সেদিকুল্লাহর ঝড়ে বাংলাদেশের হার
২১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৭:৩১ এএম
হাতে উইকেট রেখেও সংগ্রহটা বাড়াতে পারেননি সাইফ হাসান-তাওহিদ হৃদয়রা। চ্যালেঞ্জিং সংগ্রহটা মামুলি হয়ে গেল সেদিকুল্লাহ আটালের ঝড়ো ইনিংসে। বাংলাদেশ ‘এ’ দলকে হতাশায় ডুবিয়ে দুর্দান্ত জয় পেল আফগানিস্তান ‘এ’ দল।
ইমার্জিং টিমস এশিয়া কাপে রোববার বাংলাদেশকে ৪ উইকেটে হারায় আফগানরা। ১৬৫ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখে পূরণ করে তারা। হার না মানা ৯৫ রানের ইনিংসে জয়ের নায়ক সেদিকউল্লাহ।
টানা দুই ম্যাচে আফগানদের জয়ের নায়ক এই ওপেনার। আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ৮৩ রানের ইনিংস। এবার ৯৫ রান করলেন স্রেফ ৫৫ বলে, ৯ চার ও ৫ ছক্কায়।
প্রথম ম্যাচে হংকংকে হারানো বাংলাদেশ দ্বিতীয় ম্য্যাচেই পেল পরাজয়ের তেতো স্বাদ। সেরা চারে খেলার সম্ভাবনা অবশ্য এখনও টিকে আছে। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলেই পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট।
টসে হেরে ব্যাটে নামা বাংলাদেশ শুরুতেই হোঁচট খায় জিশান আলমকে (৭ বলে ৪) হারিয়ে। এরপর সাইফ হাসান আর পারভেজ হোসেন ইমনের জুটিতে এসেছে ৪১ বলে ৫৬ রান। পারভেজ হাতখুলে খেললেও খোলোসবন্দী ছিলেন সাইফ।
২ রানের ব্যবধানে আউট হন দুজনই। পারভেজ যেখানে খেলেন ৩২ বলে ৪টি করে ছক্কা চারে ৫৪ রানের ইনিংস সেখানে ১৯ বলে স্রেফ ১৬ রান করে আউট হন সাইফ।
আকবর আলিও আউট হন ৭ বলে ৪ রান করে। বাকি সাড়ে সাত ওভার কাটিয়ে দেন হৃদয় ও শামিম হোসেন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটি থেকে আসে ৪৫ বলে ৭০ রান।
প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি হৃদয়। জাতীয় দলের এই ব্যাটার দুটি করে ছক্কা-চারে ৪২ রান করেছেন ৩১ বলে। শামিম খেলেছেন ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানের ইনিংস।
লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় আফগানরা। ১৩ ওভার শেষে তাদের স্কোর ছিল ৪ উইকেটে ৯৪। মূলত সেদিকউল্লাহর কাছেই হেরে গেছে বাংলাদেশ। এক প্রান্ত আগলে ঝড় তোলেন এই ওপেনার। অন্য প্রান্তে এই ওপেনারকে একটু একটু করে সঙ্গ দিয়েছেন বাকিরা।
শেষ ওভারে দরকার ছিল ৬ রান। আবু হায়দারকে উড়িয়ে বাইন্ডারিছাড়া করে জয়ের বন্দরে নিয়ে যান সাদিকউল্লাহই।
আগের ম্যাচে ১৭ রানে ৪ উইকেট নেওয়া রিপন এদিন ২৬ রানে ধরেন ২ শিকার। পরপর দুই ম্যাচেই খরুচে বোলিং করেন আবু হায়দার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’ দল: ২০ ওভারে ১৬৪/৪ (পারভেজ ৫৪, জিসান ৪, সাইফ ১৬, হৃদয় ৪২*, আকবর ৪, শামীম ৩৮*; বিলাল ৪-০-৪৩-১, ঘাজানফার ৪-০-৩৮-০, ফারিদুন ২-০-১৫-০, কাইস ৪-০-২৬-১, জানাত ৪-০-৩২-১, শারাফউদ্দিন ২-০-৯-১)
আফগানিস্তান ‘এ’ দল: ১৯.১ ওভারে ১৬৫/৬ (আকবারি ১৬, সেদিকউল্লাহ ৯৫*, রাসুলি ৫, জানাত ৯, শাহিদউল্লাহ ১৯, ইশহাক ১০, শারাফউদ্দিন ১, কাইস ২*; রিপন ৪-০-২৬-২, আলিস ৪-০-২৯-২, রাকিবুল ৩-০-৩১-০, আবু হায়দার ৩.১-০-৩৭-১, সাইফ ৩-০-২০-০, শামীম ২-০-১৯-১)
ফল: আফগানিস্তান ‘এ’ ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সেদিকউল্লাহ আটাল
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সিআইপিএ (১০ম ব্যাচ) ও সিআইবিএফ (১১তম ব্যাচ) কোর্সের উদ্বোধন
মতলব উত্তরে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টায় আটক ৩
মাদারীপুরের রাজৈরে রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫
হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক
কেসিসির সাবেক কাউন্সিল অ্যাড. জলি গ্রেফতার
মরহুম মোহাম্মদ ইয়াসিন স্বরণে আলোচনা ও দোয়া
ক্ষমতা ধরে রাখার জন্য প্রায় সাড়ে তিন হাজার মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা সরকার- সোনারগাঁওয়ে নুরুল হক নুর
জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে সর্বত্র
বাদ-বিসংবাদ শঙ্কা জাগছে
সেনাবাহিনী দায় এড়াতে পারে না
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভবন আছে সেবা নেই
মহাসড়কে দিন-দুপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই মাইক্রোবাসসহ ছিনতাইকারী আটক
রাষ্ট্র সংস্কার আগে, পরে নির্বাচন - মহাসচিব, ইসলামী আন্দোলন
খুবির বিজিই ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গেট টুগেদার
বিয়ে ঠিক করে রাখা মেয়ের সাথে ইজাব কবুর হওয়ার আগে কথা বলা প্রসঙ্গে।
সুবর্ণচরে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
পঞ্চগড় জেলা পরিষদে অনিয়য়ের অভিযোগ
ভোলা পাউবোর উন্নয়ন কাজ পরিদর্শনে পানিসম্পদ সচিব
৩১ দফা বাস্তবায়নে সমৃদ্ধ হবে দেশ
আদমদীঘিতে সাবেক বিএনপি নেতার মাগফিরাত কামনা