আফ্রিকা সফরের ভারতীয় দলে অনেক চমক
০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ এএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর করবে ভারতীয় ক্রিকেট দল। সফরে তারা খেলবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি। এজন্য বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। তবে দুজনেই আছেন টেস্ট দলে।
রোহিতের জায়গায় ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার–ব্যাটসম্যান লোকেশ রাহুল। আর টি–টোয়েন্টি সিরিজে অধিনায়ক থাকছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও ভারতের নেতৃত্বে তিনি।
তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় ওয়ানডে থেকে বাদ পড়েছেন সূর্যকুমার। হার্দিক পান্ডিয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। সামনেই টি২০ ওয়ার্ল্ড কাপ। সেই জন্যই পূর্ণশক্তির স্কোয়াড গড়া হয়েছে টি-২০’তে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা খেয়াল করেই হেভিওয়েট দল ঘোষণা করা হয়েছে দীর্ঘতম ফরম্যাটে। প্রোটিয়াজ সফরে ভারত তিনটে করে টি২০ এবং ওয়ানডে খেলবে। টেস্ট খেলবে দুই ম্যাচের সিরিজের।
হার্দিক পান্ডিয়া চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারছেন না। সামনেই টি-২০ বিশ্বকাপ। সেই জন্যই পূর্ণশক্তির স্কোয়াড গড়া হয়েছে টি-২০’তে। তাছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা খেয়াল করেই হেভিওয়েট দল ঘোষণা করা হয়েছে দীর্ঘতম ফরম্যাটে।
ওয়ানডে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন। কিছুদিন আগেই চোট সারিয়ে ফিট হয়েছেন রজত পতিদার। তাঁকেও ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে। টানা ওয়ানডে ক্রিকেট খেলার পর সূর্যকুমার যাদবকে এই ফরম্যাট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট দলে ফিরেছেন শ্রেয়াস আইয়ার।
অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারাকে আর ভাবা হয়নি টেস্ট স্কোয়াডে। রাহানের জায়গায় শ্রেয়াস আইয়ারকে কেন ভাবা হয়েছে, তাঁর যুক্তিও মিলেছে। এর আগে রাহানেকে যখন টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল, তাঁকে চোট পাওয়া শ্রেয়াসের বিকল্প হিসেবে স্বল্পমেয়াদি ভিত্তিতে ভাবা হয়েছিল। আর শ্রেয়াস এখন পুরোপুরি চোটমুক্ত হওয়ায় আর ফিরে তাকানো হয়নি অজিঙ্কা রাহানের দিকে।
প্রোটিয়াজ সফরে ভারত তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে। টেস্ট খেলবে দুটি। আগামী ১০ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষান (উইকেটকিপার), লোকেশ রাহুল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণা।
ভারতের টি–টোয়েন্টি দল: যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণয়, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।
ভারতের ওয়ানডে দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সানজু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন