্ষকে কত রানের লক্ষ্য দিলে নিরাপদ থাকা সম্ভব, সেটা বোঝা বেশ মুশকিল আপাতত, ‘উইকেট তো এখনো পর্যন্ত মনে হচ্ছে ভালোই। আমার কাছে বলা কঠিন। চারশো হতে পারে, সাড়ে তিনশোও হতে (লক্ষ্য)। নির্ভর করছে কালকের উপর। কাল (আজ) চতুর্থ দিন, অন্যরকম আচরণ করতে পারে। চারশো হলে ঠিক আছে...।’
তবে এখন পর্যন্ত দলের পারফরম্যান্সে যে খুশি সেটা তার অভিব্যক্তিই বলে দিচ্ছিল, ‘কেমন চিন্তা করছি এটাই চিন্তা করিনি। পজিশন ভালো আছে এই পর্যন্ত।’ এই স্বস্তি নিয়েই আজ চতুর্থ দিন আরও লম্বা সময় ব্যাট করতে চায় বাংলাদেশ। ম্যাচ প্রতিপক্ষের নাগালের বাইরে নিয়ে যেতে চান মুমিনুলরা। এই উইকেটে ধৈর্য ধরে ব্যাটিং, বোলিং দুটোই করে প্রতিপক্ষকে ভুল করাতে চায় স্বাগতিকরা।

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন