বিসিবি পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২০ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৮ এএম

 

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সোমবার দুপুরে মিরপুরস্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিস পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। বিসিবি পরিদর্শনে এসে আসিফ মাহমুদ ঘুরে ঘুরে পুরো হোম অব ক্রিকেট দেখেন। তার সঙ্গে বিসিবির সিইও সুজন থাকলেও মূলত তামিমই ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান। বিসিবি পরিদর্শনের পর গণমাধ্যমকে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ‘এখানে উন্নয়নের প্রয়োজন আছে’। আগের রাতেই জানা যায়, নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি পরিদর্শনে যাবেন। কিন্তু সাভারের জিরানীস্থ বিকেএসপি পরিদর্শনের না গিয়ে মিরপুরে আসেন তিনি। এখানে এসে পুরো স্টেডিয়াম পরিদর্শনের পর ক্রীড়া উপদেষ্টা বিসিবির স্টাফদের সঙ্গে বোর্ড কনফারেন্স রুমে কিছুক্ষণ সময় কাটান। হাসিনা সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যুক্তরাজ্যে আছেন। মিরপুরে আসার ক’দিন আগে নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে বিসিবির ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেও সোমবারই হোম অব ক্রিকেটে প্রথম আসেন। স্বাভাবিকভাবেই নতুন ক্রীড়া উপদেষ্টার বক্তব্য শোনার জন্য গণমাধ্যম-কর্মীদের ভিড় ছিল বিসিবি প্রাঙ্গণে। তবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে করেননি তিনি। জানালেন, এটা তার রুটিন ট্যুর। দায়িত্ব পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সব বড় স্থাপনা, ফেডারেশন, প্রতিষ্ঠান ও সংস্থা আছে, সেগুলো নিজ চোখে দেখার ইচ্ছে থেকেই সোমবার বিসিবিতে আসা বলে জানান আসিফ মাহমুদ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবিতে কী ধরনের উন্নয়ন প্রয়োজন, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে কিছু নোট রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিজগুলো আছে, সবগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। বিসিবি ও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। অবকাঠামোগত ফ্যাসিলিটিজগুলো ঘুরে দেখছিলাম।’ আসিফ যোগ করেন,‘জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব।’

এদিকে নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবিতে পৌঁছার আগেই মিরপুরে পা রাখেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এই দু’জনের পদচারণায় যেন প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ক্রিকেটাঙ্গনের স্থবিরতা ও আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে এবং বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আসিফ সেখানে গেলেও একইদিনে তামিমের বিসিবিতে আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেট-প্রেমীদের কাছে। কেন এই দেশসেরা ওপেনার বিসিবিতে এসেছিলেন, সেই কারণ অবশ্য জানা যায়নি। হোম অব ক্রিকেটে আসিফ মাহমুদের সঙ্গেই সার্বক্ষণিক ছিলেন তামিম। তাকে সঙ্গে নিয়েই পুরো স্টেডিয়াম ঘুরে দেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

জানা গেছে, আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তামিমকে প্রস্তাব দিয়েছে বিসিবি। যদিও দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে আছেন বাঁহাতি এই তারকা ওপেনার। তামিমের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনার কথা ছিল বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান পাপন। যে কারণে তামিমের সঙ্গে বসা হয়নি তার। তবে বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ধারণা করা হচ্ছে তামিম জাতীয় দলে ফিরবেন কিনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই আসবে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত।ক্রিকেট বিভাগের নিউজ

বিসিবি পরিদর্শন শেষে যা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

স্পোর্টস রিপোর্টার

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ‚ঁইয়া সোমবার দুপুরে মিরপুরস্থ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অফিস পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান ও বিসিবির সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন। বিসিবি পরিদর্শনে এসে আসিফ মাহমুদ ঘুরে ঘুরে পুরো হোম অব ক্রিকেট দেখেন। তার সঙ্গে বিসিবির সিইও সুজন থাকলেও মূলত তামিমই ক্রীড়া উপদেষ্টাকে সব কিছু দেখান। বিসিবি পরিদর্শনের পর গণমাধ্যমকে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ‘এখানে উন্নয়নের প্রয়োজন আছে’। আগের রাতেই জানা যায়, নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সোমবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি পরিদর্শনে যাবেন। কিন্তু সাভারের জিরানীস্থ বিকেএসপি পরিদর্শনের না গিয়ে মিরপুরে আসেন তিনি। এখানে এসে পুরো স্টেডিয়াম পরিদর্শনের পর ক্রীড়া উপদেষ্টা বিসিবির স্টাফদের সঙ্গে বোর্ড কনফারেন্স রুমে কিছুক্ষণ সময় কাটান। হাসিনা সরকার পতনের পর থেকেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন বিসিবির বর্তমান সভাপতি ও সাবেক ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি যুক্তরাজ্যে আছেন। মিরপুরে আসার ক’দিন আগে নতুন দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া উপদেষ্টা নিজ মন্ত্রণালয়ে বিসিবির ৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেও সোমবারই হোম অব ক্রিকেটে প্রথম আসেন। স্বাভাবিকভাবেই নতুন ক্রীড়া উপদেষ্টার বক্তব্য শোনার জন্য গণমাধ্যম-কর্মীদের ভিড় ছিল বিসিবি প্রাঙ্গণে। তবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে করেননি তিনি। জানালেন, এটা তার রুটিন ট্যুর। দায়িত্ব পাওয়ার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে সব বড় স্থাপনা, ফেডারেশন, প্রতিষ্ঠান ও সংস্থা আছে, সেগুলো নিজ চোখে দেখার ইচ্ছে থেকেই সোমবার বিসিবিতে আসা বলে জানান আসিফ মাহমুদ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিসিবিতে কী ধরনের উন্নয়ন প্রয়োজন, সে সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে কিছু নোট রেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। বিসিবি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,‘নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিজগুলো আছে, সবগুলো ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। বিসিবি ও ক্রীড়া পরিদপ্তরে আসা হয়েছে। অবকাঠামোগত ফ্যাসিলিটিজগুলো ঘুরে দেখছিলাম।’ আসিফ যোগ করেন,‘জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে দেখা হলো। তারা সামনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এবং যে ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে, সেসব একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব।’

এদিকে নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা বিসিবিতে পৌঁছার আগেই মিরপুরে পা রাখেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এই দু’জনের পদচারণায় যেন প্রাণচঞ্চল হয়ে ওঠে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। ক্রিকেটাঙ্গনের স্থবিরতা ও আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান সংকট নিরসনের উপায় খুঁজে বের করতে এবং বিসিবির সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য আসিফ সেখানে গেলেও একইদিনে তামিমের বিসিবিতে আসাটা অনেকটাই কাকতালীয় মনে হয়েছে ক্রিকেট-প্রেমীদের কাছে। কেন এই দেশসেরা ওপেনার বিসিবিতে এসেছিলেন, সেই কারণ অবশ্য জানা যায়নি। হোম অব ক্রিকেটে আসিফ মাহমুদের সঙ্গেই সার্বক্ষণিক ছিলেন তামিম। তাকে সঙ্গে নিয়েই পুরো স্টেডিয়াম ঘুরে দেখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

জানা গেছে, আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য তামিমকে প্রস্তাব দিয়েছে বিসিবি। যদিও দীর্ঘ সময় ধরেই মাঠের বাইরে আছেন বাঁহাতি এই তারকা ওপেনার। তামিমের সঙ্গে এ বিষয়ে বিস্তর আলোচনার কথা ছিল বর্তমান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান পাপন। যে কারণে তামিমের সঙ্গে বসা হয়নি তার। তবে বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ধারণা করা হচ্ছে তামিম জাতীয় দলে ফিরবেন কিনা, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই আসবে বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শেষ আটে আলকারাস-জোকোভিচ মুখোমুখি
দল হিসেবে খেললে অধিনায়কত্ব সহজ হয় : সোহান
জুলাই আন্দোলনে উজ্জীবিত হয়ে নতুন দেশ গঠনে গুরুত্ব দিচ্ছেন সোহান
চট্টগ্রামকে উড়িয়ে জয়ের ধারায় বরিশাল
পাক স্পিনারদের তোপে আড়াই দিনেই ধরাশায়ী উইন্ডিজ
আরও

আরও পড়ুন

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের  জন্মদিন পালন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ