ছিটকেই গেলেন জয়, জামালকে সরিয়ে নিল পাকিস্তান
২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২০ আগস্ট ২০২৪, ১২:০৭ এএম
প্রথমে শোনা গিয়েছিল পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন ওপেনিং ব্যাটার মাহমুদুল হাসান জয়। তবে প্রথম টেস্টে না পাওয়া গেলেও দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে তার। কুঁচকির চোটের কারণে প্রথম টেস্ট মিস করবেন তিনি। গতপরশু রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সফরে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো সেখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন জয়। চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে দলের একমাত্র ফিফটিটি এসেছিল তার ব্যাট থেকেই। চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংই করতে পারেননি। তার ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা টাইগারদের জন্য। তার চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘পাকিস্তান ‘এ’র বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় গত ১৪ আগস্ট জয় ডান কুঁচকিতে ব্যথা পেয়েছে। তার একটি এমআরআই করা হয়েছে এবং এরপর শারীরিক মূল্যায়ন করা হয়েছে এবং তখন থেকেই নিশ্চিত হয়েছে যে তার ডান কুঁচকিতে গ্রেড ১ অ্যাডক্টর স্ট্রেন রয়েছে। সে তার পুনর্বাসন শুরু করেছে। এই ধরনের আঘাতগুলো থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। প্রথম টেস্টে তাকে পাওয়া যাবে না, তবে আমরা আশা করি ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাকে ফিট পাওয়া যাবে। আমরা প্রতিদিনের ভিত্তিতে তার অগ্রগতি পর্যবেক্ষণ করতে থাকব।’ তবে প্রথম টেস্টের জন্য আপাতত বিকল্প হিসেবে কাউকে নিচ্ছে না বাংলাদেশ। স্কোয়াডে বাড়তি ওপেনার হিসেবে আছেন সাদমান ইসলাম। রাওয়ালপিন্ডিতে জাকির হাসানের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন তিনি। আগামী ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট।
এদিকে, লেগ স্পিনার আবরার আহমেদ ও ব্যাটার কামরান গুলামের পর পেস অলরাউন্ডার আমির জামালকেও প্রথম টেস্টে রাখছে না পাকিস্তান। ফিটনেস নিয়ে শঙ্কায় থাকা জামালকে স্কোয়াড থেকে সরিয়ে নেওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে পিসিবি জানায়, জামালকে আপাতত লাহোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। পীঠের চোটে থাকা আমিরকে শেষ মুহ‚র্তে পাওয়ার আশায় স্কোয়াডে রেখেছিল পাকিস্তান। তবে তার উন্নতি প্রত্যাশা অনুযায়ী হয়নি। কাজেই এই পেসারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না দলটি।
এর আগে আবরার ও কামরানকে সরিয়ে পাকিস্তান শাহিনসে যুক্ত করা হয়। যারা বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলবে। আবরারকে সরানোয় পাকিস্তানের স্কোয়াড হয়ে পড়ে স্পিনারবিহীন। পরিষ্কার হয়ে যায় কেমন হতে পারে উইকেট। বর্তমান ১৪ জনের পাকিস্তান স্কোয়াডে পেসার আছেন পাঁচজন। আগামীকাল রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে ভেন্যুও রাওয়ালপিন্ডি। এর আগে দ্বিতীয় টেস্ট রাখা হয়েছিলো করাচিতে। সেটা সরিয়ে আনা হয়েছে রোববার।
প্রথম টেস্টের পাকিস্তান দল : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নাসিম শাহ, সাইম আইয়ুব, আগা সালমান, সরফরাজ আহমেদ (উইকেটকিপার) ও শাহিন শাহ আফ্রিদি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ