সভাপতি হয়েই বিসিবিতে ফিরছেন ফারুক!
১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এই অবস্থায় স্থবির দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে ক্রিকেটের কার্যক্রম স্বাভাবিক রাখতে পদ ছাড়তে সম্মত হয়েছেন পাপন। কিন্তু তিনি সরে দাঁড়ালেই সমস্যার সমাধান হচ্ছে না। কেন না বিসিবির গঠনতন্ত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে পরবর্তী করণীয় কী, সেই ব্যাপারে কোনও ব্যাখ্যা নেই। তবে অপতকালীন এক সমাধানের পথে এগুচ্ছে দেশের ক্রিকেটে অবিভাবক সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করা না হলেও এই দৌঁড়ে এগিয়ে আছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। মূলত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনীত পরিচালক হয়ে তিনি বোর্ড প্রধানের দায়িত্ব নেবেন।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে এমনটাই জানা গেছে, বিসিবি পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে বেশ কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক ফারুক। এছাড়া সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম ছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকের সঙ্গেও সভা করেছে। তাদের মধ্য থেকে সভাপতি হওয়ার দৌঁড়ে অনেকখানিই এগিয়ে ফারুক। প্রধান নির্বাচক হিসেবে সাফল্য ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করে নাজমুল হাসানের বোর্ডের চাকরি ছেড়ে দেওয়ার ঘটনায় ফারুকের ইতিবাচক ভাবমূর্তি আছে ক্রিকেটাঙ্গনে। এটাই মূলত তাকে এগিয়ে রেখেছে।
তবে প্রক্রিয়াটি খুব একটা সহজ হচ্ছে না। কেননা, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ এর ক-তে বলা হয়েছে সভাপতি পদের প্রার্থীকে অবশ্যই পরিচালক হতে হবে। সভাপতি একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ কর্তৃক নির্বাচিত হবেন। অনুচ্ছেদ-১৯ এ বলা হয়েছে, পরিচালনা পর্ষদের কোনও পদ শূন্য হলে সেই পদ পূরণের লক্ষ্যে পরিচালনা পরিষদের অনুরোধক্রমে জাতীয় ক্রীড়া পরিষদ একটি নির্বাচন কমিশন গঠন করবে এবং ওই পদ পূরণের জন্য অনুচ্ছেদ ১৩ অনুযায়ী উক্ত কমিশন শূন্যের সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ফারুক আহমেদ নির্বাচিত হলে গঠনতন্ত্র মেনে করা হবে না। যেহেতু তিনি বিসিবির পরিচালক নন, তার সরাসরি সভাপতি হওয়াটা কঠিন।
তবে ফারুককে বোর্ডে আনার ক্ষেত্রে একটি সহজ পথে হাঁটছে ক্রীড়া উপদেষ্টার কার্যালয়। বোর্ডে এনএসসি কোটাতে আগে থেকেই আছেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুইজনের পদ শূন্য হলেও জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে তাদের প্রতিনিধি দিতে পারবে। ফারুককে আনার ক্ষেত্রে এই সুযোগটাই কাজে লাগানো হচ্ছে। এনএসসির মনোনীত এই দুই সংগঠকের পরিবর্তে তাদের মনোনয়নের পথে বেশ এগিয়ে গেছে ক্রীড়া মন্ত্রাণালয়। ফারুক ও নাজমুল আবেদীন ফাহিমের বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না বললেও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘যে কোনও পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদ তাদের মনোনীত কাউন্সিলদের পরিবর্তনের এখতিয়ার রাখে। তবে আদর্শিক দিক হচ্ছে, কাউন্সিলদের নিজেদের পদত্যাগ করা কিংবা এনএসসিতে তাদের অবস্থান জানানো। বর্তমান প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদও চাইলে, নতুন করে কাউকে মনোনীত করতে পারবে।’
এনএসসির এই কর্মকর্তার কথাতেই স্পষ্ট, তারা আগের দুই ক্রিকেট সংগঠকের পরিবর্তে নতুন করে কাউন্সিলর হিসেবে ফারুক ও নাজমুল আবেদীনকে মনোনয়ন দিতে প্রস্তুত। আর সেটি হলে দুইজন গঠনন্ত্র মেনেই বোর্ডে আসতে পারবেন। আর বোর্ডে আসার পর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা কঠিন কিছু নয়। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী, বোর্ড সভাপতি নির্বাচন করতে পরিচালকদের ভোটের প্রয়োজন হবে। স্বাভাবিকভাবেই বর্তমান প্রেক্ষাপটে ফারুককেই ভোট দিয়ে নির্বাচিত করবেন অন্য পরিচালকরা। এর ফলে গঠনতন্ত্র যেমন লঙ্ঘন হবে না, সেই সঙ্গে আইসিসির নিয়মের বাইরেও যাওয়ার সুযোগ তৈরি হবে না।
সভাপতি শেষ পর্যন্ত যিনিই হোন না কেন, ক্রিকেট চালানোর পাশাপাশি বিসিবিতে নতুন নির্বাচন দেওয়ার জন্যও কাজ করতে হবে পুনর্গঠিত কমিটিকে। কারণ, আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে সরকারের সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই যে তারা পরিচালনা পর্ষদ নতুন করে ঢেলে সাজাবে। বরং গঠনতন্ত্র লঙ্ঘন করে এবং আইসিসির নিয়মের বাইরে কিছু করলে বাংলাদেশের ক্রিকেটের ওপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়্গ। এ কথা মাথায় রেখে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অবশ্য আগেই বলেছেন, আইসিসির নিয়ম মেনেই যা করার করা হবে। গতকালও একই মনোভাব জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, সংস্কার করব পদ্ধতির, ব্যক্তির নয়। সিস্টেমটা যারা দুর্নীতিগ্রস্ত করেছে, তাদের পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ