ইনিংস ব্যবধানে হারের মুখে ইংল্যান্ড
০৮ মার্চ ২০২৪, ০৫:৪৮ পিএম | আপডেট: ০৮ মার্চ ২০২৪, ০৬:১৬ পিএম
আগের দিনের ফিফটি ইনিংসকে এদিন সেঞ্চুরিতে রূপ দিলেন রোহিত শর্মা। সঙ্গী শুবমান গিলও পেলেন তিন অঙ্কের দেখা। কার্যকর ইনিংস উপহার দিলেন বাকি ব্যাটাররাও। দারুণ মিলিত প্রচেষ্টায় ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারের মুখে ঠেলে দিল ভারত।
ধারামশালা টেস্টের দ্বিতীয় দিন শেষে ২৫৫ রানে এগিয়ে ভারত, হাতে রয়েছে ২ উইকেট। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ৮ উইকেটে ৪৭৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে স্বাগতিকরা।
দিনের শেষভাগে ইংল্যান্ডের ভোগান্তি বাড়িয়েছে নবম উইকেটে কুলদিপ যাদব ও জাসপ্রিত বুমরাহর ১৮ ওভারে অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটি। ৫৫ বলে ২৭ রান নিয়ে অপরাজিত আছেন কুলদিপ, ৫৫ বলে ১৯ রানে বুমরাহ।
৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার শোয়েব বাশির। এজন্য ৪৪ ওভারে তাকে গুনতে হয়েছে ১৭০ রান। ১২৬ রানে ২টি শিকার ধরেন আরেক স্পিনার টম হার্টলি।
তবে দিনের গল্পটা ভারতীয় ব্যাটারদের কেন্দ্র করে। ১ উইকেটে ১৩৫ রান নিয়ে দিন শুরু করে ভারত। রোহিত-গিল জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ২৭৫ রানে। জুটি থেকে আসে ২৪৪ বলে ১৭১ রান।
ভারত অধিনায়ক রোহিতকে বোল্ড করে জুটি ভাঙেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ক্যারিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে রোহিত আউট হন ১৬২ বলে ১৩টি চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে।
পরের ওভারেই ফেরেন গিলও, জেমন অ্যান্ডারসনের ক্যারিয়ারের ৬৯৯তম শিকার হয়ে। বোল্ড হওয়ার আগে গিল করেন ১১০ রান। তার ১৬০ বলের ইনিংসটি ১২টি চার ও ৫ ছক্কায় সাজানো। ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি।
এরপর ৯৭ রানের জুটি গড়েন সরফরাজ খান ও অভিষিক্ত দেভদূত পাড্ডিকাল। দারুণ ব্যাটিংয়ে দলকে টেনে নেন দুজন। দুজনের ব্যাটেই ছিল সেঞ্চুরির আভাস।
কিন্তু চা বিরতির পর প্রথম বলেই স্লিপে ক্যাচ প্রাকটিস করিয়ে ফেরেন সরফরাজ ৬০ বলে ৮টি চার ও ১ ছ্কায় ৫৬ রান করে। খানিক পর ফেরেন পাড্ডিকালও, ১০৩ বলে ১০টি চার ও ১ ছক্কায় ৬৫ রান করে বাশিরের বলে বোল্ড হয়ে।
থিতু হয়ে আউট হন ধ্রুব জুরেল (২৪ বলে ১৫) ও রবীন্দ্র জাদেজা (৫০ বলে ১৫)। জুরেলের পরপরই হার্টলির একই ওভারে ফেরেন জাদেজা ও রবিচন্দ্রন আশ্বিন। এরপরই কুলদিপ-বুমরাহর অবিচ্ছিন্ন জুটির সেই লড়াই। অপ্রত্যাশিত যে জুটি ইংল্যান্ডকে ঠেলে দিয়েছে খাদের কীনারে।
পাঁচ ম্যাচের সিরিজে এখন ইংল্যান্ড ৪-১ ব্যবধানে হারের খুব কাছে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ২১৮
ভারত ১ম ইনিংস: (আগের দিন ১৩৫/১) ১২০ ওভারে ৪৭৩/৮ (রোহিত ১০৩, গিল ১১০, পাডিক্কাল ৬৫, সারফারাজ ৫৬, জাদেজা ১৫, জুরেল ১৫, অশ্বিন ০, কুলদিপ ২৭*, বুমরাহ ১৯*; অ্যান্ডারসন ১৪-১-৫৯-১, উড ১৫-১-৮৯-০, হার্টলি ৩৯-৩-১২৬-২, বাশির ৪৪-৫-১৭০-৪, স্টোকস ৫-১-১৭-১, রুট ৩-০-৮-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি
শুল্ক–কর বৃদ্ধির ফলে দেশের তামাক খাতে কী প্রভাব পড়বে
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য