অতীত বদলে দেওয়ার প্রত্যয়
২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
সাদা বলে যেমন তেমন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের লড়াইটা বরাবরই এক পেশে। প্রায় সবগুলো ম্যাচই বড় ব্যবধানে জিতেছে পাকিস্তান। তাই রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নামার আগে অতীত রেকর্ড ভালো কিছু বলছে না বাংলাদেশের জন্য। তবে এই রেকর্ড বদলে দেওয়া সহজ না হলেও সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে সর্বোচ্চ সাফল্য বলতে গেলে একটি মাত্র টেস্টে ড্র। খুলনায় ২০১৫ সালে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দারুণ ব্যাটিংয়ে এসেছিল সেই ড্রটি। বাকি ১২টি ম্যাচে হেরেছে বাংলাদেশ। তব এরমধ্যে লড়াই করতে পেরেছে ২০০৩ সালে মুলতান টেস্টে। ১ উইকেটে হারে তারা। আর পাকিস্তানের মাটিতে তো সবমিলিয়ে ২০ ম্যাচের ২০টিতেই হার। তবে অতীত রেকর্ড ইতিবাচক না হলেও এবার ভালো কিছু হবে বলেই প্রত্যাশা টাইগার অধিনায়কের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি, এটি শুধুই রেকর্ড। রেকর্ড বদলাতেই পারে। কাজটা সহজ হবে না। তবে যেটা বললাম, আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, এবার বিশেষ কিছু করতে পারব। ক্রিকেটাররা এখানে খেলার জন্য রোমাঞ্চিত।’
তবে সাম্প্রতিক সময়টা ভালো যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে তারা। তারপরও আশাবাদী শান্ত, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ভালো সিরিজ গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। পাকিস্তানের বিপক্ষে এবার আমাদের ভালো সুযোগ আছে। আমাদের দল ভালো ভারসাম্যপূর্ণ। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।’ টেস্ট শুরু আগে রাওয়ালপিন্ডির উইকেট নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। টস বড় ভূমিকা রাখতে পারে। তবে যে কোনো কিছুর জন্যই প্রস্তুত থাকছেন বাংলাদেশ অধিনায়ক, ‘হ্যাঁ (টস) খুব গুরুত্বপূর্ণ। আমার মতে, ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ের জন্য তৈরি আছে। তবে এটি (টস) গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে আমি টস নিয়ে বেশি ভাবছি না। ক্রিকেটার হিসেবে সব পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
এদিকে চার পেসার নিয়ে নামছে পাকিস্তান। তাই উইকেট কেমন হবে তা এক প্রকার স্পষ্ট। তবে নিজেদের দলে সব ধরণের রশদ রয়েছে বলে জানান শান্ত, ‘গত কয়েক বছর ধরে আমাদের পেস আক্রমণ খুব ভালো। আমাদের ৩-৪ জন মানসম্পন্ন স্পিনারও আছে। তো আমাদের সব কিছু কাভারড আছে। আগামীকাল সকালে উইকেট দেখে আমরা একাদশ সাজাব। তবে এখানে পেসাররা কিছুটা সাহায্য পায়। তাই তারা এই কন্ডিশনে ভালো করার জন্য রোমাঞ্চিত।’
তবে এই রোমাঞ্চে কিছুটা ভীতির কারণ হতে পারে সাম্প্রতিক পারফরম্যান্স। কোন সংস্করণেই ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা। টেস্টের অবস্থা আরও খারাপ। ঘরের মাঠে সর্বশেষ সিরিজেও দেখা গেছে তাদের নাজুক পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে চার ইনিংস খেলে মাত্র একবার দুইশো পেরুতে পারে বাংলাদেশ। এর আগেও ছিলো একই পরিস্থিতি। ম্যাচের অবস্থা বুঝে খেলা, চোয়ালবদ্ধ দৃঢ়তা দেখানোর ঘাটতি দেখা গেছে প্রকট।
তবে এই সংকট এবার কেটে যাওয়ার আশা দেখছেন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পাকিস্তানের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় ব্যাটারদের কাছ থেকে বড় রানের আশায় তিনি, ‘বেশ কিছু দিন ধরে ব্যাটিং একটা উদ্বেগের জায়গা। আমরা ঘরের মাঠে ফল নির্ভর পিচে খেলেছি। কখনো সেখানে ২৫০ জেতার মতন স্কোর ছিলো। যখন আপনি এই ধরণের পিচে খেলবেন তখন ব্যাটিং কঠিন হবে। পাকিস্তানের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। ব্যাট ও বলের ভালো লড়াই হবে। আমরা এরকম পিচে ভালো ফল আশা করি।’ চোখের সমস্যার কারণে ভুগতে থাকা দলের অন্যতম সেরা তারকা সাকিবের ব্যাটিং নিয়ে ছিলো আলাদা চিন্তা। কোচ জানালেন সংকট পার করে ফেলেছেন বাঁহাতি ব্যাটার, ‘সে ভালো ব্যাট করছে আসলে। তার চোখের কিছু পরীক্ষা হয়েছে। সে বলেছে এসব তাকে সমস্যা সমাধানে সাহায্য করছে।’
রাওয়ালপিন্ডি টেস্টে কোন স্পিনার খেলাচ্ছে না পাকিস্তান। উইকেট কেমন হবে তাতে পরিস্কার। বাংলাদেশের কোচ জানান তাদের জন্য আসতে যাচ্ছে কেমন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জের উত্তরও তাদের দলের আছে বলে জানান তিনি, ‘পিন্ডির উইকেট পেস বোলিং ও ব্যাটিংয়ের জন্য সহায়ক। তারাও কোন স্পিনার রাখেনি। আমরা বিগত দিতে বেশ কিছু পেস বোলার তৈরি করেছি। কন্ডিশন যদি সহায়ক হয় তারাও ভালো করবে। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ বিশ্ব মানের অলরাউন্ডার। তারা যেমন চ্যালেঞ্জই দিবে তা সামাল দেওয়ার সব রকম অস্ত্র আমাদের আছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ